DIY-এসো নিজে করি || রঙ্গিন কাগজ ব্যবহার করে একটি অরিগামি ঝিনুক তৈরি || || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

PhotoEditor_202252122395688.jpg

ঝিনুক এক ধরনের দুই খোলকবিশিষ্ট জলজ প্রাণী। এরা সমুদ্রে বসবাস করে। এদের শরীরের কমপক্ষে একটি অংশ জলে ঢাকা থাকে। পঞ্চাশেরও অধিক প্রজাতির ঝিনুক খাওয়ার যোগ্য।
আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি ঝিনুক এর অরিগামি তৈরী করে দেখাবো। আশা করছি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

image.png

IMG_20220521_223219_841.jpg

১. রঙিন কাগজ
২. আঠা
৩. পুথি

image.png

প্রস্তুত প্রণালী

image.png

ধাপ-১

IMG_20220521_215501_089.jpgIMG_20220521_215601_055.jpg

একটি ছোট স্কয়ার কাগজ নিয়েছি এবং কাগজ টিকে কোনকোনি ভাবে মাঝখানে ভাজ করেছি।

image.png

ধাপ-২

IMG_20220521_215646_636.jpgIMG_20220521_215724_131.jpg

পূর্বের ভাজটি খুলে দিয়েছি এবং অপর পাশেও একটি ভাজ করেছি।

image.png

ধাপ-৩

IMG_20220521_215835_920.jpgIMG_20220521_215907_681.jpg

কোনাকোনি ভাজ গুলো খুলে দিয়ে কাগজ টিকে সমান ভাবে মাঝখানে ভাজ করেছি। এক দিক এ ভাজ করার পর ভাজ এর দাগ বসিয়ে নিয়ে অপর পাশে ভাজ করেছি। তারপর সবগুলো ভাজ খুলে দিয়েছি।

image.png

ধাপ-৪

IMG_20220521_221148_519.jpg

এবার চিত্রের মত করে ভাজ করে নিয়েছি।

image.png

ধাপ-৫

IMG_20220521_221245_341.jpgIMG_20220521_221256_365.jpg

এবার ওপরের অংশের কাগজটিকে মাঝখানে ভাজ করে এনেছি এবং ভাজ আবার খুলে দিয়েছি।

image.png

ধাপ-৬

IMG_20220521_221322_967.jpgIMG_20220521_221345_475.jpg

তারপর কাগজ টি ঘুরিয়ে নেবো। এরপর ওপরের অংশের কাগজটি আগের ভাজ অনুযায়ী ভাজ করে নিয়েছি এবং ওপরের কাগজ টি মাঝখানে ভাজ করে বসিয়ে দিয়েছি।

image.png

ধাপ-৭

IMG_20220521_221429_219.jpgIMG_20220521_221528_041.jpg

তারপর কাগজ টি উল্টিয়ে নিয়েছি। এবার দুদিক এর কাগজ মাঝ পর্যন্ত ভাজ করেছি।

image.png

ধাপ-৮

IMG_20220521_221639_104.jpg

মাঝখানের কাগজটি আবারো দুই দিকে ভাজ করে নিয়েছে।

IMG_20220521_221748_443.jpgIMG_20220521_221800_510.jpg

এবার এক পাশ থেকে কাগজটি চিত্রের মত করে আরেক পাশে ভাজ করে এনেছি এবং সেটির মাঝখানে আবারো একটি ভাগ করেছি। তারপর ভাজটি খুলে দিয়েছি।

IMG_20220521_221821_609.jpg

অপর পাশে একই ভাবে ভাজ করেছি।

image.png

ধাপ-৯

IMG_20220521_221903_288.jpgIMG_20220521_221918_264.jpg

সবগুলো ভাঁজ একত্রিত করেছি। তারপর মেলে দিয়েছি।

image.png

ধাপ-১০

IMG_20220521_222046_991.jpg

তারপরে কাগজটিকে উল্টিয়ে নিয়েছি এবং নিচের এবং দুই দিকের কণাগুলো সামান্য মুড়িয়ে নিয়েছি।

image.png

ধাপ-১১

IMG_20220521_222312_831.jpgIMG_20220521_222417_803.jpg

নিচের অংশে দুটি কাগজ একসাথে ভাঁজ করা আছে। ভাজটি খুলে দিয়েছি এবং উপরের কোনা কাগজটি সামনে ভাঁজ করে এনে উপরের অংশটির সাথে আঠা দিয়ে সংযুক্ত করেছি।

image.png

ধাপ-১১

IMG_20220521_222520_147.jpgIMG_20220521_222634_833.jpg

এবার কাগজটিকে উল্টিয়ে নিলেই ঝিনুক তৈরি হয়ে যাবে। এবার ঝিনুকের মাঝখানে একটি পুঁথি আঠা দিয়ে বসিয়ে দিয়ে মুক্তা বানিয়েছি।

image.png

রঙিন কাগজ দিয়ে বানানো অরিগামি ঝিনুক কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন।
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।
সবাইকেই অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি পড়ার জন্য।
ভালো থাকবেন সবাই।শুভ কামনা রইলো সকলের জন্য

চিত্র উঠানোর জন্য ব্যবহৃত ডিভাইসTecno spark 5 pro
Sort:  
 2 years ago 

খুব সহজেই রঙিন কাগজ দিয়ে ঝিনুক তৈরি করলেন। ঝিনুক তৈরি করার উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। ধাপে ধাপে উপস্থাপন দেখে খুব সহজে শিখতে পারলাম।

 2 years ago 

অরিগামি গুলো লিখে বুঝিয়ে দেয়া অনেক কষ্টকর। তবুও আমি সর্বোচ্চ চেষ্টা করি। আমার উপস্থাপনা দেখে যে আপনি শিখতে পেরেছেন এটাই আমার সার্থকতা। ভালো থাকবেন।

 2 years ago 

ঝিনুকের অরিগামি দেখে আমার ভীষণ ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে আপনি খুব অসাধারণ ভাবে ঝিনুক তৈরি করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত আপনার উপস্থাপনা ছিল খুবই অসাধারণ। আপনার উপস্থাপনা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আমার পোস্টটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন এবং আপনার কাছে ভাল লেগেছে এটা জেনে ভালো লাগলো আমারও। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সুন্দর তো রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ঝিনুক তৈরি করেছেন। তাতে মুক্ত ও দিয়েছেন।দেখতে বেশ সুন্দর লাগছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন।ধন্যবাদ

 2 years ago 

সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আপু। ভালোবাসা নিবেন।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ঝিনুকের অরিগামি তৈরি অনেক সুন্দর হয়েছে আপু। আপনি অনেক সুন্দর ভাবে ঝিনুক তৈরি করেছেন। আপনার আইডিয়া এবং দক্ষতা আমার কাছে ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে ঝিনুক তৈরীর পদ্ধতি উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে বানানো এই ঝিনুক আপনার ভালো লেগেছে এটা জানতে পেরে খুশি হলাম । সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 2 years ago 

আজকাল কাগজের ঝিকুনেও মুক্তা পাওয়া যাচ্ছে তাহলে? হাহা।
অনেক ভাল বানিয়েছেন কাগজের তৈরী ঝিনুক। গুছিয়ে উপস্থাপন ও করেছেন। ভাল ছিল সবকিছু। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

খুজলে কি না পাওয়া যায়। তবে এখানে খুজতে হয়নি বানিয়ে নিয়েছি 😛
আপনার চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 
 2 years ago 

ঝিনুকের মাঝে মুক্তা বাহ! আইডিয়াটা বেশ চমৎকার আমার কাছে খুব ভালো লেগেছে। তুমি খুব চমৎকার করে রঙিন কাগজ দিয়ে ঝিনুকের অরিগামি তৈরি করেছ। রঙ্গিন কাগজের তৈরি ঝিনুকের মাঝখানে মুক্তা বসানোতে দেখতে অসাধারণ লাগছে। রঙিন কাগজ দিয়ে ঝিনুক তৈরির প্রত্যেকটি ধাপের উপস্থাপনা বেশ ভালো ছিল। ধন্যবাদ তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন কিছু উপহার দেয়ার। তোমাদের লাগাটাই আমার কাজ এর সার্থকতা। তোমার অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য ধন্যবাদ মামা।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ঝিনুক বানানো যায় তা আগে কখনো দেখিনি ।খুবই সুন্দর একটি ঝিনুক তৈরি করেছেন লাল রঙের ভিতরে সাদা একটি মুক্ত চকচক করছে দেখতে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে সত্যি কারের ঝিনুক। খুব সুন্দর করে প্রতিটি ধাপে ধাপে ঝিনুক বানানোর পদ্ধতি দেখিয়ে দিলেন আপু।

 2 years ago 

চেষ্টা করলে আপনিও রঙিন কাগজ দিয়ে এভাবে ঝিনুক বানাতে পারবেন আপু। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60061.12
ETH 3196.84
USDT 1.00
SBD 2.45