DIY-এসো নিজে করি || রঙিন কাগজ দিয়ে একটি টেডিবিয়ার তৈরি ||•|| 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_20220528_213636_734-01.jpeg

মেয়েদের খুব পছন্দের একটি জিনিস হল টেডি বিয়ার। যে বয়সেই হোক না কেন সব মেয়েদের কাছেই কমবেশি টেডিবিয়ার থাকে। আমার নিজের কাছেই চারটি টেডি বিয়ার আছে।
আজ আমি রঙ্গিন কাগজ এর সাহায্যে টেডি বিয়ারের অরিগামি তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ

image.png

IMG_20220528_213904_892.jpg

১. রঙিন কাগজ
২.কলম

image.png

প্রস্তুত প্রণালী

image.png

ধাপ-১

IMG_20220528_203853_819.jpgIMG_20220528_204235_224.jpg

একটি স্কয়ার সাইজের কাগজ নিয়েছি এবং কাগজটিকে মাঝ বরাবর কোনাকুনি ভাজ করেছি।

IMG_20220528_204406_605.jpgIMG_20220528_204500_618.jpg

পূর্বের ভাজটি খুলে দিয়েছি এবং অপর পাশে একই ভাবে ভাজ করেছি।

IMG_20220528_204558_848.jpg

তারপর এই ভাজটিও খুলে দিয়েছি।

image.png

ধাপ-২

IMG_20220528_204654_862.jpgIMG_20220528_204810_659.jpg

এবার দুই কোনা থেকে কাগজ মাঝ বরাবর ভাজ করে এনেছি। তারপর কাগজটির মাঝে আবারো একটি ভাজ করেছি।

image.png

ধাপ-৩

IMG_20220528_205148_958.jpgIMG_20220528_205148_958.jpg

এবার ডান ও বাম পাশ থেকে কাগজ চিত্রের মত করে একটির ওপর আরেকটি ভাঁজ করেছি।

image.png

ধাপ-৪

IMG_20220528_205247_372.jpgIMG_20220528_205404_321.jpg

কাগজটির ডানপাশে উপরে কোনায় সামান্য একটু ভাঁজ করছি তারপর সেই অংশের উপরের কাগজটি চিত্রের মতো করে ডানদিকে ভাঁজ করছি।

IMG_20220528_210117_797.jpg

বাম পাশেও একই ভাবে ভাজ করেছি।

image.png

ধাপ-৫

IMG_20220528_210410_176.jpgIMG_20220528_210456_511.jpg

কাগজের কোণাগুলোকে চিত্রের মত করে ভাঁজ করে নিয়েছি এবং কাগজটিকে উল্টিয়ে নিয়েছি।

IMG_20220528_210712_136.jpg

কালো কালির কলম দিয়ে চোখ নাক আর্ট করে টেডি বিয়ারের মুখ তৈরি করে নিয়েছি।

image.png

ধাপ-৬

IMG_20220528_210747_633.jpgIMG_20220528_210909_340.jpg

এবার একই মাপের আরেকটি কাগজ নিয়েছি এবং কাগজ টিকে সমান দুই ভাজ করেছি।

IMG_20220528_210939_401.jpgIMG_20220528_211018_405.jpg

ভাঁজ দুটো খুলে দিয়েছি এবং অপর পাশে মাঝ বরাবর একটি ভাঁজ করেছি।

IMG_20220528_211058_812.jpg

সবগুলো ভাঁজ খুলে দিয়েছি।

image.png

ধাপ-৭

IMG_20220528_211120_512.jpgIMG_20220528_211148_379.jpg

যে পাশে কাগজটিতে একটি ভাঁজ করা হয়েছিল সে পাশের কাগজ মাঝ পর্যন্ত ভাজ করে এনেছি। তারপর কাগজটিকে উল্টিয়ে নিয়েছি।

image.png

ধাপ-৮

IMG_20220528_211227_551.jpgIMG_20220528_211305_000.jpg

এবার দুই দিক থেকে কাগজ মাছঝখানে ভাঁজ করে এনেছি এবং নিচ থেকে কাগজ উপরের অংশের কাগজ পর্যন্ত ভাঁজ করছি।

image.png

ধাপ-৯

IMG_20220528_211425_134.jpgIMG_20220528_211538_109.jpg

চিত্রের মত করে কাগজগুলো ভাঁজ করেছি।

image.png

ধাপ-১০

IMG_20220528_211657_171.jpgIMG_20220528_211747_820.jpg

উপরের অংশের ভাজটি খুলে দাগ অনুযায়ী চিত্রের মত করে ভাঁজ করেছি এবং নিচের ভাজটি খুলে দিয়েছি।

image.png

ধাপ-১১

IMG_20220528_211850_604.jpgIMG_20220528_211922_169.jpg

এবার নিজের কাগজটির দাগ অনুযায়ী উপরের দিকে ভাঁজ করে নিয়েছি চিত্রের মত করে এবং আবারো দাগ অনুযায়ী দুপাশ থেকে কাগজ নিচের দিকে ভাঁজ করে এনেছি।

image.png

ধাপ-১২

IMG_20220528_212013_636.jpgIMG_20220528_212040_731.jpg

এবার নিচের কাগজটি আবারো চিত্রের মত করে ভাঁজ করেছি এবং কাগজ টিকে উল্টিয়ে নিয়েছি।

image.png

ধাপ-১৩

IMG_20220528_212123_023.jpgIMG_20220528_212239_158.jpg

নিচের অংশের কাগজটি মাঝখানে ভাঁজ করেছি এবং আবারো কাগজটি উল্টিয়ে নিয়েছি।
image.png

ধাপ-১৪

IMG_20220528_212318_026.jpg

উপরের অংশ থেকে দুই দিক থেকে কাগজ কোনাকোনিভাবে মাঝখানে ভাজ করেছি।

image.png

ধাপ-১৫

IMG_20220528_212403_855.jpgIMG_20220528_212728_441.jpg

এবার কাগজ-এর অংশগুলোকে চিত্রের মত করে ভাঁজ করেছি।

image.png

ধাপ-১৬

IMG_20220528_212812_409.jpgIMG_20220528_213141_660.jpg

তারপর কাগজটিকে উল্টিয়ে নিয়েছি এবং উপরের কোনা দুটোকে ভাঁজ করে নিচের দিকে এনেছি।

image.png

ধাপ-১৭

IMG_20220528_213507_467.jpg

এবার কাগজ দিয়ে বানিয়ে রাখা টেডি বিয়ার এর লোকের সাথে এই অংশটি সংযুক্ত করে দিলেই অরিগামি টেডি বিয়ার টি তৈরি হয়ে যাবে।
image.png
image.png

রঙিন কাগজ দিয়ে বানানো টেডিবিয়ার আপনাদের কেমন লাগলো তা অবশ্যই মন্তব্য করে জানাবেন।
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।
সবাইকেই অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে আমার পোস্ট টি পড়ার জন্য।
ভালো থাকবেন সবাই।শুভ কামনা রইলো সকলের জন্য

চিত্র উঠানোর জন্য ব্যবহৃত ডিভাইসTecno spark 5 pro
Sort:  
 2 years ago 

টেডি বিয়ার আমার খুবই পছন্দ। বিশেষ করে রাস্তায় মাঝে মাঝে জীবন্ত টেডি বিয়ারের দেখা পেলে আমার খুবই ভালো লাগে। ওদের দেখলেই মনটা ভালো হয়ে যায়। যাইহোক, রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর টেডি বিয়ার তৈরি করেছেন আপু। আমার কাছে তো ভালোই লেগেছে এটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সত্যি বলতে জীবন্ত টেডি বিয়ার আমি আজ পর্যন্ত দেখিনি। 😛
তবে বাজারে কিনতে পাওয়া যায় লিবিয়ার আমার অনেক পছন্দের। সুন্দর মন্তব্যের মাধ্যমে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন।

 2 years ago 

আপনি বরাবরই আমাদের সাথে রঙিন কাগজ দিয়ে নানা রকমের অরিগামি তৈরি করে শেয়ার করছেন।ভালোই লাগে দেখতে।আজকের টেডিবিয়ার বেশ সুন্দর। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন কিছু জিনিস আপনাদের উপহার দেয়ার
আপনাদের ভালো লাগে এটাই আমার সার্থকতা। আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর টেডিবিয়ার তৈরি করেছেন। সত্যি আপনার দক্ষতা এবং চিন্তাভাবনা আমার খুবই ভালো লেগেছে। খুবই সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করলেন। দেখে ভালো লাগলো, শুভকামনা রইল।

 2 years ago 

টেরি বিয়ার আমার খুবই পছন্দের। তাই ভাবলাম রঙ্গিন কাগজ দিয়ে একটি টেডি বিয়ার বানিয়ে ফেলি। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 2 years ago 

শুধু মেয়ে কেন ছেলেরা কি টেডি বিয়ার রাখতে পারেনা? 😁
যাইহোক তোমার টেডি বিয়ারের অরিগামিটি দেখতে বেশ কিউট লাগছে। বেশ দারুন কালারের কাগজ নির্বাচন করেছো। খুবই ভালো লাগলো। 👌

 2 years ago 

ছেলেরা টেডি বিয়ার পছন্দ করে এরকম ঘটনা খুবই কম।
আমার বাড়ানো টেডি বিয়ার তোমার কাছে কিউট লেগেছে এটা জানতে পেরে খুবই আনন্দিত হলাম। পিংক রঙের টেডি বিয়ার আমার কাছেই আছে তাই ভাবলাম পিংক কালারের টেডি বিয়ার ই বানাই। তোমার মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি একেবারে পারফেক্ট কাগজ দিয়ে টেডি বিয়ার তৈরি করেছেন পিংক কালারের টেডি বিয়ার আমার কাছে অনেক ভালো লাগে ।আমাদের বাসায় বড় একটা টেডি বিয়ার আছে পিঙ্ক কালারের। খুব সুন্দর করে টেডি বিয়ার বানিয়েছেন। ঠিকই বলেছেন মেয়েদের টেডি বিয়ার অনেক পছন্দ মেয়েদের কেন ছোট বাচ্চারাও এটি অনেক পছন্দ করে। আপনার টেডি বিয়ারটা আমার কাছে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আমার কাছেও পিংক কালারের একটি টেডি বিয়ার আছে। আর পিংক কালারের টেডি বিয়ার গুলো একটু বেশিই কিউট লাগে। আমার বানানো টেডিবিয়ার আপনার ভালো লেগেছে এটা জানতে পেরে খুশি হলাম। ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই কিউট একটি টেডিবিয়ার তৈরি করেছেন। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

একদম ঠিক ধরেছেন ভাইয়া টেডি বিয়ার টি বানাতে আসলেই অনেক সময়ের প্রয়োজন হয়েছিলো। আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে একটি টেডি বিয়ারের অরিগামি তৈরি করেছেন। আমার কাছে আপনার টেডি বিয়ারের অরিগামি টি খুবই ভালো লেগেছে ।সেই সাথে আপনি টেডি বিয়ার তৈরি করার পুরো প্রক্রিয়া ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং বর্ণনা করেছেন। এত সুন্দর একটি টেডি বিয়ার আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য পাওয়ার পর কষ্টগুলোর সার্থক হয়ে যায়। ধন্যবাদ আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।

 2 years ago 

আপু, চমৎকার তো রঙিন কাগজ দিয়ে এতো সুন্দর একটি টেডিবিয়ার তৈরি করেছেন।আমিতো দেখে প্রথমে মনে করলাম হয়তো কোন অঙ্কন করেছেন আপনি। টেডিবিয়ার তৈরি রঙিন কাগজ গোলাপি কালারের কাগজ হওয়াতে বেশ সুন্দর লাগছে। খুব দক্ষতার সাথে রঙিন কাগজ দিয়ে টেডিবিয়ারের তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপু,এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অংকন আমি পারিনা গো আপু। তাই রঙ্গিন কাগজ দিয়ে বানিয়ে ফেললাম। রঙিন কাগজ দিয়ে বানানো টেডি বিয়ার আপনার ভালো লেগেছে জানতে পেরে আনন্দিত হলাম। ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে টেডি বিয়ার খুব সহজেই বানিয়ে দেখালেন। ভাল ছিল। শিখে নিলাম। ছোট বাবুদের বানিয়ে দেয়া যাবে। খুব উপকার হল। ধন্যবাদ আপনাকে আপু

 2 years ago 

ছোট বাবুরা এরকম রঙিন কাগজের টেডি বিয়ার পেলে অনেক খুশি হবে। আমার টেডি বিয়ার বানানোর পদ্ধতি দেখে আপনি যে শিখতে পেরেছেন এটা জানতে পেরে আনন্দিত হলাম। শুভকামনা রইলো ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 60115.56
ETH 3203.28
USDT 1.00
SBD 2.46