সফলতার জন্য পরিশ্রমের বিকল্প নেই || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই ভালো আছেন ।

B612_20220515_233328_099.jpg

ছবি তোলার মাধ্যম : Tecno spark 5 pro
লোকেশন: রংপুর:

বিকেলে যখন লিখছিলাম তখন ছাদে বসেছিলাম। ফুলটি খুব সুন্দর লাগলো তাই টুক করে ছবিটি তুলে নিলাম।

কঠোর পরিশ্রমের মাধ্যমেই সফলতা অর্জন করা সম্ভব। সৌভাগ্য নিয়ে পৃথিবীতে কারোরই জন্ম হয় না। মানুষ তার কর্মের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করে। কর্মস্পৃহা ও কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কোন ক্ষেত্রেই উন্নতি করা সম্ভব নয়।

কিন্তু একবার ভাবুন তো, একটা ফলাফল এর জন্য আপনি অনেকদিন থেকেই রাত দিন পরিশ্রম করে গিয়েছেন। কিন্তু হঠাৎই শুনলেন সে ফলাফল আপনার পক্ষে আসবেনা। তাহলে কেমন লাগবে।
সবকিছুই তখন বৃথা মনে হবে তাই না।

ঠিক এ রকম মানসিক বিপর্যয় এর মধ্যেই গত দুই দিন ছিলাম। একটা ফলাফলের জন্য বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম। শুধু আমি না আমাদের একটা টিম।
কিন্তু হঠাৎই গত পরশু রাতে শুনতে পেলাম ফলাফল টি আমাদের পক্ষে আসবেনা। তখন চোখের সামনে শুধু অন্ধকার দেখছিলাম। তখনকার মানসিক অবস্থা আসলে লিখে বোঝাবার মত নয়।
এতদিনের পরিশ্রম বৃথা হতে যাচ্ছে। খুবই অসহায় লাগছিল। সবাই একে অপরকে শান্তনা দিচ্ছিলাম। তারপর মাথা ঠাণ্ডা করে ভাবলাম অস্থির হয়ে কোনো কাজ হবে না। কিছু একটা করতে হবে যাতে করে আমাদের সকলের পরিশ্রম বৃথা না যায়। সবাই মিলে লেগে পড়লাম কিভাবে ফলাফল আমাদের পক্ষে আনা যায়।
সকলের জন্য প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ পরিস্থিতি অনেকটাই সামলিয়ে নিতে পেরেছি আমরা। যদিও ফলাফল এখনো হাতে পাইনি তবে আশা রাখছি ফলাফল আমাদের পক্ষেই আসবে।

এই ঘটনায় একটি জিনিস আবারো প্রমানিত হল পরিশ্রম কখনো বৃথা যায় না। একাগ্রচিত্তে পরিশ্রম করে গেলে সফলতা ঠিক একদিন দরজায় কড়া নাড়বে। সফলতার জন্য দরকার ধৈর্য ও প্রচণ্ড ইচ্ছাশক্তি। সফল হওয়ার অদম্য ইচ্ছাই সফলতার পথে নিয়ে যাবে।

আরেকটি বিষয় হলো পরিবার বাদেও দ্বিতীয় একটি পরিবার থাকে যারা কঠিন সময়ে সময়ে আপনাকে একা ফেলে যাবে না। এই ঘটনায় আমরা এই জিনিসটি ও খুব ভালোভাবেই অনুধাবন করতে পারলাম।

আজ এখানেই বিদায় নিচ্ছি।
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি কষ্ট করে পড়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

Sort:  
 2 years ago 
 2 years ago 

আপনার কথার সঙ্গে আমি পুরোপুরি একমত পোষণ করছি সফলতার জন্য পরিশ্রমের বিকল্প নেই। ওই যে একটা কথা আছে তো পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম ছাড়া কখনই কোন কিছু অর্জন করা সম্ভব নয় সেটা যত বড় সহজ কিছুই হোক না কেন। পরিশ্রম ব্যতীত সফলতার শীর্ষে পৌঁছানো যায় না। ধন্যবাদ এত চমৎকার একটি জ্ঞান মূলক পোষ্ট শেয়ার করার জন্য।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি

আমরা ছাত্র জীবনে এই ভাব সম্প্রসারণ অনেকবার পড়েছিলাম পরীক্ষার খাতাতেও অনেক লিখেছি। যদিও ভাগ্য বলতে আমি কোনকিছু বিশ্বাস করিনা তবুও কিছু একটা মনে হয় আছে। আর হ্যাঁ পরিশ্রমের কোন বিকল্প নেই পরিশ্রম করেই আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারি। অনেক সময় পরিশ্রম করেও কাঙ্খিত সফলতা আসেনা তখনই ভাগ্যের কতটা চলে আসে। তুমি পরিশ্রম করে কাঙ্ক্ষিত সফলতার দিকে এগিয়ে যাচ্ছ জেনে খুব ভাল লাগলো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

আসলে সৌভাগ্য কখনো কেউ নিয়ে আসে না সাথে। উপরের দিকে উঠতে হলে কষ্টের কোনো বিকল্প নেই। আসলে জীবনে উন্নতি করতে হলে জীবনে কখনো শর্টকাট খুঁজতে হয় না।জীবনে উন্নতি করতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং কঠোর পরিশ্রম করে দিতে হবে। জীবনে চলতে গেলে অনেক বাধা বিপত্তি আসে তবে এগুলো মেনে নিই জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।খুব সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন আপু।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

কঠোর পরিশ্রমের মাধ্যমেই সফলতা অর্জন করা সম্ভব। সৌভাগ্য নিয়ে পৃথিবীতে কারোরই জন্ম হয় না। মানুষ তার কর্মের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করে। কর্মস্পৃহা ও কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কোন ক্ষেত্রেই উন্নতি করা সম্ভব নয়।

ভাল বলেছেন। এদদম খাটি কথা। পরিশ্রমের কোন বিকল্প নেই। এই দেখেন সুপার একটিভ লিস্ট এ থাকার জন্য কত পরিশ্রম করছি। সপ্তাহ শেষে যখন নিজের নামটা লিস্টে দেখতে পাই তখন ভাল লাগে। যাইহোক ভাল ছিল আপনার আর্টিকেল।

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন সৌভাগ্য নিয়ে কেউ পৃথিবীতে আসে না, পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্যের উন্নয়ন করতে হয়। সফলতার পিছনে মেহনত করতে হয় লেগে থাকতে হয়। বিনাশ্রম এ কিছু পাওয়া যায় না। আমাদের সফল হতে হলে আমাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে। খুব সুন্দর একটি বিষয় আমাদের মত লোকের আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। আসলে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম ছাড়া কোন কিছুই সম্ভব নয়। সফলতা অর্জন করতে হলে অবশ্যই চেষ্টা এবং পরিশ্রম করতে হবে। এত দুর্দান্ত পোস্ট মাঝে মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60051.08
ETH 2417.58
USDT 1.00
SBD 2.43