DIY-এসো নিজে করি || অরিগামি লেডিবাগ পোকা || 10% Beneficiary To @shy-fox 🦊
আসসালামু আলাইকুম বন্ধুরা
সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আবারো একটি ডাই পোস্ট নিয়ে এসেছি আমি। এবার এসেছি রঙিন কাগজ দিয়ে লেডি বাগ পোকা বানানোর পদ্ধতি নিয়ে।
লেডিবাগ লাল বা কমলা রঙের সুন্দর একটা পোকা। পাচঁহাজার প্রজাতির লেডিবাগ পোকা পৃথিবীর কোনো না কোনো প্রান্তে রয়েছে। ইউরোপ এর একজন কৃষক এই সুন্দর পোকাটির নাম দিয়েছিলো লেডিবাগ।
যাইহোক এখন চলে যাবো লেডিবাগ পোকা পোকা বানানোর পদ্ধতিতে।
প্রয়োজনীয় উপকরণ
১. রঙিন কাগজ
২. কাচি
৩. আঠা
৪. মার্কার
প্রস্তুত প্রণালী
ধাপ-১
একটি লাল রঙের কাগজ চারদিক এ ১৩সে.মি. করে কেটে নিয়েছি।
ধাপ-২
লাল কাগজটিকে চিত্রের মত করে ভাজ করে নিয়েছি।
ধাপ-৩
তারপর ভাজগুলো খুলে মার্কার কলম এর সাহায্যে বৃত্ত এঁকে নিয়েছি।
ধাপ-৪
তারপর পূর্বের মত করে আবার ভাজ করেছি। এবং মাঝে আরেকটি ভাজ দিয়ে দুই অংশ আঠা দিয়ে সংযুক্ত করেছি।
ধাপ-৫
এখন একটি নীল রঙের কাগজ কেটে নিয়েছি চিত্রের মত করে।
ধাপ-৬
চিকন করে দুটি কাগজ কেটে নিয়েছি এবং কাগজ এর একদিকে একটু মুড়িয়ে নিয়েছি।
ধাপ-৭
এই চিকন কাগজ দুটি পূর্বের কেটে নেয়া নীল কাগজ এর পেছনে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
ধাপ-৮
এবার চোখ বানানোর জন্য সাদা রঙের দুটি কাগজ কেটে নিয়েছি তারপর মার্কার কলম দিয়ে বৃত্ত এঁকে চোখের মনি বানিয়েছি।
ধাপ-৯
তারপর এই চোখ দুটো নীল রঙের কাগজ এর ওপর আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
ধাপ-১০
সবশেষে নীল কাগজের ওপর লাল কাগজ আঠা দিয়ে সংযুক্ত করে দিয়েছি।
আর এর মাধ্যমেই অরিগামি লেডিবাগ পোকা বানানো সম্পন্ন হল।
অরিগামি লেডিবাগ পোকাটি কেমন হয়েছে তা অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত এর মাধ্যমে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
ধন্যবাদ।
ফটোগ্রাফি | @sadiahaque |
---|---|
ডিভাইস | Tecno |
মডেল | Spark 5 pro |
অরিগামি লেডিবাগ পোকা দেখতে খুবই সুন্দর লাগছে। রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সময় নিয়ে নিখুঁত ভাবে তৈরি করেছেন। ধাপ গুলো খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
ঠিক বলেছেন ভাইয়া লেডি বাগ পোকাটি তৈরি করতে আসলে একটু সময় লেগেছিল আর সে জন্যই মনে হয় এতটা সুন্দর হয়েছে ।আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
পৃথিবীতে অনেক ধরনের লেডি বাগ পোকা আছে তাতো জানা ছিল না। লেডি বাগ পোকা দেখেছি অনেকে বানিয়েছে কিন্তু আপনারটা দেখলাম অন্যরকম হয়েছে দেখে খুব ভালো লাগছে। রঙিন কাগজ দিয়ে কেটে কেটে খুব চমৎকারভাবে তৈরি করেছেন।
আমার পোষ্টের মাধ্যমে আপনি নতুন কিছু জানতে পেরেছেন এটা খুব ভালো লাগলো আমার।
আমি একটু অন্যরকম করে বানানোর চেষ্টা করেছি আপনার ভালো লাগলো শুনে আমি খুশি হলাম ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর অরিগামি তৈরি করেন সেটা আগের কয়েকটি পোস্টে ও দেখতে পেরেছি। আজকেও রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে লেডিবাগ পোকার অরিগামি তৈরি করেছেন। নীল রংয়ের কাগজের ভাজে শিং দুটি অনেক বেশী সুন্দর লাগছে।
আমার আগের অরিগামি পোস্টগুলো আপনি দেখেছেন এটা শুনে খুশি হলাম।
আমার তৈরী লেডি বাগ পোকার অরিগামির প্রশংসা করে আমাকে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন । আপনার জন্য শুভকামনা রইল।
আপনাকেও স্বাগতম প্রিয় আপু মনি 🥰
খুব সুন্দর লেডি বাগ পোকা তৈরি করেছেন আপু। যদিও আপনার পোকাটি কিছুটা অন্যরকম ছিল। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে এটি তৈরি করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আমি চেষ্টা করেছি একটু ভিন্ন রকম উপস্থাপনা করার। এতটা ভালো হবে সেটা বুঝতে পারিনি। আপনার সুন্দর মন্তব্যের মাধ্যমে আমার লেডিবাগ পোকার অরিগামি টির করার জন্য অসংখ্য ধন্যবাদ।
লেডি বাগ পোকার অরিগামি আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। মাঝেমাঝেই লেডি বাগ পোকার অরিগামি দেখা দেখতে পাওয়া যায় এই কমিউনিটিতে। আপনার করা লেডি বাগ প্রকার অরিগামি খুব সুন্দর হয়েছে ।আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে পুরো প্রক্রিয়া তুলে ধরেছেন। এই ধরনের সৃজনশীল কাজ গুলো আমার অনেক ভালো লাগে। এত সুন্দর একটি লেডি বাগ পোকার অরিগামি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমিও মাঝে মাঝেই কমিউনিটিতে লেডিবাগ পোকার অরিগামি দেখি, তাই ভাবলাম আমিও একটা তৈরি করে নেই। এত ভালো হবে সত্যিই বুঝতে পারিনি। আপনাদের চমৎকার চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
বাহ আপনার কাছ থেকে জানতে পারলাম পৃথিবীতে এত প্রজাতির পোকা আছে।যাই হোক আপনার লেডিবাগ পোকা দেখতে খুব সুন্দর হয়েছে। বিশেষ করে পোকার নিচের অংশে লাল পেপার দেওয়াতে সুন্দর লাগছে।ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
আমার পোস্ট টি পড়ে আপনি নতুন কিছু জানতে পেরেছেন এটা শুনে খুশি হলাম ।আপনি আমার সম্পূর্ণ পোস্টটি পড়েছেন এটা ভালো লাগলো।
আপনার সুন্দর প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি দারুন একটি লেডিবাগ পোকা বনিয়েছেন খুবই সুন্দর হয়েছে দেখতে বেশ গুছিয়ে উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো।
সুন্দরভাবে প্রশংসা করে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এক কথায় অসাধারণ আপু। আপনি খুব সুন্দর করে একটি লেডি বাগ এর অরিগামি তৈরি করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এই ধরনের কারুকাজ গুলো আমার কাছে অনেক ভালো লাগে।আর আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন।ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।
আমার প্রতিটি ধাপের বর্ণনা দেখে যাতে আপনারাও শিখতে পারেন আমি সেভাবেই বর্ণনা করেছি ।আপনার ভালো লেগেছে এটা শুনে খুব খুশি হলাম ।এভাবে বানিয়ে দেখতে পারেন আপনিও। ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি অরিগামি লেডি বাগ পোকা করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনাটি আমার কাছে খুবই ভালো লাগলো। ধাপগুলো দেখে যে কেউ এরকম একটি সুন্দর পোকা তৈরি করতে পারবে। শুভকামনা রইল আপনার জন্য।
আপনারা যাতে বুঝতে পারেন আমি সেভাবেই বর্ণনা করার চেষ্টা করেছি। আপনি অরিগামি কি বানানো শিখে গেছেন শুনে ভালো লাগলো। শুভকামনা রইল।