You are viewing a single comment's thread from:

RE: করোনা টিকা কি প্রেগনেন্সী অবস্থায় বা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় নেয়া যাবে? [10% beneficiary to @shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

ভাই খুব গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করেছেন। আসলে এটা নিয়ে প্রচুর কনফিউশন আছে মানুষের ভেতরে। আপনি একটা রিসার্চের ফলাফলের কথা আলোচনা করলেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই রিসার্চের ফলাফল আসলে কতটা অথেন্টিক? কারণ বিগত কিছুদিন ধরে দেখছি একেক বার একেক ধরনের কথা বলা হচ্ছে করোনা নিয়ে। যার ফলে এখনই কোন কনক্লিউশন এ আসা একটু কঠিন। তারপরেও একটু সাহস করে হয়তো টিকা নিয়ে ফেলা যায়। ধন্যবাদ ভাই।

Sort:  
 3 years ago 

এই রিসার্সের ফলাফল অথেন্টিক কিন্তু এর কিছু সীমাবদ্ধতাও আছে।যেমন এটা শুধু ফাইজার এবং মডার্নার টিকা নিয়ে করা হয়েছে। অন্যান্য টিকাগুলোর ব্যাপারে এটা করা হয় নাই। এটা ট্রায়াল পর্যায়ের মত সিলেক্টেড অংশগ্রহণকারীদের উপর করা হয়েছে, আমজনতার উপর করা হয় নাই।

ধন্যবাদ আপনার কমেন্টের জন্যে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57883.59
ETH 3070.40
USDT 1.00
SBD 2.34