DIY-এসো নিজে করি || রঙ্গিন কাগজ এর সাহায্যে একটি অরিগামি জেলিফিশ তৈরি || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই।
আমার দিনকাল খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছে। সবকিছু ম্যানেজ করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তবুও ম্যানেজ করছি।

IMG_20220518_223419_21-01.jpeg

আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি অরিগামি জেলিফিশ বানিয়ে দেখাবো। এই জেলিফিশ টি খুব সহজেই বানিয়ে নেয়া যায় রঙিন কাগজ দিয়ে। আর আমার বানানো পদ্ধতি দেখে আশাকরি আপনারাও রঙিন কাগজ দিয়ে জেলিফিশ টি বানানো শিখে যাবেন।

প্রয়োজনীয় উপকরণ

image.png

IMG_20220518_220134_692.jpg

১. রঙিন কাগজ
২. কলম
৩. আঠা

image.png
image.png

প্রস্তুত প্রণালী

image.png

ধাপ-১

IMG_20220518_221226_318.jpg

চারদিকেই সমান মাপ আছে এরকম ছোট দুটি কাগজ নিয়েছি ।

image.png

ধাপ-২

IMG_20220518_221317_551.jpg

একটি কাগজকে মাঝখানে ভাঁজ করে নিয়েছি।

IMG_20220518_221345_415.jpg

পাশাপাশি মাঝখানে আরো একটি ভাজ করেছি।

IMG_20220518_221919_068.jpg

এবার কোনাকোনি ভাবে মাঝখানে ভাঁজ করে নিয়েছি।

image.png

ধাপ-৩

IMG_20220518_221958_615.jpg

তারপর ভাঁজগুলো দাগ ভালো করে বসিয়ে নিয়ে সবগুলো ভাঁজ খুলে দিয়েছি।

IMG_20220518_222033_836.jpg

তারপর ভাজের দাগ গুলো অনুযায়ী চিত্রের মত করে কাগজটি ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

IMG_20220518_222220_037.jpg

পূর্বের ভাজ টি করার পর কাগজটির চারটি অংশ পাওয়া যাবে। প্রতিটি অংশ চিত্রের মত করে একপাশে ভাঁজ করে নেবো।

image.png

ধাপ-৫

IMG_20220518_222302_762.jpg

এবার আরেকটি ছোট কাগজ নেবো।

image.png

ধাপ-৬

IMG_20220518_222356_546.jpg

এই কাগজটিকে কোনাকোনিভাবে মাঝখানে ভাজ করবো।

IMG_20220518_222432_295.jpg

মাঝখানে আবারো একটি ভাঁজ করে নেবো।

IMG_20220518_222510_491.jpg

তারপর আগের একটি ভাঁজ খুলে দিয়ে মাঝখানের দাগ পর্যন্ত দুই দিকের কাগজ ভাঁজ করে নেবো।

image.png

ধাপ-৭

IMG_20220518_222543_653.jpgIMG_20220518_222616_100.jpg

এরপর আবারো কাগজটিকে চিত্রের মত করে ভাঁজ করে নিয়েছি।

image.png

ধাপ-৮

IMG_20220518_222725_884.jpgIMG_20220518_222749_125.jpg

এবার আগের ভাঁজ করা কাগজটি চিত্রের মত করে এই কাগজটি সাথে আঠা দিয়ে সংযুক্ত করে দেবো।

image.png

ধাপ-৯

IMG_20220518_222842_111.jpg

তারপর কাগজটিকে উল্টিয়ে নিয়েছি।

image.png

ধাপ-১০

IMG_20220518_223227_637.jpg

এবার কলম এর সাহায্যে চোখ মুখ একে দিলেই জেলিফিশ এর অরিগামি হয়ে যাবে।

IMG_20220518_223419_21.jpg

image.png
image.png

রঙিন কাগজ এর অরিগামি টি কেমন লাগলো আপনাদের অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন একটি পোস্টে।
ভালো থাকবেন সবাই।শুভ কামনা রইলো সকলের জন্য

চিত্র উঠানোর জন্য ব্যবহৃত ডিভাইসTecno spark 5 pro
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 2 years ago 
 2 years ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর জেলিফিশ তৈরি করেছেন। আসলেই অনেক সুন্দর হয়েছে। আপনার কাজের প্রশংসা করতেই হয়। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের মাধ্যমে রঙিন কাগজ দিয়ে তৈরি করা এই জেলিফিশের প্রশংসা করার জন্য ধন্যবাদ আপু।
আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

বাহ!! বেশ সুন্দর তো, রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি জেলিফিশ অরিগামি তৈরি করেছেন। যা দেখতে খুব খুব ভালো লাগছে। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। আপনি খুবই চমৎকার করে জেলিফিশ তৈরি করেছেন এবং তার প্রতিটি ধাপ সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রঙিন কাগজ দিয়ে বানানো আমারেই অরিগামি জেলিফিশ আপনার ভালো লেগেছে জানতে পেরে ভীষণ খুশি হলাম।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে জেলিফিশের আকৃতি দেয়া যাবে এটা কখনও কল্পনা করিনি। আসলেই এটি আমার কাছে খুব কঠিন মনে হচ্ছে। কিন্তু তুমি চমৎকার করে খুব সহজেই জেলিফিশের অরিগামি টি আমাদের মাঝে শেয়ার করেছ। রঙিন কাগজ দিয়ে জেলিফিশের অরিগামি টি দেখে খুব ভালো লাগলো অরিগামি তৈরির প্রত্যেকটা ধাপের উপস্থাপনাও বেশ ভালো ছিল। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

দেখতে কঠিন মনে হলেও বানানোর সময় একদমই কঠিন মনে হয়নি। আসলেই খুব সহজেই এ জেলিফিশের অরিগামি টি তৈরি করেছিলাম।
সুন্দর ও গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রঙ্গিন কাগজের সাহায্যে খুব কিউট একটি জেলিফিশ বানিয়েছেন আপু। ধাপগুলো গুছিয়ে বলে দেয়াতে যারা এটি বানাতে চায় তারা বানাতে পারবে। দেখতে দারুন লাগছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

আসলেই আমিও সেটাই ভেবেছিলাম। আমার উপস্থাপনা দেখে যেন যে কেউ এই অরিগামি টি তৈরি করে ফেলতে পারে। আপনার ভালো লেগেছে এটা জানতে পেরে খুশি হলাম।

 2 years ago 

আপু শত ব্যস্ততার মাঝেও সময় করে আপনি আমাদের মাঝে নতুন কিছু এনেছেন সত্যিই অসংখ্য ধন্যবাদ আপনাকে। সময় বের করে এক্টিভ থাকা দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। কাগজের তৈরি জেলিফিশের অরিগামি দেখতে যেমন তার উপস্থাপনাও দারুণ হয়েছে।

 2 years ago 

যদিও একটু কষ্টকর হচ্ছে সব দিক ম্যানেজ করা তবুও চেষ্টা চলমান। আসলে সবগুলোই তো কাজের জায়গা।
আমার বানানো অরিগামি জেলিফিশ টি আপনার ভালো লেগেছে এটা জানতে পেরে খুশি হলাম।
ভালো থাকবেন ভাইয়া।

 2 years ago 

রঙ্গিন কাগজ এর সাহায্যে একটি অরিগামি জেলিফিশ তৈরি করেছেন দারুন হয়েছে। ইউনিক আইডিয়া ছিলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

অরিগামি জেলিফিশ টির প্রশংসা করার জন্য ধন্যবাদ ভাইয়া।
আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অসম্ভব সুন্দর একটি জেলিফিশ তৈরি করেছেন। আপনি অনেক দক্ষতার সাথে এই জেলিফিশ তৈরি করেছেন এবং আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি জেলিফিশ তৈরি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রেরণা দিয়ে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60970.82
ETH 2602.36
USDT 1.00
SBD 2.65