অনেক কিছু ভাবার চেয়ে অল্প কিছু করাই শ্রেয়|| 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

young-woman-791849_1280.jpg
Image source

যেকোনো কাজ এর সফলতার জন্য একটি সঠিক পরিকল্পনার বিকল্প নেই। একটি সঠিক ও সুশৃঙ্খল পরিকল্পনা কাজের ৫০% সম্পন্ন করার সমান। পরিকল্পনা করার পরে দেরি না করে জলদি জলদি কাজে লেগে যেতে হবে। যেকোনো বড় অর্জনের জন্যই একটি সঠিক পরিকল্পনা ও কর্মদক্ষতা খুবই জরুরী।

কিন্তু শুধু মুখেই বলবো এটা করব, ওটা করব, বলে বলে বাগাড়ম্বর করব কিন্তু কাজের বেলায় কিছুই করবো না তা করা যাবে না। শুধু ভাবনার কোন গুরুত্ব নেই। পরিকল্পনা অবশ্যই করতে হবে কিন্তু , পরিকল্পনা অনুযায়ী কতটুকু কাজ সম্পন্ন করতে পারা যাবে ততটুকুই পরিকল্পনা করতে হবে। অনেক বড় বড় চিন্তা-ভাবনা করে রাখলাম কিন্তু সে অনুযায়ী কাজ কিছুই হল না এ ভাবনার কোন গুরুত্ব নেই।
তার চেয়ে ভালো ছোট ছোট পরিকল্পনা করা এবং সে অনুযায়ী কর্ম সম্পাদন করা। ভাবনার চেয়ে কাজের গুরুত্ব অনেক বেশি, সে ভাবনা যতই ছোট হোক না কেন।

সুতরাং যা ভাবতে হবে তা করতে হবে। কর্মের মাধ্যমে ভাবনাকে সার্থক করতে হবে কারণ কর্মের মধ্যেই জীবনের সাফল্য নিহিত। কাজের মাধ্যমে মানব জীবন ধন্য করতে হবে।

সে কর্ম অবশ্যই সৎ হতে হবে । মানুষ ভালো কাজ করলে লোকজন তাকে সম্মানের নজরে দেখবে আর খারাপ কাজ করলে বলাই বাহুল্য যে সবাই তাকে ঘৃনা করবে।

তাই নিজের সামর্থ্য অনুযায়ী পরিকল্পনা করতে হবে । সামর্থের বাইরে কোন কিছু করতে যাওয়া অনুচিত । এতে করে শুধু ভাবনা চিন্তায় করা হবে,পরিকল্পনাকে বাস্তবে রূপান্তরিত করা যাবে না। সামর্থের মধ্যে পরিকল্পনা করে সে পরিকল্পনা কে বাস্তবে রূপদান করার মধ্যেই সার্থকতা নিহিত।

আজ আর লিখছি না, এখানেই বিদায় নিচ্ছি।
আবার দেখা হবে নতুন একটি পোস্টে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে আমার লেখা টি পড়ার জন্য। সবাই ভাল থাকবেন ও সাবধানে থাকবেন।

Sort:  
 2 years ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 2 years ago 

একেবারে বাস্তবধর্মী একটি কথা বলেছো অনেক কিছু ভাবার চেয়ে অল্প কিছু করাই শ্রেয়। আমাদের সমাজে এই চরিত্রের লোকের অভাব নেই তারা মুখে রাজ্য উদ্ধার করে দিবে কিন্তু কাজের বেলায় ঠনঠন। যে কাজটা আমরা করতে পারবো না সেটা নিয়ে ভেবে অহেতুক সময় নষ্ট করার কোন প্রয়োজন নেই। যত টুকু আমরা করতে পারবো সেটা নিয়েই সুষ্ঠু পরিকল্পনা করে এগিয়ে গেলেই জীবনে সফলকাম হওয়া সম্ভব।
ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক বলেছ আমাদের সমাজে বেশিরভাগ লোকই মনে হয় কথা দিয়েই রাজ্য জয় করে ফেলবে।
তোমার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ খুব চমৎকার পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন‌। সত্যি আপনার পোষ্টটি পড়ে খুব ভালো লাগলো। আসলে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যে কোন কাজ করলে তা খুবই সুন্দর এবং গোছালোভাবে সম্পন্ন হয়ে থাকে। ভাবার চেয়ে কাজের মাধ্যমে রূপান্তর করাটাই অনেক উত্তম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া যেকোনো কাজের পরিকল্পনা মাধ্যমেই কাজের সফলতা নিশ্চিত করা যায়।
আপনার চমৎকার ও গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন আপু অনেক কিছু ভেবে সময় নষ্ট করার চেয়ে সামান্য কিছু চিন্তা করে এবং তা বাস্তবে রূপান্তর করাই শ্রেয়। আর আমরা এমন কিছু চিন্তা করব না যেটা আমার সামর্থের বাইরে। অবশ্যই এমন কিছু করবো যেটা আমার সামর্থের ভিতর। আপনাকে ধন্যবাদ আপু এত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু আমাদের সামর্থের বাইরে কোন কিছু চিন্তা করলে কখনোই সে কাজ আমরা সফল করতে পারবোনা।
আপনার গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন আপু আসলে আমাদের যেকোনো কাজের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা দরকার। যতটুকু ভাববো ততটুকু যদি আমরা কাজ করতে পারি। তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সফল হতে পারব। আপনার লেখা গুলো আমার কাছে খুব ভালো লেগেছে অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর লেখাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

চিন্তা-ভাবনাও সামর্থের সামঞ্জস্যতার মাধ্যমেই কাজের সঠিক সফলতা নির্ভর করে। আমার পোস্টে এসে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67421.82
ETH 2623.68
USDT 1.00
SBD 2.68