You are viewing a single comment's thread from:
RE: স্বরচিত কবিতা||★বিষাক্ত মানুষ★
আমাদের এই সমাজে বিষাক্ত মানুষের অভাব নেই।তারা প্রতিনিয়ত মানুষের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে থাকে।এই ইট পাথরের শহরে সহজ সরল মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন।মানুষ কথায় একরকম কিন্তু মনের মধ্যে এক বিষাক্ত মন নিয়ে তারা চলাফেরা করেন।এই শহরটা যেমন বিষাক্ত মানুষের মনও তেমনি বিষাক্ত।কখন যে ছোবল মারে তার কোনো জানা নেই।কবিতাটি পড়ে আমার বেশ ভাল লেগেছে আপু।
একদমই ঠিক বলেছেন আপু।কখন কে কিভাবে পিছনে ছুরি বসাবে তার কোনো গ্যারান্টি নেই।