You are viewing a single comment's thread from:
RE: বিলুপ্তপ্রায় স্থানীয় লোকসংস্কৃতি || প্রতিযোগিতা-০৬ এ অংশগ্রহন (moribund rural culture) [১০% স্বত্বভোগী @shy-fox]
আপনি খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন।সাথে লোক সংস্কৃতির আরো অনেক তথ্য তুলে ধরেছেন।আপনার পোস্ট পড়ে শৈশবের সব গুলো স্মৃতি মাথায় ঘুরপাক খাচ্ছে।আপনি যেন আমার শৈশবের বিষয়টা তুলে ধরেছেন।
ছোটবেলায় যে খেলাটি সবচেয়ে বেশি খেলতাম সেটি হচ্ছে মাটির তৈরি জিনিসপত্র বানিয়ে, সেগুলোকে সাজিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা।
এত শৈশবের অন্যতম স্মৃতি।ছোট বেলায় এরকম অনেক ধরনের পাতিল,পুতুল,বিভিন্ন আসবাব পত্র তৈরি করেছি।বলতে গেলে সারা দিন যেন এগুলোতেই ব্যাস্ত থেকেছি।
অনেক সুন্দর লিখেছেন ভাই।আপনার জন্য শুভকামনা রইলো।