মুভি রিভিউ || ডানকি

in আমার বাংলা ব্লগ7 months ago (edited)

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

২৫শে পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ।

৯ই জানুয়ারি, মঙ্গলবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।আমার দেখা চমৎকার একটা মুভি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি ভালো লাগবে।


image.png

স্ক্রিনশট নেওয়া হয়েছে


📋 কিছু তথ্য


পরিচালকরাজকুমার হিরানি
গল্প লেখকরাজকুমার হিরানি
প্রোডাকশনজ্যোতি দেশপান্ডে & গৌরী খান
মুক্তির তারিখ২১ ডিসেম্বর ২০২৩
চলমান সময়২ ঘন্টা ৪১ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি

অভিনয়ে


শাহরুখ খানতাপসী পান্নু
ভিকি কৌশলবোমান ইরানি
বোমান ইরানিঅমরদীপ ঝা


রিভিউ

এবছর শাহরুখ খান বেশ ভালো কয়েকটা মুভি আমাদেরকে দিয়েছে, পাঠান , জাবান এবং ডাংকি। এই মুভির মধ্যে অদ্ভুত একটা বিষয় রয়েছে আপনাকে একই সময় কয়েকটা ফিল্ম দেবে, স্ক্রিনে দেখতে পারবেন খুবই কষ্টের একটা দৃশ্য কিন্তু ডায়লগ শুনে আপনি হাসবেন, ইমোশনাল দেখে আপনার চোখে পানি চলে আসবে কিন্তু মনে মনে একটা প্রশান্তি পাবেন।


Screenshot_1.png

Screenshot_2.png


একই সঙ্গে একটা মিশ্রণ অনুভূতি দিতে পারবে এই মুভি, ডিরেক্টর রাজকুমার হিরানি স্যার একজন অভিনেতার মধ্যে থেকে তার সর্বোচ্চ বের করে নিয়ে আসতে পারে, আমরা বলব তারা অনেক মুভি দেখেছি যা এখনো মানুষের মুখে মুখে রয়েছে।

তাপসী পান্নু সাথে আমাদের শাহরুখ খানকে এত দারুন মানাবে এটা কখনো ভাবিনি, তাদের মধ্যে এত গভীর প্রেম এখানে দেখানো হয়েছে বিষয়টা দারুন ছিল। বেশ চমৎকার ভূমিকা পালন করেছে এখানে শাহরুখ খানের বিপরীতে তাপসী। ভিকি কৌশাল তার খুব অল্প পরিমাণ ক্যারেক্টার হলেও কিন্তু দুর্দান্ত ভূমিকা পালন করছে।


Screenshot_3.png

Screenshot_4.png

Screenshot_5.png


এখানে প্রত্যেকটা ছোট ছোট ক্যারেক্টার তাদের ব্যক্তিগত অনুভূতিকে ফুটিয়ে দিতে পেরেছে, তবে হ্যাঁ এখানে শাহরুখ খান এবং তাপসীর ডায়লগ খানিকটা কমিয়ে দিলে অন্য ক্যারেক্টারের উপরও আরও বেশি কাজ করা যেত।

কয়েক লাইন লিখে দিয়ে এই মুভির রিভিউ করা সম্ভব নয়, এটা আপনাকে দেখতে হবে এবং অনুভব করতে হবে, দিকটাই বুঝতে পারবেন মূলত এর কাহিনীটা কি। একদল যুবক যুবতী তারা নিজেদের পরিবারের দুঃখ দুর্দশা থেকে বিদেশ পাড়ি দিতে চায়।


Screenshot_6.png

Screenshot_7.png

Screenshot_8.png

Screenshot_9.png

Screenshot_10.png


শাহরুখ খান আর্মি ব্যাকগ্রাউন্ড থেকে বের হয়ে এসে তাদের সাথে যুক্ত হলো, এখানে শাহরুখ খানের খুব বেশি অ্যাকশন নেই তবে যতটুকু রয়েছে প্রশংসারযোগ্য।

আপনি যদি ভেবে থাকেন শাহরুখ খানের অন্য সকল মুভির মত এখানে অনেক অ্যাকশন থাকবে তাহলে ভুল করছেন, গল্পের উপর ভিত্তি করে এটা তৈরি করা হয়েছে, এই মুভিটার মধ্যে আপনি অসম্ভব রকম সুন্দর একটা গল্প পাবেন। এই গল্পটা কখনো আপনাকে হাসাবে কখনো কাঁদাবে কখনো বা এতটা ইমোশনাল করে দেবে যেটা বলার বাহিরে।


Screenshot_11.png

Screenshot_12.png

Screenshot_13.png

স্ক্রিনশট নেওয়া হয়েছে


আর বেশি কিছু লেখা যাবে না এই মুভিটা শুধুমাত্র দেখেই অনুভব করার মত, কেননা খুব সাধারণ একটা গল্প কিন্তু এত অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এটা শুধুমাত্র স্ক্রিনপ্লের মাধ্যমেই অনুভব করা সম্ভব।

মনে হচ্ছে অনেকদিন পর একটা কম্ব প্যাকেজ পেয়েছি যেখানে হাসি কান্নায় ইমোশন একশন রোমান্স সব রয়েছে। আমরা শাহরুখ খানকে সেই পুরনো রোমান্টিক ক্যারেক্টারে আবার দেখতে পেলাম। আমার কাছে বেশ দারুন লেগেছে। তবে ডায়লগ গুলো যদি আরো পাওয়ারফুল করা যেত তাহলে দারুন হত। অভিনয় দুর্দান্ত শুধুমাত্র ডায়লগ এর জন্য খানিকটা নরমাল মনে হচ্ছে তাছাড়া বাকি সব ঠিক। আমি এই মুভিকে ৮/১০ নাম্বার দিবো।
এই মুভির টেইলার ভিডিও

মুভি ট্রেলের ভিডিওটাই অসাধারণ আপনার মুভিটা দেখার আগ্রহ কয়েকগুন বাড়িয়ে দেবে।



আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

115.png

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 7 months ago 

চমৎকার একটি সিনেমা আপনি আমাদের মাঝে রিভিউ করে শেয়ার করেছেন ভাইজান। অবশ্যই সিনেমাটা আমি পূর্বে কোনদিন দেখিনি যেহেতু এসব মুভি গুলো আমার দেখা হয়ে ওঠে না। তারপরেও সিনেমা সম্পর্কে বেশ ভালো ধারণা পেলাম আপনার রিভিউ পড়ার পর।

 7 months ago 

এটা কিছুদিন আগে রিলিজ পেল, একে তো শাহরুখ খানের মুভি তার উপর গল্পটা খানিকটা অন্যরকম বেশ ভালো করেছে, চাইলে দেখে আসতে পারবেন ভালো লাগবে।

 7 months ago 

শাহরুখ খানের মুভি অনেকেই পছন্দ করেন, তিনি এখন নতুন নতুন গল্পে নিজেকে আবিষ্কার করছেন। রোমান্স অ্যাকশন থেকে এখন তিনি গল্পের উপর ফোকাস করছেন বিষয়টা খুব ভালো লাগছে। সময় থাকলে দেখে আসতে পারেন ভালো লাগবে।

 7 months ago 

রাজকুমার হিরানি পরিচালিত বেশিরভাগ সিনেমাই খুব সুন্দর হয়। আর একটা কথা বললেন না আপনি যে এইটুকু লেখার মধ্য দিয়ে পুরো সিনেমার রিভিউ করা সম্ভব নয়, এটা সত্যি কথা। তাছাড়াও সিনেমার ভিতরের প্রত্যেকটা ছোট ছোট ক্যারেক্টার তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে। সিনেমাটা এখনো পর্যন্ত আমার দেখার সৌভাগ্য হয়নি, তবে খুব দ্রুত আশা করি দেখবো। আপনার সিনেমা রিভিউ টা অনেক বেশি সুন্দর এবং গোছানো হয়েছে।

Posted using SteemPro Mobile

 7 months ago 

অনেক সিনেমায় হয়তো লিখে প্রকাশ করা যায়, তবে এই মুভিটা অনুভব করার মত। কারণ খুবই সিম্পল একটা কাহিনী কিন্তু এটা অনুভব করতে হবে অভিনয় দেখে। আপনি অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 7 months ago 

এই "ডানকি" মুভিটির ট্রেলার টি আমি দেখে থাকলেও মুভিটি আমি দেখিনি। এই মুভিটি সিনেমা হলে গিয়ে আমার দেখার ইচ্ছে ছিল । তবে সেটার আর সুযোগ হয়নি। যাইহোক, মুভিটির মধ্যে যখন হাসি, কান্না, ইমোশন, একশন সব কিছু রয়েছে তাহলে তো সুযোগ পেলেই আমাকে দেখতে হবে মুভিটি। স্ক্রিনপ্লের এর মাধ্যমে সাধারণ কোনো ঘটনাকে অসাধারণ করে তুলে ধরা হয় , এটাই তো মুভির সৌন্দর্য।

 7 months ago 

হ্যাঁ গল্পটা বেশি ইউনিক, সাধারণত শাহরুখ খান অ্যাকশন রোমান্টিক এ ধরনের মুভি করে থাকেন। তিনি যখনই ভিন্ন ধরনের কোন সিনেমা করেছে সেটিও কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগে দেখে আসতে পারেন ইনজয় করবেন অবশ্যই।

 7 months ago 

ভাই এখন সিনেমা হলে মুভিটা চলছে কিনা সেটা ঠিক জানিনা, তবে কয়েকদিন পর ওটিটি প্লাটফর্মে চলে আসলে তখন দেখে নেব মুভিটা ।

 7 months ago 

এখন অনেক জায়গাতেই এভেইলেবল রয়েছে, আপনি চাইলে অনলাইনে দেখতে পারেন আমিও অনলাইন থেকে দেখেছি। ফিডব্যাক জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।

 7 months ago 

মুভিটা সিনেমা হলে এখনো এভেইলেবল থাকলে দু-একদিনের মধ্যে গিয়েই এই মুভিটা দেখে আসবো ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61098.19
ETH 2625.94
USDT 1.00
SBD 2.63