আমের জুস আমার অনেক প্রিয় একটি জুস। বিশেষ করে পুরো রমজান মাসে আমি আমের শরবত তৈরি করে খেয়ে থাকি। তবে এই বছর আমের সিজন না পাওয়ায় খাওয়া হয়নি রোজাতে। ঠিক বলছেন শরীর থেকে অনেক বেশি ঘাম বের হয়ে যায় এ গরমে ঠান্ডা ঠান্ডা আমের জুস খেতে অনেক ভালো লাগবে। লেবু দেওয়াতে স্বাস্থ্যের জন্য আরো অনেক ভালো হবে।
হ্যাঁ আপু ঠিক বলেছেন অন্যান্য বার রোজার মধ্যে আম পাঁকলেও এবছর তা হয়নি।তবে এই গরমে আমার বাসায় প্রায় প্রতিদিনই পাঁকা আমের জুস খাওয়া হচ্ছে। ধন্যবাদ আপু।