সত্যিই দাদা টাইটেলটি পড়ার পর আমার মাথাতেও সিসিমপুরের লাইনটা চলে এসেছে। খুব ভালো বন্ধুর সাথে হবিগঞ্জ ঘুরতে গিয়েছেন, এনা বাস খুব সাংঘাতিক স্পিডে চলাচল করে যদিও আমার ঢাকার বাইরে তেমন যাওয়া হয়নি তবে একটু হলেও ধারণা আছে।
সত্যিই দাদা টাইটেলটি পড়ার পর আমার মাথাতেও সিসিমপুরের লাইনটা চলে এসেছে। খুব ভালো বন্ধুর সাথে হবিগঞ্জ ঘুরতে গিয়েছেন, এনা বাস খুব সাংঘাতিক স্পিডে চলাচল করে যদিও আমার ঢাকার বাইরে তেমন যাওয়া হয়নি তবে একটু হলেও ধারণা আছে।
ভাইরে ভাই রাতের বেলা এনা আর সৌদিয়া এই বাসে উঠবেন না একদম। বাপরে বাপ। আমি লং জার্নি অনেক করেছি, মোটামুটি ধারনা হয়ে গেছে সব। এরা জান কাপিয়ে ফেলে একদম।