DIY-এসো নিজে করি || রঙিন কাগজ ব্যবহার করে একটি অরিগামি ঢোল তৈরি || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

PhotoEditor_2022516223119486.jpg

সনাতন ধর্মাবলম্বীদের কাছে খুবই প্রয়োজনীয় একটি জিনিস হচ্ছে ঢোল। বিয়ে হোক বা পুজো ঢোল ছাড়াতো জমবেই না।
তবে ঢোলের তালে তালে শুধু সনাতন ধর্মাবলম্বীরাই যে মজা পায় তা নয়, অন্যান্য ধর্মাবলম্বীরাও দু-এক তাল নেচে নেয়।
ঢোল এর শব্দ তো আমার কাছে খুবই ভালো লাগে।
আজ আমি ঢোল এর একটি অরিগামি তৈরি করে দেখাবো।

প্রয়োজনীয় উপকরণ

image.png

IMG_20220516_214749_301.jpg

১. রঙিন কাগজ
২. কাচি
৩. আঠা

image.png
image.png

প্রস্তুত প্রণালী

image.png

ধাপ-১

IMG_20220516_214854_123.jpg

একটি হলুদ রঙের কাগজ স্কয়ার মাপে কেটে নিয়েছি।

image.png

ধাপ-২

IMG_20220516_214931_037.jpgIMG_20220516_215049_545.jpg

কাগজটি মাঝখানে ভাঁজ করে নিয়েছি এবং ভাজটি খুলে দিয়েছি। তারপর মাঝখানের ভাজের দাগ পর্যন্ত দুই দিক থেকে কাগজ ভাঁজ করে নিয়ে এসেছি।

image.png

ধাপ-৩

IMG_20220516_215142_086.jpg

কাগজটি আবার মাঝখানে একটি ভাঁজ করেছি।

image.png

ধাপ-৪

IMG_20220516_215210_659.jpgIMG_20220516_215311_720.jpg

এবার লম্বায় একটি ভাঁজ করেছি মাঝখানে। মাঝখানের ভাস্তি খুলে দিয়ে দুই দিক থেকে আবার মাঝখান পর্যন্ত কাগজ ভাঁজ করে নিয়েছি।

image.png

ধাপ-৫

IMG_20220516_215706_160.jpg

আগের ভাগগুলোর মাঝখানে একটি করে ভাজ আবার দিয়েছি।

image.png

ধাপ-৬

IMG_20220516_215953_084.jpg

আগের ভাজগুলোর মাঝখানে আবারো একটি করে ভাজ দিয়েছি।

image.png

ধাপ-৭

IMG_20220516_220108_764.jpgIMG_20220516_220207_616.jpg

এবার কাগজটির মাঝখানের একটি ভাঁজ খুলে দিয়েছি।

image.png

ধাপ-৮

IMG_20220516_220416_680.jpgIMG_20220516_220652_529.jpg

এবার কাগজটিকে চিত্রের মত করে ভাঁজে ভাঁজে ভাগ করে নিয়েছি এবং দুই দিকের অংশ আঠা দিয়ে সংযুক্ত করে দিয়েছি।

image.png

ধাপ-৯

IMG_20220516_221141_226.jpg

গোল করে লাল রঙের কাগজ কেটে দুই দিকে লাগিয়ে দিয়েছি।

image.png

ধাপ-১০

IMG_20220516_221349_486.jpgIMG_20220516_221918_474.jpg

ঢোল তো তৈরি হয়ে গিয়েছে কিন্তু কাঠি ছাড়াতো ঢোল বাজবে না। তাই ঢোল এর কাঠি বানানোর জন্য চিকন করে দুটি কালো রঙের কাগজ কেটে নিয়েছি। এবং কাগজ দুটিকে পেচিয়ে পেচিয়ে কাঠি বানিয়েছি।

IMG_20220516_222235_879.jpg

তৈরি হয়ে গেলো ঢোল ও কাঠি।

image.png
image.png

কেমন হয়েছে অরিগামি ঢোল ও কাঠি তা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন একটি পোস্ট এ।
সবাই ভাল থাকবেন ও সাবধানে থাকবেন।
ধন্যবাদ।

চিত্র উঠানোর জন্য ব্যবহৃত ডিভাইসTecno spark 5 pro
Sort:  
 2 years ago 

ভিন্নধর্মী একটি রঙিন কাগজের কারুকাজ দেখলাম। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ ব্যবহার করে একটি ঢোল তৈরি করেছেন। যা আমার কাছে অনেক ইউনিক লেগেছে। খুব সুন্দর করে প্রতিটি ধাপে বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি।যা দেখে অনেক ভালো লাগলো। সে খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন আমাদের মাঝে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আসলে আমিও এর আগে রঙিন কাগজ দিয়ে ঢোলের অরিগামি দেখিনি। হঠাৎ করে মাথা আইডিয়াটা চলে এলো আর বানিয়ে ফেললাম। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ঢোল তৈরি করেছেন। আপনি ঢোল তৈরীর প্রতিটি ধাপ দেখে মনে হল যে এটি বানানো বেশ কষ্টকর। আপনি খুব নিখুঁতভাবে এটি বানিয়েছেন তার কারণে দেখতে এত সুন্দর লাগছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

দেখে যতটা কষ্টকর মনে হচ্ছে তৈরি করার সময় ক
অতটা কষ্টকর মনে হয় না।
ঢোলের অরিগামি টি আপনার ভালো লেগেছে জানতে পেরে খুশি হলাম।

 2 years ago 
 2 years ago 

রঙ্গিন কাগজ ব্যবহার করে দারুন একটি ঢোলের অরিগামি তৈরি করেছো। ঢোলের অরিগামি টি দেখতে একদম আসল ঢোলের মতোই লাগছে। অরিগামি তৈরির ধাপ গুলোও তুমি খুবই গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করলে যা আমাকে সত্যি মুগ্ধ করেছে। ধন্যবাদ ।

 2 years ago 

এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি একটি অরিগামি ঢোল তৈরি করছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। কাজ দেখে মনে হচ্ছে অনেক সহজ কিন্তু এই সকল কাজ আমার কাছে অনেক কঠিন এবং অনেক সময় দরকার।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

অরিগামি গুলো তৈরি করতে যদিও অনেক বেশি সময় লাগে তবে এই ঢোল এর অরিগামি টি তৈরি করতে একদমি সময় লাগেনি।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি দারুন একটি ঢোল তৈরি করেছেন। দেখতে খুবই অসাধারণ লাগছে। রঙ্গিন কাগজ দিয়ে এ ধরনের জিনিস তৈরি করতে অনেক সময় লাগে। আপনার ধৈর্য এবং দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আপু। দক্ষতার সাথে রঙিন কাগজ দিয়ে এত সুন্দর একটি ঢোল তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

 2 years ago 

আপনার এত সুন্দর মন্তব্য পেয়ে সত্যিই আমি উৎসাহ পেলাম। আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করে আমার পাশে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

বাজে টাকডুম টাকডুম বাজে বাংলাদেশের ঢোল। আর সেই বাংলাদেশের ঢোল আপনি রঙিন কাগজ ব্যবহার করে তৈরি করেছেন যা দেখে খুবই ভালো লাগলো। রঙিন কাগজ ব্যবহার করেও যে ঢোল তৈরি করা যায় তা শুধু আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম। অত্যন্ত চমৎকার একটি রঙিন কাগজের ঢোল কিভাবে তৈরি করেছেন তার প্রতিটি ধাপ তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি মন্তব্য করেছেন। আপনার সুন্দর এই মন্তব্যটি পড়ে আমার খুবই ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মন্তব্যটি করে আমার পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ঢোল তৈরি করেছেন। দেখতে জাস্ট অসাধারণ লাগছে আপনি অনেক সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে কাজটি সম্পূর্ণ করেছেন।আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 2 years ago 

আসলে মনের মাধুরী মিশিয়ে কাজ না করলে এতটা নিখুঁত হতো না মনে হয়। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63453.92
ETH 3283.73
USDT 1.00
SBD 3.89