You are viewing a single comment's thread from:
RE: ।। খুশিতে একদিন দৃষ্টি নন্দন স্বপ্নপুরী পর্ব-৩।। 10% shy-fox & 5% abb-school beneficiary।।
স্বপ্নপুরীর ছবিগুলো দেখে সেখানে একবার যাওয়ার ইচ্ছা জেগেছে। জায়গাটা খুবই চমৎকার। সম্ভবত বিশাল এলাকাজুড়ে পার্কটি গড়ে উঠেছে। কখনো যদি আপনাদের ওদিকে যাওয়া হয় তাহলে চেষ্টা করবো এই পার্ক থেকে ঘুরে আসতে। ধন্যবাদ আপনাকে।
জি ভাইয়া দাওয়াত রইলো আসিয়েন। ভ্রমণের জন্য বেস্ট একটা পিকনিক স্পট বলা চলে বাংলাদেশের মধ্যে। সারা বাংলাদেশের অনেক জায়গা থেকেই মানুষ ঘুরতে আসে এই জায়গায় বিশেষ করে পিকনিকের মৌসুমে। তবে কখনো সময় পেলে ঘুরতে আইসেন।🖤🖤
দাদা, আসার আমন্ত্রন রইল। আমার বাসা থেকে মাত্র ২০ কিলোমিটার দুরত্ব। পুরো স্বপ্নপুরীর এলাকাটি প্রায় সাড়ে চার শত একর জুড়ে।
দাদা, আসার আমন্ত্রন রইল। আমার বাসা থেকে মাত্র ২০ কিলোমিটার দুরত্ব। পুরো স্বপ্নপুরীর এলাকাটি প্রায় সাড়ে চার শত একর জুড়ে।