You are viewing a single comment's thread from:
RE: আমরাও পারি নিজের মনের আত্মবিশ্বাস যদি থাকে এগিয়ে যেতে "benificiary 10% @shy-fox "
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
নারীরা চাইলে সবকিছু করতে পারে। শুধু দরকার হয় আত্মবিশ্বাস, আর মনে সাহস।
আপনি যেহেতু চট্টগ্রামের বাইরে আগে একা কখনও চলাচল করেননি নিশ্চয় এই যাত্রা টা আপনার জন্য একটু কষ্টকর ছিলো। তবে আপনি ভয় কে জয় করে নিজের উপর বিশ্বাস রেখে আপনার ফুফুকে দেখতে গিয়েছেন এজন্য আপনাকে স্যালুট জানাই। মেয়েদেরকে আটকে রাখতে চায় এধরনের মানুষজন আমার খুবই অপছন্দের। আপনার এই অভিজ্ঞতাটি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু আমাদের সাথে শেয়ার করার জন্য এই। পোস্টটি পড়ে অনেকেই অনুপ্রাণিত হবে।
একদম বাস্তব কথা লিখেছেন আপু,যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।জি আপু, একলা চলে নিজের আত্মবিশ্বাস তৈরি করা খুবই প্রয়োজন।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য🥰🥰