DIY-এসো নিজে করি|| ১০% বেনিফিশিয়ারি সাই-ফক্স এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

PhotoEditor_20225132343990_1.jpg

প্রচন্ড গরম এরপর আজ সকাল থেকেই সকলের প্রতীক্ষিত ঝুম বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির দিনে সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস হচ্ছে ছাতা।
তাই বৃষ্টির কথা চিন্তা করেই আমি রঙ্গিন কাগজ দিয়ে একটি ছাতা বানিয়ে ফেললাম। এই ছাতা হয়তো আমাদের বৃষ্টি থেকে রক্ষা করবে না কিন্তু ঘরের কোথাও সাজিয়ে রাখলে অনেক সুন্দর লাগবে।
এই ছাতাটি আমি কিভাবে বানিয়েছি সে পদ্ধতি আমি এখন শেয়ার করতে যাচ্ছি।

প্রয়োজনীয় উপকরণ

image.png

IMG_20220513_231430_323.jpg

১. রঙিন কাগজ
২. কাচি
৩. আঠা
৪. কাঠি

image.png

প্রস্তুত প্রণালী

image.png

ধাপ-১

IMG_20220513_221249_003.jpg

একটি স্কয়ার সাইজের কাগজ নিয়েছি।

IMG_20220513_221310_224.jpg

কাগজটি কোনাকুনি করে মাঝখানে ভাঁজ করে নিয়েছি।

IMG_20220513_221348_725.jpg

মাঝখানে আবারো একটি ভাঁজ করে নিয়েছি ।তারপর সবগুলো ভাঁজ খুলে দিয়েছি।

image.png

ধাপ-২

IMG_20220513_221426_526.jpg

এবার কাগজটি সহ যায় মাঝখানে একটি ভাগ করেছি।

IMG_20220513_221459_172.jpg

পূর্বের ভাস্তি খুলে দিয়ে অপরদিকে মাঝখানে আবার ভাগ করেছি। এবং ভাঁজ খুলে দিয়েছি। ভাঁজ গুলো খুলে দেওয়ার পর আমরা ভাঁজে ভাঁজে কিছু দাগ পাবো।

image.png

ধাপ-৩

IMG_20220513_222506_679.jpg

এবার দাগে দাগে কাগজটি চিত্রের মত করে ভাঁজ করে নিয়েছি।

image.png

ধাপ-৪

IMG_20220513_221958_030.jpg

উপরের ওপরের অংশের দুইদিকের কাগজ মাঝখানে ভাঁজ করে এনেছি।

IMG_20220513_222026_473.jpg

তারপর কাগজটিকে উল্টিয়ে নিয়েছি এবং উল্টোদিকে ও দুইদিকের কাগজে একইভাবে ভাজ করে নিয়েছি।

image.png

ধাপ-৫

IMG_20220513_222144_535.jpg

ভাঁজ করা এক দিকের কাগজ খুলে দিয়েছি।

IMG_20220513_222229_883.jpg

চিত্রের মত করে কাগজটি ভাগ করেছে।

IMG_20220513_222506_679.jpg

চারটি ভাঁজ করা কাগজ এই একই রকম করে ভাঁজ করেছি।

image.png

ধাপ-৬

IMG_20220513_222727_021.jpg

নিচের অংশটি গোল করে কেটে নিয়েছি কাঁচি দিয়ে।

IMG_20220513_224519_517.jpg

এরকম দুইটি কাগজ বানিয়েছি।

image.png

ধাপ-৭

IMG_20220513_223535_892.jpg

একটি কাগজের উপরে কাঁচি দিয়ে সামান্য করে কেটে নিয়েছি এবং কাগজটি ভাঁজ করেছি চিত্রের মত করে।

image.png

ধাপ-৮

IMG_20220513_224650_561.jpg

এবার সব ভাজ গুলো খুলে দিয়েছি এবং চিত্রের মত করে কাগজটিকে ভাঁজ করে নিয়েছি।

image.png

ধাপ-৯

IMG_20220513_224821_393.jpg

আরেকটি কাগজ যেটি ছাতার জন্য ভাঁজ করে কেটে নিয়েছিলাম সে কাগজের ওপর এই কাগজটি আটা দিয়ে সংযুক্ত করে দেবো। ছাতার জন্য ছাউনি তৈরি হয়ে গেল।

image.png

ধাপ-১০

IMG_20220513_225105_966.jpg

একটি কাঠিতে রঙ্গিন কাগজ পেচিয়ে নেবো।

image.png

ধাপ-১১

IMG_20220513_225645_314.jpg

রঙিন কাগজে মোড়ানো কাঠিটি ছাউনিতে আঠার সাহায্যে সংযুক্ত করে দিলেই অরিগামি ছাতাটি তৈরি হয়ে যাবে।

image.png

রঙিন কাগজ এর অরিগামি ছাতা টি কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন।
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।
সবাইকেই অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি পড়ার জন্য।
ভালো থাকবেন সবাই।শুভ কামনা রইলো সকলের জন্য

চিত্র উঠানোর জন্য ব্যবহৃত ডিভাইসTecno spark 5 pro
Sort:  

বর্ষায় ছাতা আদর সবার কাছে দেখা যায় ।আপনার কাছে যে এত আদরের হবে তাতো আমি বুঝতে পারিনি। আপনি তো শহরের মানুষ। সুন্দর ধারণার প্রতিফলন ঘটিয়েছেন।

 2 years ago 

ছাতা যদিও আমি খুব কম ব্যবহার করি। তবে ছাতার অরিগামি গুলো আমার খুব কিউট লাগে। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর ভাবে ছাতার অরিগামি তৈরি করেছেন। আপনার তৈরি করা ছাতা দেখে খুবই ভালো লাগছে। আপনি যে একজন সৃজনশীল মানুষ আপনার পোস্ট দেখেই তা বুঝা যাচ্ছে। শুভকামনা রইলো আপনার জন্য। ❣️❣️

 2 years ago 

আপনার মন্তব্য সবসময়ই আমাকে এগিয়ে চলার অনুপ্রেরণা দেয়। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার অরিগামি ছাতাটি আপনার ভালো লেগেছে এটা জেনে আমি ভীষণ খুশি হলাম।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ছাতা তৈরি করার জন্য আমি একটি ভিডিও ডাউনলোড করে রেখে দিয়েছি, কিন্তু এখনো ছাতা তৈরি করা হয়নি। আজকে আপনি খুবই সুন্দরভাবে রঙিন কাগজ দিয়ে ছাতা তৈরি করেছেন।যা দেখতে অসাধারণ হয়েছে এবল আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ডাই পোস্ট উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আশা করছি আপনারও ছাতার অরিগামি পোস্ট দেখতে পারবো। শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

ছাতাটা তৈরি করা আসলেই বেশ কঠিন। আমিও তৈরি করা শুরু করেছিলাম কিন্তু ছবিতে বোঝানো আসলেই কষ্টের ব্যাপার তাই অর্ধেক বানিয়ে বাদ দিয়েছি। ভালো লাগলো আপনি শেষ করতে পেরেছেন দেখে। ধন্যবাদ

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া অরিগামি গুলো লিখে বোঝানো আসলে খুব কষ্টকর ব্যাপার।
তবুও যথাসাধ্য চেষ্টা করি বুঝিয়ে উপস্থাপন করার।

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 2 years ago 
 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে অনেক চমৎকার একটি ছাতার অরিগামি বানিয়েছেন আপু। ছাতাটি মাথায় দিয়ে বাইরে যেতে পারবেন। ইদানিং যে বৃষ্টি হচ্ছে। হাহা। ছাতা বানানোর প্রত্যেকটি ধাপ খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন।ভাল ছিল। অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

এই ছাতা মাথায় দিয়ে বাইরে গেলে বৃষ্টি থেকে আর রক্ষা হবেনা 😛
তবে আপনি যদি এই ছাতা নিয়ে বৃষ্টিতে বাইরে যেতে চান তাহলে এই ছাতাটি আপনাকে পার্সেল করে দিতে পারি।

 2 years ago 

বাহ দারুন ছাতা বানিয়েছো তো। তোমার তৈরি করার ছাতাটি দেখতে বেশ কিউট লাগছে। সত্যি তোমার হাতের কাজের তারিফ করতেই হয়। ধন্যবাদ এত সুন্দর করে আমাদের মাঝে এত সুন্দর একটি পোষ্ট উপস্থাপন করার জন্য।।

 2 years ago 

তোমার এত সুন্দর মন্তব্য পেয়ে আমি ভবিষ্যতে কাজ চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেলাম।
ধন্যবাদ তোমাকে। তোমার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

যাক এই বৃষ্টির দিনে কাজে আসবে 😄😄।

মজা করলাম আপু আপনার এই প্রজেক্টটি আমার অনেক ভালো লেগেছে। ছাতা গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপনার মত সুন্দর একটি কাজ উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

এই ছাতা বৃষ্টিতে বাইরে কাজে না আসলেও ঘরে সাজিয়ে রাখার কাজে আসবে।
আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন।

 2 years ago 

চারদিন ধরে আমাদের দিকে চলছে থেমে থেমে বৃষ্টি। এইরকম অবস্থায় ছাতার ডাই পোস্ট বেশ সময়উপযোগী ছিল। ডাই হলো এমন একটা ইভেন্ট যেখানে সবাই তাদের সৃষ্টিশীলতা দেখাই। অনেক সুন্দর তৈরি করেছেন রঙিন কাগজের ছাতাটা। যদিও এটা ব‍্যবহারযোগ‍্য না। তারপরেও দেখতে অনেক সুন্দর লাগছে।

 2 years ago 

কে বলেছে ব্যবহারযোগ্য না ভাইয়া। একটু ভিন্নভাবে ব্যবহার করা যেতেই পারে। যেমন ঘরে সাজিয়ে রাখার কাজে অবশ্যই ব্যবহার করা যাবে।
আপনার মন্তব্য আমাকে অনেক উৎসাহী করলো। আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 63672.27
ETH 3126.79
USDT 1.00
SBD 3.87