You are viewing a single comment's thread from:

RE: বাসা রং করার একটি ছোট্ট অভিজ্ঞতা [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]

ভাই এইটা হচ্ছে এদের টেকনিক। আপনাকে প্রথমে মাঠে নামিয়ে দেবে। অর্ধেক খেলার পর তো আপনি উঠে আসতে পারবেন না। প্রথমে আপনাকে অল্প টাকার এস্টিমেট দিয়ে কাজ শুরু করাবে। শেষে দেখবেন প্রায় তিনগুণ টাকা খরচ হয়েছে। তবে আপনাদের রং করার বুদ্ধিটা খুব একটা মনে হয় ভালো হয় নি। আপনাদের উচিত ছিল বাইরে ওয়েদার কোট দেয়া। তাহলে রংটা অনেকদিন টিকতো। আর ভিতরে আপনি প্লাস্টিক পেইন্ট বা সিন্থেটিক এনামেল যেকোনোটা দিতে পারতেন। তাতে খরচ কিছুটা বেশি আসলেও রংটা দীর্ঘদিন টেকসই হোতো।

Sort:  
 3 years ago 

আপনাদের উচিত ছিল বাইরে ওয়েদার কোট দেয়া

বাহিরে ওয়েদার কোট দিয়েছি ভাই, শুধু আমার রুমের ভিতরে প্লাস্টিক পেইন্ট করবো। আে আপনি ঠিক বলেছেন, এদের কার্যকলাপ এখন বুঝতে পারছি।

IMG_20220412_124721.jpg

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 80610.66
ETH 3119.79
USDT 1.00
SBD 2.71