আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন প্রিয় অষ্টমীর ব্লগার ভাই ও বোনেরা। আশা করি আপনারা সবাই ভাল আছেন পরিবারের সবাইকে নিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। বন্ধুরা আজকে আমি দুই ব্যাগ ব্লাড নেওয়া শেষ করেছি। বাকিটা আল্লাহ ভরসা। দোয়া করবেন সবাই আমার জন্য আমার পরিবারের জন্য। আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম ব্লাড নিতে যেয়ে হাসপাতালে। অবশেষে রাত ৮টার দিকে ফ্রি হয়ে বাসায় আসি। আবার রান্না ঘরের কাজ ছিল তা সম্পন্ন করে এখানে হাজির হলাম এখন। আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার নিজের ধারাবাহিক কাজগুলো করে নেওয়ার। সে ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে একটি পোস্ট শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। প্রতি সপ্তাহের ৭ দিন ৭ ধরনের ব্লগিং করতে চেষ্টা করি। তাই সে ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি কালারিং আর্ট পোস্ট।
আজকে আমি যে আর্ট করেছি তা হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি আর্ট। দেখতে দেখতে আমাদের কাছ থেকে আরো একটি নতুন বছর চলে গেল। এভাবে মানুষের হায়াত দিন দিন কমে যাচ্ছে সত্যি বুঝাও যাচ্ছে না। অনেক কষ্ট ভাল মন্দ জড়িয়ে থাকে মানুষের জীবনে। মানুষের জীবন বড় বিচিত্র। কিভাবে যে নতুন বছর শুরু হয়ে শেষ হয়ে গেলে সেটা টেরও পায়নি। এই বছরটা আসলে খুবই খারাপ গেছে প্রত্যকের জন্য। আমরা যারা বাংলাদেশে আছি খুব খারাপ খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আমরা চাই না এমন পরিস্থিতির সম্মুখীনার হয়। সবাই দোয়া কামনা করি যেন আমাদের জন্য একটি সুন্দর বাংলাদেশ আগামী বছরে আমরা উপহার পাই। একটি শান্তিময় দেশ একটি জাতির জন্য ভাগ্যের ব্যাপার। একজন ভালো নেতা একজন কান্ডারী একটি দেশের ভালো সময় আনতে পারে। নতুন বছর আসুক ভালো কিছু নিয়ে সেই আশা কামনা করছি। সবার জীবন হয়ে উঠুক শান্তিময়। নতুন বছর কে শুভেচ্ছা জানিয়ে আজকে একটি আর্ট করেছি। সেই আর্ট আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
আমি চেষ্টা করেছি বিভিন্ন কালার মিশ্রণে আর্ট করার। এত ব্যস্ততার মাঝে আর্ট টি করে নিলাম। বন্ধুরা আপনাদের কেমন লাগলো জানালে ভালো লাগে। এই আর্ট আমি কিভাবে করেছি সেই ধাপ সমূহ আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করবো। আশা করি আপনাদের বুঝতে সহজ হবে।
আর্টের এর প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
সাদা খাতা।
পেন্সিল।
রাবার।
কালার পেন্সিল।
আর্টের এর ধাপ সমূহঃ
প্রথম ধাপঃ
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে সাদা কাগজ এবং কলম পেন্সিল নিয়ে প্রস্তুতি হয়েছি। খাতার মধ্যে কিছুটা অংশ এঁকে নিয়েছি যা আপনাদেরকে শেয়ার করে নিলাম।
দ্বিতীয় ধাপঃ
এখন আমি নতুন বছরের সংখ্যা লিখে নিয়ে সেটাকে জেল পেন দিয়ে আবারো গাড়ো করে নিলাম। এরপরে কিছুটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন আমি কালার পেন্সিল দিয়ে কালার করে নিয়েছি।
তৃতীয় ধাপঃ
আমি নতুন বছরের সংখ্যাগুলো লিখে উপরে রেনবো কালার করে নিলাম। যা আপনাদেরকে পর্যায়ক্রমে শেয়ার করে নিয়েছি।
চতুর্থ ধাপঃ
এখন আপনারা দেখতে পাচ্ছেন ওপরে এবং নিচে উভয়ই পাশে আমি বিভিন্ন কালার পেন্সিল দিয়ে কালার করে নিয়েছি।
পঞ্চম ধাপঃ
এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রেমবো কালারের উপরে আমি ছোট ছোট ম্যান্ডেলা আর্ট করে নিয়েছি। যা নকশা করার পরে আরো অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল।
৬ষ্ট ধাপঃ
এই ধাপে আপনারা দেখতে পাচ্ছেন যখন পুরো আর্ট করা শেষ হয়ে যায় তখন দেখতে বেশ ভালো দেখছিলাম। এরপরে আমি পাশে আমার একটি সাইন দিয়ে দিয়েছি।
আর্টের উপস্থাপনা
আশা করি বন্ধুরা আমার আজকের শেয়ার করার আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমি চেষ্টা করেছি নতুন বছরের আগমন উপলক্ষে সুন্দর একটি আর্ট করে আপনাদেরকে উপহার দেওয়ার। নতুন বছর মানে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে। অনেক স্বপ্ন থাকে মানুষের নতুন বছর সুন্দর হবে নতুন কিছু উপহার পাবে। সেই সুন্দর বছরের আগমনের উদ্দেশ্যে আমি আজকের এই আর্ট করেছি। সেই আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো মতামত দিয়ে জানালে আরও বেশি অনুপ্রাণিত হব।
ডিভাইসের নাম | Wiko,T3 |
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | একটি কালারিং আর্ট |
আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
@samhunnahar
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
আপু কি হয়েছে আপনার? দুই ব্যাগ ব্লাড নিতে হয়েছে কেন? সুস্থ আছেন জেনে ভালো লাগলো। যাইহোক নতুন বছর উপলক্ষে ম্যান্ডেলার আর্ট এবং নতুন সাল লেখা কিন্তু খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপু আমার প্রেগনেন্সিতে ছয় মাস তাই ব্লাড একদম কমে গেছে। সেজন্য দুই ব্যাগ ব্লাড নিতে হয়েছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
নতুন বছরের আগমনে একটি কালারিং আর্ট দেখে খুবই ভালো লেগেছে। দেখতে দেখতে নতুন বছর আমাদের মাঝে চলে আসলো। আর তাই আপনি নতুন বছর উপলক্ষে চমৎকার আর্ট পোস্ট উপহার দিলেন। এই বছরটা আসলে খুবই খারাপ গেছে প্রত্যকের জন্য। যাইহোক আপনি ২০২৫ কে বরণ করে নেওয়ার জন্য খুবই সুন্দর আর্ট করেছেন। রং করার পর দেখতে আরো বেশী সুন্দর লাগছে।
নতুন বছর বয়ে আনুক সবার জীবনে সফলতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আর্ট দেখার জন্য।
আমার আজকের টাস্কঃ-
আপনাকে প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা আপু । দেখতে বছরটা কেটে গেল কিভাবে। আরেকটা বছরও চলে এলো। নতুন বছর উপলক্ষ ২০২৫ সালের আর্টটা চমৎকার হয়েছে।
যদিও বছরটা চলে গেল খুবই বেদনা দায়ক ছিল পুরো বছরটা।
Twitter
ভীষণ সুন্দর আঁকা দিয়ে নতুন বর্ষকে বরণ করবেন বলে তৈরি হয়েছেন আপু। দারুন সুন্দর হয়েছে আপনার এই ২০২৫ আঁকাটা। নতুন বছর প্রায় এসে হাজির হয়ে গেল আমাদের সামনে। আর এই সময় আমরা মেতে থাকি বিভিন্ন রকমের আনন্দের কাজে। আপনি ২০২৫ কে বরণ করবার আগে যে আঁকাটি আমাদের উপহার দিলেন তা এক কথায় অসাধারণ।
অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো লাগলো আপনার খুব সুন্দর গঠনমূলক মতামত পড়ে।
কালারফুল ভাবে আপনি আজকে অসাধারন একটা আর্ট করেছেন তো। এই ধরনের আর্ট গুলো যত বেশি সময় নিয়ে করা হয়, ততই দেখতে সুন্দর লাগে। আপনি অনেক নিখুঁতভাবে এই আর্ট করেছেন। কালার কম্বিনেশনটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এরকম আর্ট আশা করি সময় আমাদের মাঝে শেয়ার করবেন। নতুন বছর উপলক্ষে করলেন দেখে ভালো লাগলো।
আপু অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে এত সুন্দর গঠনমূলক মতামত পড়ে।
ম্যান্ডেলা আর্ট অংকন করতে আমি অনেক বেশি পছন্দ করি। এমনকি ম্যান্ডেলা আর্ট গুলো দেখতেও আমার কাছে খুব ভালো লাগে। এরকম ভাবে সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট অঙ্কন করার জন্য দক্ষতার প্রয়োজন সব থেকে বেশি হয়ে থাকে। তেমনি আপনিও নিশ্চয়ই দক্ষতাকে কাজে লাগিয়ে এই সুন্দর আর্টটি সম্পূর্ণ করেছেন। কালার কম্বিনেশনটা জাস্ট মনোমুগ্ধকর ছিল। কালারিং ম্যান্ডেলা আর্ট গুলো আমি বেশি পছন্দ করি। আপনার এই নিখুঁত হাতের কাজের প্রশংসা তো করা লাগছে। নতুন বছরের আগমনে আর্টটি করায় দেখতে খুব ভালো লেগেছে।
আমার শেয়ার করা আর্ট দেখে আমাকে এত উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
নতুন বছরের আগমন উপলক্ষে অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপু। আপনার আর্ট দেখতে অনেক সুন্দর হয়েছে। একেবারে সময় উপযোগী একটি আর্ট করে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো।
ধন্যবাদ আপু আপনাকে আর্টটি দেখার জন্য।