You are viewing a single comment's thread from:

RE: ভৌতিক গল্প : "মৃত্যুর কাছাকাছি" - পর্ব ০৩

টান টান আকর্ষণ ধারাবাহিক ভাবে প্রতিটি পর্ব খুব সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছে।সেই সাথে সাথে বিপদের দিকে এগিয়ে যাচ্ছে দুলাল মিয়া।আমি ভেবেছিলাম যে কোন পিচাশ হয়তো নিতাই এর রূপ ধারণ করে দুলাল মিয়াকে এত হেনস্থা করতেছে।কিন্তু এটা কি শুনলাম🤔!!
নিতাই যে সত্যি সত্যি মারা গেছে কলেরায়।কিন্তু তার সবদাহ (দাহ্য) না হওয়ার কারণটা কি দাদা? আর দাহ্য না হওয়ার কারণেই ক সে পিচাশ হয়ে দুলাকে খেতে এসেছে? এটাই এখন আমার কাছে মূল রহস্য মনে হচ্ছে।
সূর্যের আলোয় দেখা নিতাই এর ধোয়ার শরীর আর নিতাইয়ের শীতল হাত এর ভয়ংকর উৎভট চেহারা খুবই ভয়ংকর দৃশ্য।সেই সাথে নিতাইয়ের অঢেল আগ্রহ যে দুলার মিয়ার রক্ত খাওয়া।এরকম মুহূর্তে এসে থেমে যাওয়ায়, গল্পটি আমার কাছে খুবই আকর্ষণীয় লাগছে।
এই বুঝি দুলালকে নিতাই খেয়ে ফেলবে।মনে হচ্ছে পরবর্তী পর্বে আমরা দুলালের যুদ্ধ দেখতে পাবো।কিভাবে সে এই পিচাশ এর হাত থেকে রক্ষা পাবে সেটা নিয়ে আমি একজন চিন্তায় মগ্ন।অপেক্ষায় আছি শেষ পর্বের জন্য😍।

ভালোবাসা রইলো দাদা।,💞

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.040
BTC 93926.04
ETH 3262.16
USDT 1.00
SBD 7.07