DIY-এসো নিজে করি || রঙিন কাগজ ব্যবহার করে একটি পিকাচু তৈরী || 10% Beneficiary To @shy-fox 🦊|

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

PhotoEditor_202259234424477.jpg

পিকাচু ক্যারেক্টার টির সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। জনপ্রিয় কার্টুন পোকেমন এর একটি চরিত্র হচ্ছে পিকাচু। আজ আমি সেই পিকাচুর একটি অরিগামি বানিয়ে দেখাবো। এই অরিগামি টি কিছুটা বেলুনের মত।

প্রয়োজনীয় উপকরণ

image.png

IMG_20220509_232950_772.jpg

১. রঙিন কাগজ
২. কাচি
৩. আঠা
৪. কলম

image.png

প্রস্তুত প্রণালী

image.png

ধাপ-১

IMG_20220509_224510_098.jpgIMG_20220509_224606_199.jpg

একটি স্কয়ার কাগজ নিয়েছি এবং কাগজটিকে মাঝখানে একটি ভাজ করেছি। ভাজ বরাবর ভাজের দাগ বসে গেলে কাগজটিকে আবার খুলে নিয়েছি।

image.png

ধাপ-২

IMG_20220509_224641_642.jpgIMG_20220509_224653_199.jpg

অপর দিকেও একই ভাবে ভাজ করেছি এবং ভাজ খুলে দিয়েছি ।

image.png

ধাপ-৩

IMG_20220509_224914_725.jpgIMG_20220509_224747_034.jpg

এবার কাগজটিকে কোনাকোনি করে ভাজ করে নিয়েছি এবং দাগ বসে গেলে ভাজ খুলে দিয়েছি।

IMG_20220509_224924_011.jpg

কাগজটিতে এরকম কিছু দাগ পেয়েছি।

image.png

ধাপ-৪

IMG_20220509_225015_059.jpgIMG_20220509_225046_274.jpg

দাগ এর সাথে দাগ মিলিয়ে চিত্রের মত করে কাগজটি ভাজ করে নিয়েছি।

IMG_20220509_225056_488.jpg

ভাজ করার পর কাগজ টি এরকম হয়েছে।

image.png

ধাপ-৫

IMG_20220509_225222_891.jpg

উপরের অংশের কাগজ চিত্রের মত করে ভাজ করেছি।

IMG_20220509_225401_923.jpg

কাগজটিকে উল্টো দিকে ঘুরিয়ে নিয়েছি এবং অপরদিকেও। একই ভাবে ভাঁজ করে নিয়েছি তারপর কাগজটি এরকম রূপ নিয়েছে।

image.png

ধাপ-৬

IMG_20220509_225535_592.jpg

ডান ও বাম দিক থেকে কাগজ মাঝ বরাবর ভাজ করেছি ।

image.png

ধাপ-৭

IMG_20220509_225627_575.jpg

ওপর এর অংশের কাগজ মাঝখানে ভাজ করে এনেছি।

IMG_20220509_225738_677.jpg

ওই অংশটিই আবার ডানে বামে ভাজ করেছি।

image.png

ধাপ-৮

IMG_20220509_225834_559.jpg

নিচের ভাজ করা কাগজ এর ভেতর ওপরের কাগজ টি সংযুক্ত করেছি ।

IMG_20220509_225909_845.jpg

সংযুক্ত করার পর কাগজ দিয়ে এরকম হয়েছ।

image.png

ধাপ-৯

IMG_20220509_225954_533.jpgIMG_20220509_230057_002.jpg

আবারও উল্টো করে নিয়েছি এবং এদিকেও ডান বাম দিক থেকে কাগজ ভাঁজ করে মাঝখানে নিয়েছি এবং আঠা দিয়ে কাগজ টি সংযুক্ত করেছি।

image.png

ধাপ-১০

IMG_20220509_230144_873.jpg

উপরের অংশের কাগজ টি চিত্রের মত করে ভাজ করেছি।

image.png

ধাপ-১১

IMG_20220509_230326_217.jpg

এই কাগজ টির দুই কোনায় কালো কালির কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছি এবং ভরাট করেছি।

image.png

ধাপ-১২

IMG_20220509_230900_969~2.jpg

চিহ্নিত করা স্থানে একটি ফুটো পাবো। সেই ফুটোয় হাওয়া দিয়ে কাগজ টিকে ফুলিয়ে নেবো।

IMG_20220509_231049_196.jpg

ফোলানোর পর কাগজ টি এরকম হয়ে যাবে।

image.png

ধাপ-১৩

IMG_20220509_232232_638.jpg

পিকাচুর চোখ বানানোর জন্য সাদা ও কালো কাগজ গোল করে কেটে নিয়েছি এবং কালো কাগজ এর ওপর সাদা কাগজ আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

image.png

ধাপ-১৪

IMG_20220509_232532_056.jpg

ফুলিয়ে নেয়া পিকাচুর বডিতে চোখ দুটো আঠা দিয়ে সংযুক্ত করেছি।

image.png

ধাপ-১৫

IMG_20220509_232736_587.jpg

কালো কালির কলম দিয়ে পিকাচুর নাক, মুখ এঁকে দিলেই অরিগামি পিকাচু তৈরী হয়ে যাবে।

image.png

রঙিন কাগজ দিয়ে বানানো অরিগামি পিকাচু টি কেমন হয়েছে তা মন্তব্য করে জানাবেন।
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার চলে আসবো নতুন কিছু নিয়ে।
সবাইকেই অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি পড়ার জন্য।
ভালো থাকবেন সবাই।শুভ কামনা রইলো।

চিত্র উঠানোর জন্য ব্যবহৃত ডিভাইসTecno spark 5 pro
Sort:  
 2 years ago 

পোকেমন কার্টুন টি আমিও দেখেছিলাম। আমার কাছে খুবই ভালো লাগে কার্টুন। পিকাচু কে আমার খুব পছন্দ। আপনি খুব সুন্দরভাবে পিকাচু তৈরি করেছে। আমার কাছে এটি অনেক ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

আপনার মত আমারও পোকেমন কার্টুন এর পিকাচু ক্যারেক্টার অনেক পছন্দের। তাই ভাবলাম পছন্দের ক্যারেক্টারের একটি অরিগামি বানিয়ে ফেলি। এতটা সুন্দর হয়েছে শুনে ভালো লাগলো আমার।

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 2 years ago 

রঙ্গিন কাগজ ব্যবহার করে আপনি খুব সুন্দর একটি পিকাচু তৈরি করেছে। আপনার রঙ্গিন কাগজ ব্যবহার করে বিভিন্ন ধরনের অরিগামি তৈরি করা আমার ভীষণ ভালো লাগে। আপনি খুব দক্ষতার সাথে এই কাজগুলো পারেন বলে বিশ্বাস করি। এত সুন্দর একটি পিকাচু ধাপে ধাপে তৈরি করার প্রক্রিয়া আমাদের মুখে তুলে ধরেছেন সেইসাথে বর্ণনা করেছেন। পিকাচু সত্যি অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর একটি পিকাচু আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি বরাবরই খুব সুন্দর ভাবে মন্তব্য করেন। আপনার মন্তব্যগুলো আমার খুব ভালো লাগে আপু।
আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি পিকাচু বানিয়েছেন। পিকাচু দেখতে অনেক সুন্দর হয়েছে। খুব সুন্দর ভাবে কালার মিলিয়েছেন। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার কাছে অনেক ভালো লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

একদম ঠিক আপু রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানাতে আমারও খুব ভালো লাগে। আর এই ভালোলাগা থেকেই প্রতিদিন নিত্যনতুন ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়ে যায় আপনাদের সামনে।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুবই চমৎকার একটি পিকাচু বানিয়েছেন দারুন হয়েছে এবং সুন্দর করে গুছিয়ে আপনি প্রতিটা ধাপ উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো।

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।

 2 years ago 

আপু কাল রাতে আমার ভাগ্নের সাথে শুয়ে শুয়ে এই কার্টুন গুলোই ইউটিউবে দেখছিলাম। আজ আপনার পোস্টে দেখে আরো বেশি ভালো লাগছে। একদম হুবহু ফুটিয়ে তুলেছেন আপু। চোখ টা দারুন লাগছে আমার কাছে। আর রঙিন পেপারের রং টাও বেশ ভালো ছিল। এমন মিষ্টি কাজ আরো আমাদের উপহার দেবেন।

 2 years ago 

মামা ভাগ্নে মিলে বেশ দারুন মজা করেন মনে হয় আপনারা। মন্তব্য করে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জনপ্রিয় কার্টুন পোকেমন এর একটি চরিত্র হচ্ছে পিকাচু।

পিকাচুকে আমি ভালো করেই চিনি আপু মনি যদিও একটু বড় হয়েছি কিন্তু কার্টুন দেখা এখনো ছাড়তে পারিনি, আপনি অনেক সুন্দর করে পিকাচু তৈরি করেছেন আপু মনি, অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন, শুভকামনা রইলো আপু মনি।

 2 years ago 

আসলে কার্টুন দেখার জন্য বয়স লাগে না। যে কোন বয়সেই কার্টুন দেখা যায়।
আমার বানানো পিকাচুর অরিগামি টি আপনার ভাল লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে কিউট একটা পিকাচুর চিত্র তৈরি করেছেন। যা আমার কাছে খুবই ভালো লাগলো । ধাপ গুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে ।।
শুভকামনা রইল আপনার জন্য।।

 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে আপনার মতামত প্রকাশ করেছেন।
পিকাচু টি আপনার ভাল লেগেছে শুনে আমারও ভালো লাগলো।
ধন্যবাদ পাশে থাকার জন্য।

 2 years ago 

পোকেমন কার্টুন ছোটবেলায় অনেক দেখেছি। এই পোকেমন কার্টুনের একটি চরিত্র ছিল পিকাচু। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে পিকাচু ক্যারেক্টার সম্পন্ন করেছেন। পিকাচুর অরিগামি সম্পন্ন করার পদ্ধতি গুলো ধাপ আকারে সুন্দরভাবে দেখিয়েছেন।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পোকেমন কার্টুন টি এখনো ভালো লাগে।
আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন আপনি।

 2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আসার পরে আমি অনেক নতুন নতুন জিনিস তৈরি করা শিখে গেছি। আজকের টি ও তার ব্যতিক্রম ছিল না। আপনি খুবই চমৎকার ভাবে রঙিন কাগজ ব্যবহার করে একটি পিকাচু তৈরী করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। পিকাচু তৈরির ধাপ গুলো আপনি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আসার পর থেকেই নতুন নতুন জিনিস তৈরি করা শিখে গেছি আমিও।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57491.44
ETH 3031.27
USDT 1.00
SBD 2.38