।। খুশিতে একদিন দৃষ্টি নন্দন স্বপ্নপুরী পর্ব-৩।। 10% shy-fox & 5% abb-school beneficiary।।

in আমার বাংলা ব্লগ2 years ago

দৃষ্টি নন্দন স্বপ্নপুরী ২য় পর্বের পর

নমস্কার বন্ধুরা,
আমি @amitab বাংলাদেশ থেকে। হ্যালো "আমার বাংলা ব্লগ
কমিউনিটির বন্ধুরা আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আশাকরি সকলে মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভাল আছেন। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। অদ্য আমি খুশিতে একদিন দিনাজপুরের দৃষ্টি নন্দিত পিকনিক স্পট স্বপ্নপুরী ভ্রমনের-০৩ পর্বের আনন্দ ঘন মুহুর্ত গুলি উপস্থাপনের জন্য হাজির হযেছি।

স্বপ্নপুরী ভ্রমণ ফটোগ্রাফি-০১

IMG_20220309_152745034_AI~3.jpg।। স্বপ্নপুরীর প্রবেশদ্বারে আমার এক সাংবাদিক বন্ধু সহ একটি পিক।।YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg
বন্ধুরা, স্বপ্নপুরী ভ্রমনের গত ০২ পর্বে আপনাদের বলেছিলাম যে, পর্ব-০৩ এ কথা হবে স্বপ্নপুরীর চিড়িয়াখানার চমক প্রদ পশুপাখির কাহিনী নিয়ে।

স্বপ্নপুরী ভ্রমণ ফটোগ্রাফি-০২

IMG_20220309_145815127_AI~3.jpg এটি প্যান্ডেলে আমরা কয়েকজন সাংবাদিক বন্ধুসহ এক টেবিলে দুপুরের খাবারের দৃশ্য।।YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

স্বপ্নপুরী ভ্রমণ ফটোগ্রাফি-০৩

IMG_20220309_163801238~2.jpg খাবার শেষ হওয়ার সাথে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে একজন নারী শিল্পী সংগীত পরিবেশনের সময় একটি সেলফি।।YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg
যাই হোক, আমাদের খাওয়ার পর্ব শেষ হওয়ার সাথে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্টানে অতিথি ও স্হানীয় শিল্পীদের বেশ কয়েকটি গান শুনে আমরা কয়েকজন সহকর্মী সাংবাদিক বন্ধসহ রজনীগন্ধ্যা উদ্যান থকে বেড়িয়ে পড়লাম চিড়িয়াখানা সহ আরও চমকপ্রদ কিছু দর্শনের জন্য।

স্বপ্নপুরী ভ্রমণ ফটোগ্রাফি-০৪

IMG_20220309_134842062_AI~3.jpg * এটি স্বপ্নপুরীর ভিতরে কৃত্রিম রজনী গন্ধ্যা উদ্যান।।*

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

বেড়িয়ে স্বপ্নপুরীর ভিতরে একটি মনোরম রাস্তা ধরে হাঁটতেই প্রথমে নজরে পড়লো স্বপ্নপুরীর প্রধান কার্যালয়ের উপর।

স্বপ্নপুরী ভ্রমণ ফটোগ্রাফি-০৫

IMG_20220309_131639321_AI~2.jpg স্বপ্নপুরীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাওয়ার একটি মনোরম রাস্তা।।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

সকলে মিলে ঢুকে পাড়লাম ভিতরে। প্রধান কার্যালয়ের ভেতরেও বেশ আকর্ষণীয় করে সাজানো হয়েছে। সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একটু মতবিনিময় করে আবার বেড়িয়ে পড়ি দর্শনের জন্য।

স্বপ্নপুরী ভ্রমণ ফটোগ্রাফি-০৬

IMG_20220309_140440339~3.jpg এটি স্বপ্নপুরীর প্রধান কার্যালয় ভবন।।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

স্বপ্নপুরী ভ্রমণ ফটোগ্রাফি-০৭

IMG_20220309_131602345~2.jpg এটি স্বপ্নপুরীর কৃত্রিম লেকের কিনারে নির্মিত আকর্ষণীয় আবাসিক।।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg হাঁটতে হাঁটতে কৃত্রিম লেকের পাশে একটি মনোরম আবাসিক দেখে সকলের প্রাণ জুড়িয়ে গেল। উক্ত আবাসিকে দূর-দূরান্তের দর্শনার্থীদের জন্য অত্যাধুনিক থেকে শুরু করে সাধারণ বেডও রয়েছে।

স্বপ্নপুরী ভ্রমণ ফটোগ্রাফি-০৮

IMG_20220309_131727582_AI~2.jpg এটি স্বপ্নপুরীর ভিতরে রাস্তার পাশে দৃষ্টি নন্দন দৃশ্য।।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg এভাবে হাটতে হাটতে রাস্তার দুই ধারে চোখে পড়ছে অসংখ্য প্রাকৃতিক দৃশ্যসহ কৃত্তিম আকর্ষণীয় মজার মজার দৃশ্য।

স্বপ্নপুরী ভ্রমণ ফটোগ্রাফি-০৯

IMG_20220309_133243236~2.jpg এটি স্বপ্নপুরীর প্রধান কার্যালয় ভবন।।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg কোথাও বা পাতাবাহার বৃক্ষ দ্বারা, কোথাও বা কৃত্তিম দৃশ্য ধরা সুবিশাল স্থাপনা তৈরি করা হয়েছে। যা একের পর এক দেখেও
শেষ করা যাচ্ছে না।

স্বপ্নপুরী ভ্রমণ ফটোগ্রাফি-১০

IMG_20220309_133304433_AI~2.jpg এটি স্বপ্নপুরীর কৃত্রিম লেকের উপর পা চালিত হংস নৌকা।।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg যাহোক অপূর্ব লাগছে সকলকে। এত হাঁটছি তবুও ক্লান্তি বোধ হচ্ছে না পাশাপাশি দর্শনে শেষও করতে পারতেছিনা। এদিকে হাঁটতে হাঁটতে বেলাও গড়িয়ে যাচ্ছে।

স্বপ্নপুরী ভ্রমণ ফটোগ্রাফি-১১

IMG_20220309_141359273~3.jpg এটি স্বপ্নপুরীরতে কুটির শিল্পের দোকান।।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg সকলকে খাবার পর মাইকে এনাউন্স করে বলে দেওয়া হয়েছে যে, সন্ধ্যা ছয়টার মধ্যে সকলকে প্যান্ডেলে হাজির হতে হবে।

স্বপ্নপুরী ভ্রমণ ফটোগ্রাফি-১২

IMG_20220309_133509602~2.jpg এটি স্বপ্নপুরীর ভ্যারাইটি স্টোর।।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg ৬ টা ৩০মিনিটে স্বপ্নপুরী থেকে পীরগঞ্জের উদ্দেশ্য গাড়ি ছাড়া হবে। মোবাইল ফোনের দিকে তাকিয়ে দেখি বেলা ৪ টা ১৫ বাজে। আর দেনি না করেে সকলকে বলতে নাগলাম, এখন আর কেথাও নয়, সোজা চিড়িয়াখানায় যেতে হবে।

স্বপ্নপুরী ভ্রমণ ফটোগ্রাফি-১৩

IMG_20220309_131218521~2.jpg স্বপ্নপুরীর কৃত্রিম লেকের পাশে আমার একটি পিক।।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg যেমন কথা তেমনি কাজ। সকলেই দ্রুত অগ্রসর হতে লাগলাম চিড়িয়াখানার দিকে। আর যেতে যেতেই চোখে পড়ল আরও অসংখ্য আকর্ষণীয় দৃশ্য।

স্বপ্নপুরী ভ্রমণ ফটোগ্রাফি-১৪

IMG_20220309_131247520_AI~2.jpg এটি স্বপ্নপুরীর কৃত্রিম লেকের উপর স্পিরিট বোড চলার একটি দৃশ্য।।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg যাহোক আমরা ঠিক ৪টা ৩০ মিনিটে এসে উপস্থিত হলাম স্বপ্নপুরীর চিড়িয়াখানার গেটের সামনে। চিড়িয়াখানার গেটটি দেখে বেশ ভালই লাগছিল।

স্বপ্নপুরী ভ্রমণ ফটোগ্রাফি-১৫

IMG_20220309_133018733_AI~2.jpg এটি স্বপ্নপুরীর কৃত্রিম ডাইনোসরের মুখের ভিতর দিয়ে রেললাইন এর মনোরম দৃশ্য।।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg রয়েল বেঙ্গল টাইগারের মুখের আদলে তৈরি করা হয়েছে চিড়িয়াখানার গেট। বাহ্ কি অসাধারন আইডিয়া!

স্বপ্নপুরী ভ্রমণ ফটোগ্রাফি-১৬

IMG_20220309_133619566_AI~4.jpg এটি বাঘের মুখের আদলে চিড়িয়াখানার প্রবেশদ্বার।।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg আমরা তরিঘরি করে টিকিট করে ঢুকে পাড়লাম জীবন্ত জীব-জন্তুসহ পশু পাখি দেখার জন্য। সত্যি চিড়িয়াখানার ভিতরে প্রবেশের পর আরেক অন্য রকম অনুভুতি।।

বন্ধুরা, আজ এ পর্যন্ত্যই, বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীর-০৩ পর্ব। আবার কথাহবে পর্ব-০৪ এ চিড়িয়াখানার চমক প্রদ পশুপাখির কাহিনী নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন এই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্যে কামনায় শুভরাত্রি।।

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
আইডি নাম@amitab
cameraSymphony Mobile phone.
modelz-35
ঠিকানাপীরগঞ্জ-রংপুর, বাংলাদেশ।।
Sort:  
 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। বিশেষ করে কোথাও ভ্রমণে গেলে এমনিতেই মনে উৎসাহ জাগে অনেক অনেক ফটো উঠায়।আর সেখানে যখন আমার বাংলা ব্লগের চিন্তা মাথা তে থাকে তখন তো আরো সুন্দর হয়ে ফটো উঠাতে হয়। আশা করি সেই আশাতেই আপনি এভাবে সুন্দর সুন্দর ফটো উঠেয়েছেন এক এক স্থানের।

 2 years ago 

স্বপ্নপুরীর ছবিগুলো দেখে সেখানে একবার যাওয়ার ইচ্ছা জেগেছে। জায়গাটা খুবই চমৎকার। সম্ভবত বিশাল এলাকাজুড়ে পার্কটি গড়ে উঠেছে। কখনো যদি আপনাদের ওদিকে যাওয়া হয় তাহলে চেষ্টা করবো এই পার্ক থেকে ঘুরে আসতে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি ভাইয়া দাওয়াত রইলো আসিয়েন। ভ্রমণের জন্য বেস্ট একটা পিকনিক স্পট বলা চলে বাংলাদেশের মধ্যে। সারা বাংলাদেশের অনেক জায়গা থেকেই মানুষ ঘুরতে আসে এই জায়গায় বিশেষ করে পিকনিকের মৌসুমে। তবে কখনো সময় পেলে ঘুরতে আইসেন।🖤🖤

 2 years ago 

দাদা, আসার আমন্ত্রন রইল। আমার বাসা থেকে মাত্র ২০ কিলোমিটার দুরত্ব। পুরো স্বপ্নপুরীর এলাকাটি প্রায় সাড়ে চার শত একর জুড়ে।

 2 years ago 

দাদা, আসার আমন্ত্রন রইল। আমার বাসা থেকে মাত্র ২০ কিলোমিটার দুরত্ব। পুরো স্বপ্নপুরীর এলাকাটি প্রায় সাড়ে চার শত একর জুড়ে।

 2 years ago 

স্বপ্ন পুরী ভ্রমণের যদিও এর আগের পড়াগুলো আমি দেখিনি। কিন্তু স্বপ্নপুরী আমার অনেকবার দেখা। আর নিসন্দেহে বলবো রিফ্রেশমেন্টের জন্য স্বপ্নপুরী বেস্ট অপশন। খুবই সুন্দর ঘোরাঘুরি করছেন না দারুন ফটোগ্রাফি করেছেন, স্বপ্নপুরীর নতুন এই রূপ দেখতে পেরে বেশ ভালই লাগলো আমার কাছে।

 2 years ago 

স্বপ্নপুরী পার্কে ঘোরাঘুরি করার পাশাপাশি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি তুলে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে স্বপ্নপুরী পার্ক এর সৌন্দর্য সম্পর্কে অবগত হতে পারবে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সত্যি চমৎকার ছিল।

 2 years ago 

স্বপ্নপুরী পার্ক এর কথা অনেক শুনেছি। এমনকি এই পার্কের অনেকগুলো ফটোগ্রাফিও দেখেছি। দেখে মনে হচ্ছে পার্টি অনেক বিশাল। আপনার পোস্ট দেখে এই পার্কটিতে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে। আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। এই মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

স্বপ্নপুরী আমি এর আগে অনেকবার গিয়েছি। জায়গাটি সত্যি অনেক সুন্দর। আপনার বাইরে যাওয়ার ঘুরতে পর্ব দেখে অনেক ভালো লাগলো। স্বপ্নপুরী এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ‌। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

৪নং ফটোগ্রাফির ফুলের গেটের সামনে একটা ছবি তোলেছিলাম।খুবই সুন্দর লোকেশন।দেখে মনে পরে গেলো।ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

স্বপ্নপুরী পার্কে ঘোরাঘুরি করার পাশাপাশি অনেক সুন্দর সুন্দর ছবি তুলে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে স্বপ্নপুরী পার্ক এর সৌন্দর্য সম্পর্কে জানতে পারলাম। এখন আমার সেখানে যেতে মন চাচ্ছে। দেখি কখনো সময় পেলে যাবো সেখানে।

 2 years ago 

স্বপ্নপুরীতে ঘুরতে আমিও গিয়েছিলাম।। জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। আপনার ঘোরাঘুরিতে পোস্টটা পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি জায়গা আমাদের সাথে পরিচিত করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56542.34
ETH 2391.51
USDT 1.00
SBD 2.30