আমি যখন বেস্ট ফ্রেন্ডের ব্লক লিস্টে || 10% Beneficiaries shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

নিজের ঘটনাটি শেয়ার করবো যেন এমন ভুল কেউ না করে।


প্রথম ছবিটা আমার জীবনের প্রথম বেস্ট ফ্রেন্ড নুর ইসলামের। আমার ছোট থেকেই কোন বন্ধু ছিল না। আমি আর আমার বড় বোন সব সময় খেলাধুলা করতাম। কলেজ লাইফে প্রথম আমার খুব ভালো বন্ধু নুর ইসলাম আর যে কিনা একজন বেস্ট ফ্রেন্ড হবার যোগ্য বলে আমি মনে করি।

IMG_2534.JPG

Canon 750D

What's 3 Word Location


নুর ইসলাম এর থেকেই আমার পরিচয় হয় আব্দুল্লাহা এর সাথে। হয়ে গেলাম ৩ বন্ধু। আব্দুল্লাহ পড়ালেখায় একদম গবেট ছিল কিন্তু কম্পিউটারে খুব ভালো আর ইংরেজিতেও মাশাল্লাহ। বুঝাই যায় না এই ছেলে পরিক্ষা দিলে ২/৩ বিষয়ে ফেইল করার মতন। আমি এটা বলে নেই কম্পিউটারের বেশির ভাগ কাজ আমি আমার প্রিয় বন্ধু আবদুল্লাহ এর কাছ থেকেই শিখেছি। আমার একটা অভ্যাস কেউ আমার উপকার করলে সবার সামনে চিল্লাইয়া যদি ক্রেডিট দিতে পারি আমার কাছে ভালো লাগে। এক এক করে আবদুল্লাহ আমি নুর বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম। কেউ কাউকে ছাড়া কিছুই বুঝি না। আব্দুল্লাহ ছিল একটু বাচ্চা টাইপের ওর এক গেয়ামি বেশি ছিল। কিন্তু মানুষ উপকার করাই যেন ছিল ওর ধর্ম। ওর বাবা ছিলেন বাংলাদেশ পুলিশ হেড কোয়াটারের একজন এস আই। কিন্তু ওর ভিতর তার কোন অহংকার ছিল না। কেমন জানি এমন বন্ধু হয়ে গেলাম যে আমাদের ৩ বন্ধুর মা যেন তারাও বন্ধুত্ব করে ফেল্ল। আমার মা আব্দুল্লাহার মা নুর ইসলামের মা এই ৩ জন ও সুযোগ পেলেই মিট করতো আড্ডা দিত। আর আমরা তো কেউ কাউকে রেখে কোথাও যেতাম ই না। হুট করেই আমি নুর সিয়াম ৩ জন যাই আমার বউ বৈশাখীর কলেজে অন্য একটা বন্ধুর কলেজের অনুষ্ঠানে। সেখানে যেয়ে আমি ছবি তুলি বৈশাখীর। আর ও সেই ছবি নেয়ার মাধ্যমেই আমাদের আই লাভ ইউ এর কাহিনি শুরু হাহহাহা। এর ফাকে ভিতরে ভিতরে আব্দুল্লাহ এমন এক কাহিনি করেছে যা আমরা অবাক। আব্দুল্লাহ কোন মেয়ের দিকে তাকাতোই না এমন ছিল। কিন্তু কিভাবে জানি না বৈশাখীর বন্ধু মিম এর সাথে ও আই লাভ ইউ এর খেলায় পড়ে গেল। আর এদিকে নুর ইসলাম ও মিম কে পছন্দ করে বসে। নুর আমাকে বলে বিষয় টা। আমিও মিম কে বলি। কিন্তু আমি আর নুর জানি না যে ভিতর আমাদের কলিজার বন্ধু আব্দুল্লাহ ওর সাথে রিলেশন শুরু করে দিয়েছে। মিম এর একটা বিষয় আমার খারাপ লেগেছিল ও এগুলা ক্যান আমাদের বা আব্দুল্লাহকে বলছে না যে তোমরা ২ বন্ধুই আমাকে পছন্দ করো। যাই হোক এক পর্যায়ে যেনে গেলাম ঘটনা টা। এবার আব্দুল্লাহ বলতাছে নুর আমি মিম এর সাথে কথা বলবো না তুই শুধু ওর হাহাহাহা সেম কথাই নুর বলতাছে। সেক্রিফাই যাকে বলে। আমি মাঝে বললাম যে মিম আব্দুল্লাহ এর। কারন আমি জানতাম আব্দুল্লাহ বাচ্চা টাইপের কষ্ট পাবে। কিন্তু নুর কষ্ট পেলেও চেপে যেতে পারে। এবার আব্দুল্লাহহ মিম ও রিলেশন শুরু। ৩ বন্ধু এক সাথেই সব সময় মিট করতাম। সব কিছু ঠিকঠাক।

IMG_2557.JPG

Canon 750D

What's 3 Word Location


আমাদের একটা পাগলামি শেয়ার করি। আমি খুব ব্যাস্ত তাই তাদের সাথে আমি নাই সন্ধায়। এবার আমার ফোনে কল আসলো বন্ধু আমি আর আব্দুল্লাহ রেস্টুরেন্টে আছি খেয়ে বসে আছি ২ জনের এক জনের কাছেও টাকা নাই চালু আয় বিল দিতে হবে। মর যালা আহাহাহহাআহ। আমি আমি তাড়াতারি যাই। যাইয়া দেখি ওরা খায় নাই অর্ডার দিয়ে রাখছে আমাকে ছাড়া খাবে না তাই। খুব পাগলামি করতাম ৩ জন ৩ জনের জন্য।

gbgbg.jpg

Canon 750D

What's 3 Word Location


আমার বিয়ে হয়ে গেল। হুট করে মিম একদিন একটা যামেলা করে বসলো আমার আর বৈশাখীর ভিতরে। আমি মিম কে কল দিয়ে একটা রাগারাগি করি। একটু পরেই আব্দ্যল্লাহ আমাকে কল দিয়ে যা বল্লো আমি তার জন্য প্রস্তুল ছিলাম না। আব্দুল্লাহ আমাকে ফোন দিয়েই যাতা বলছে তোরে কে দিল এত বড় সাহস তুই মিম কে যাতা বললি। আমি অবাক বললাম বন্ধু এখানে বিষয় টা ছিল ভিন্ন। ও খুব রাগা রাগি করে আমিও রাগ হয়ে গেলাম খুব। এক পর্যায়ে ২ জন ২ জনকে ব্লক করে দেই। আব্দুল্লাহ রাগ হইয়া নুর করেও ব্লক করে দেয় শুধু শুধু। আজ ও অবাক হই নুর কে ক্যান ব্লক দিল ও। এর পরে আমি ব্লক খুলি কিন্তু আব্দুল্লাহ ব্লক খুলে না। আমি কল দেই ধরে না। একদম ইগনোর শুরু। আমি আব্দুল্লাকে এস এম এস ও দিয়েছি আমার ভুল হয়েছে তোর পা ধরি মাফ করে দে লাভ হচ্ছিল না। আমার মা একদিন আব্দুল্লাকে বাসায় ডেকে নিয়ে আসে। খাওয়ায় অনেক কিছু আর বলে বাবা প্লিজ আন্টি রিকোয়েস্ট করলাম তোমরা বন্ধুত্ব টা নষ্ট কইরো না। কিন্তু আব্দুল্লাহ তাতেও আর ঠিক করছিল না। আমিও একটা সমইয় আর পারছলাম না। আমি আর নুর খুব কষ্ট পাই। আমার মায়ের যখন ক্যন্সার কেম দিলাম আম্মু খুব অসুস্থ, মা বলতাছে আব্দুল্লাকে ডাক আমি অরে দেখতে চাই 😭😭😭 আমি আব্দুল্লাহকে কল দেই অন্য নাম্বার দিয়ে। বললাম আব্দুল্লাহ মায়ের অবস্থা খুব খারাপ তোকে দেখতে চায় প্লিজ বাসায় আয়। বল্ল সময় পেলে আসবো। কিন্তু আব্দুল্লাহ আর আসে নাই 😭😭😭😭😭। সেদিন এর পর থেকে আর চেষ্টা করি নাই কথা বলার জন্য। শেষে কিছু দিন আগে আবার ট্রাই করলাম। অন্য নাম্বার দিয়ে কল দিলাম আব্দুল্লাহ বললাম ভয়েস শুনেই অই নাম্বার টাও ব্লক। বৈশাখী আমাকে বল্ল আমি মিম কে বললাম মিম তুই বললে আব্দুল্লাহ আবার অরের সম্পর্ক টা ঠিক করবে তুই বল ভাইয়াকে। মিম নাকি বলেছে আমি আব্দুল্লাহ কে নিষেধ করেছি কথা বলতে আমি চাই না ওরা আর কথা ব্লুক। আমি এবার অনেক রেগেই গেলাম। আর চেষ্টা করার ইচ্ছে নেই। কাল বৈশাখির পরিক্ষার হলে গেলাম যেয়ে দেখি আব্দুল্লাও গেছে তার জি এফ কে নিয়ে। এক রুমে আমি আব্দুল্লাহ বসে ছিলাম অনেক খারাপ লেগেছে কিন্তু কথা বলার আর রুচি হয় নাই সত্যি।

IMG_0212.JPG

Canon 750D

What's 3 Word Location


দিন শেষে এটাই বলবো বন্ধু নির্বাচনে ভুল করবেন না। আর বন্ধুর প্রেমিকার সাথে কথা না বলাই উওম। আমি জানি ও এটা দেখবে না। কিন্তু খুব বলতে ইচ্ছে করছে আব্দুল্লাহ এখন ও অনেক ভালোবাসি রে তোকে 😭😭😭


আমার বন্ধু নুর ইলসলাম আমার বাংলা ব্লগে জয়েন করেছে নতুন। আমি এটা বলবো না সবাই ওর পাশে থাকেন,বরং আমি নুর কে বলবো নিজের যোগ্যতায় জায়গা তৈরি করে নিতে হবে।


IMG_20210902_121242.png

আমি সাইফুল ইসলাম রাজু ।

ঢাকা মোহাম্মাদপুর থেকে কাজ করি ।
মুন্সিগঞ্জ এর ছেলে ।
বাংলাদেশের একটি ফেসবুক গ্রুপ উইমেন ই-কমার্সে কাজ করি।

20210901_165454.png

Sort:  

জীবনে চলার পথে ঝগড়া বা রাগারাগি যাকে চিনি জানি, যার সাথে সম্পর্ক আছে এমন মানুষের সাথেই হবে । কিন্তু কিছু মানুষকে চিনলেও তার সাথে ঝগড়া হবে না যেমন- বিল গেটস , মেসি ইত্যাদি ।

আবার সবার সাথে ঝগড়া হলে আমরা মনে বেশি কষ্ট পাইনা । তবে কিছু মানুষ এমন আছে যাদের দেয়া কষ্ট আমরা সহ্য করতে পারিনা । সম্পর্কটা আবার সুন্দর করা যায় sorry শব্দ ব্যবহার করে । তবে sorry ২ পক্ষের থেকে হতে হবে । আমি আর রাজু অনেক বার চেষ্টা করেছি । ইশাল্লাহ চেষ্টা করতে থাকবো । অবশেষে এটি গান মনে পড়ল-
**পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না**
**আপন মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না**
Lyric: Akkas Dewan Tune: Akkas Dewan
 3 years ago 

ধন্যবাদ নুর ভাই।

 3 years ago 

পড়ে অনেক ভালো লাগলো, যদিও বিষটি আমি আগে থেকেই জানি। আল্লাহ আমারদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন।

 3 years ago 

❤️❤️🙏🙏🙏

 3 years ago 

বন্ধুত্ব মিশে থাক বন্ধুত্বে।ভুল বুঝাবুঝি মান অভিমান কাটিয়ে শুরু হোক আবার নতুন পথ চলা এই শুভকামনা♥♥

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

আসলেই ভাই আর যে যাকে চায় সে তাকে পায় না আমরা যাকে চাই।। সে আবার অন্যজনকে চাই এমন পরিস্থিতি হয়ে গেছে।সত্যি ভাইয়া বন্ধু নির্বাচন করতে হবে আমাদের সঠিক ভাবে।গল্পটি পড়ে সত্যি খুবই কষ্ট পেলাম যে আন্টির অসুস্থ হয়ে গেছিল তাও একটিবারও দেখতে আসে না আসলে বন্ধুত্ব এমনই ছিল না আগে মেয়ের জন্য বন্ধুত্ব নষ্ট হয়ে গেল । আপনাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে ভাবতে পারেনি

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

গল্পটা আপনার জীবনের খুবই ভালো লাগলো পড়ে।অনেক কিছু শিখতে পারলাম।ভাই এত ভালো বন্ধুদের মধ্যে ভাঙন ধরল শুধুমাত্র একটি মেয়ের জন্য। এই মেয়ে মানুষ এই কাজটা খুব ভালো পারে বন্ধুদের মাঝে ভাঙন ধরাতে।এখন তো আবার একসাথে হয়েছেন এটাই অনেক। আশাকরি বাকি জীবনটা এভাবেই থাকবেন। আপনাদের জন্য শুভকামনা।

 3 years ago 

গল্পের কোন জায়গায় লিখছি যে আমরা আবার এক হয়েছি ?

 3 years ago 

বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হতে আসলেই কিছুটা ইগনোর, অবহেলা দায়ি আপনার গল্প শুনে খারাপ লাগলো এমন বন্ধু পাওয়া দায়।

অনেক বানান ভুল করেছেন ভাই একটু খেয়াল করলে ভুল হবে না ধন্যবাদ আপনার এই বন্ধুহীন বিষয়টা ভাগাভাগির জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার গল্প মানেই কিছু শিক্ষণীয় বিষয় আর সে বিষয়টি অবশ্যই বাস্তবভিত্তিক তাই আপনার গল্পগুলো অনেক ভালো লাগে। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

কেন সবাই নাকি আবার এক হয়েছেন রেস্টুরেন্টে??
ও দুঃখিত এটা আগের ছবি ছিল😂।

 3 years ago 

হাহাহহাহাহাহা।

 3 years ago (edited)

এই ধরনের ভুল বুঝাবুঝি তে যে কত বন্ধুত্ব নষ্ট হয়। তবে উনার উচিত ছিল আন্টির অসুস্থ অবস্থায় করা আবদার টি রাখার চেষ্টা করা। যাই হোক,দিন শেষে কোন সম্পৰ্কই যেন এভাবে নস্ট না হয় এটাই চাই।

 3 years ago 

একদম তাই।

 3 years ago 

প্রথমের দিকে পড়ে খুব টুইস্ট পাচ্ছিলাম ভাবলাম হয়তো কোন এক ত্রিমাত্রিক প্রেমের ছোঁয়া পাব কিন্তু পরক্ষনেই এক হৃদয়বিদারক ঘটনা ঘটবে আমি আসলে প্রস্তুত ছিলাম না এমন কিছু পড়ার জন্য আসলে বিষয়টা খুব খারাপ ।প্রেমের জন্য বন্ধুত্ব নষ্ট করা বিষয়টাকে আমি কখনোই ভালোভাবে দেখি না। সবথেকে খারাপ লাগছে যখন আন্টি বাসায় ডেকে এনে ‌খাওয়ানোর পর ওনাকে রিকোয়েষ্ট করে কিন্তু রাখে নাই। আর বন্ধু বন্ধুর মা আমার নিজের মা সে মায়ের অসুস্থতার সময় যে বন্ধু তার শেষ ইচ্ছা রাখতে পারেনা সে বন্ধু সম্পর্কে আমি কিছু বলতে চাই না। আংটি অসুস্থতার কথা শুনেও যে ফ্রেন্ড একটু বিবেকবোধ নাড়া দেয় না সে আসলেই কখনো ফ্রেন্ড হতে পারে না যে সম্মানী ব্যক্তিকে সম্মান করতে জানেনা বন্ধুত্বের মর্যাদা রাখতে চায় না শুধুমাত্র মেয়ের মনের খুশি রাখার জন্য বন্ধুত্বের অপমান করতে পারে । আমি বলব আপনি একটি ভুল বন্ধুকে বেছে নিয়েছেন যে আসলে কখন বন্ধু ছিলনা‌‌সে‌ছিল স্বার্থপর ।
আমি আশা করব নেক্সটাইম আপনি এই বন্ধুর মুখদর্শন করবেন না প্লিজ ।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

এতবড় একটা কমেন্ট করলাম শুধু এটুকুই ধন্যবাদ আপনাকে😆 মজা করলাম

 3 years ago 

হাহাহহাহহা।
আসলে মোবাইল দিয়ে রিপ্লে দেয়াটা সো টাফ
মুখে বলি একটা উঠে আরেকটা 🥺🥺🥺

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 66785.43
ETH 3494.10
USDT 1.00
SBD 2.83