পুরাতন ঢাকায় এক নতুন অভিজ্ঞতা। ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


ব্যক্তিগত একটি কাজে আজ গিয়েছিলাম পুরাতন ঢাকার দিকে। এই এলাকায় আসার অভিজ্ঞতা আমার খুব একটা নেই। কিন্তু একটি বিশেষ প্রয়োজনে আজকে সেখানে যেতে হয়েছিলো। পুরাতন ঢাকা সম্বন্ধে অনেক আগে থেকেই বিভিন্ন রকম কথা শুনে আসছি। পুরাতন ঢাকার সম্বন্ধে যে কথাটা সবচেয়ে বেশি প্রচলিত সেটা হচ্ছে এখানে নানা ধরনের মুখরোচক খাবার পাওয়া যায়। যে ধরনের খাবার সাধারণত আমরা পছন্দ করি। এখনো ঢাকার সবচেয়ে বিখ্যাত বিরিয়ানির দোকানগুলো পুরাতন ঢাকায় অবস্থিত।

IMG_20220127_124819.jpg

IMG_20220127_125023.jpg

কিন্তু আজ সেখানে গিয়ে আমার একটি নতুন অভিজ্ঞতা হলো। যেকোনো ধরনের নির্মাণ সামগ্রী কেনার জন্য সবচাইতে ভালো যায়গা হচ্ছে পুরাতন ঢাকা। এখানে আপনি এমন কোন জিনিস নাই যা পাবেন না। এবং প্রত্যেকটা জিনিস ঢাকার অন্যান্য জায়গা থেকে তুলনামূলক কম দামে কিনতে পারবেন। আমি আজকে পুরান ঢাকায় গিয়েছিলাম কিছু নির্মাণ সামগ্রী কিনতে।

IMG_20220127_124744.jpg

IMG_20220127_124815.jpg

IMG_20220127_121332.jpg

গিয়ে সেখানে বিভিন্ন দোকান ঘুরে আমার আজকে একটু অন্য রকমের অভিজ্ঞতা হয়েছে। আজকে পুরাতন ঢাকা থেকে ঘুরে আসার পর আমি বুঝতে পারছি কেন এখনো ঢাকা শহরে পুরাতন ঢাকার গুরুত্ব এত বেশি। পুরাতন ঢাকা হচ্ছে ঢাকা শহরের মূল হোলসেল মার্কেট। এই এলাকার মানুষজন অনেক আগে থেকেই ব্যবসায়ের সাথে জড়িত। পুরাতন ঢাকা প্রচুর ঘনবসতিপূর্ণ এলাকা। যার ফলে এখানে চলাফেরা করে খুব একটা মজা নেই। কিন্তু বিভিন্ন প্রয়োজনে আপনাকে এখানে আসতে হবে।

IMG_20220127_121428.jpg

IMG_20220127_121249.jpg

এখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রচন্ড ব্যস্ত ভাবে দিন পার করছে। সবাই যার যার মতো করে কাজে ব্যস্ত। একটু খেয়াল করে দেখলে এই দৃশ্যগুলো দেখবেন আপনার ভালো লাগবে। এখানে শুধু ব্যবসায়ীরা আছে তা নয়। সাথে আছে প্রচুর শ্রমজীবী মানুষ। যারা এই ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

IMG_20220127_121656.jpg

IMG_20220127_121800.jpg

IMG_20220127_124713.jpg

পুরাতন ঢাকার মানুষ খুবই ভোজন রসিক হয়। তারা সব সময় বিভিন্ন রকম সুস্বাদু খাবার খেতে অভ্যস্ত। স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তা তাদের ভিতরে নেই। যদিও আমি সকালের দিকে যাওয়ার কারণে সেখানে হোটেলগুলোতে ভিড় কিছুটা কম দেখতে পেলাম।

IMG_20220127_125104.jpg

IMG_20220127_124725.jpg

IMG_20220127_124732.jpg

আমরা যখন কাজ সেরে আসছিলাম তখন হঠাৎ করে একটি চায়ের দোকান আমাদের নজরে এলো। চায়ের দোকানে দেখলাম বেশ কিছু লোক আয়েশ করে বসে চা খাচ্ছে। চায়ের চেহারা দেখেই মনে হল চা টা খেতে খুবই চমৎকার হবে। সাথে সাথে আমরা সেই চায়ের দোকানে ঢুকে গেলাম। শীতের সকালে চা খেতে এমনিতেই ভালো লাগে। দোকানে বসে আমরা তিন কাপ চায়ের অর্ডার দিলাম। সাথে নিলাম বনরুটি। তখন হঠাৎ মনে পড়ে গেল ছোটবেলায় এভাবে চায়ের ভিতর বন রুটি দিয়ে খাওয়ার কথা। যদিও মাঝে মাঝেই বেশি নরম হয়ে যাওয়ার কারণে বনরুটি চায়ের কাপের ভেতরে পড়ে যেতো। সেই কথাটা মনে পড়ে হাসি পেলো। কিছুক্ষণ পর আমাদের চা পরিবেশন করলো। তারপর আমার সাথের দুজন চায়ের ভিতর বনরুটি খেতে লাগলো। আমার খাওয়ার ইচ্ছা হচ্ছিল। কিন্তু এসিডিটির ভয় আমি আর সেটা করার সাহস পেলাম না।

IMG_20220127_121244.jpg

IMG_20220127_121454.jpg

IMG_20220127_121559.jpg

কাজ শেষ হয়ে গেলে আমরা বেশ খানিকটা পথ হেঁটে চলে এলাম। কারণ এই এলাকায় ট্রাফিক জ্যামের কারণে চলাফেরা করা খুবই মুস্কিল। সেজন্য গাড়িতে না উঠে হেঁটে এলে আরো বেশি দ্রুত গন্তব্যে পৌঁছানো যায়। কিছুদূর হাঁটার পর আমরা একটি সিএনজি ঠিক করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে।

IMG_20220127_121153.jpg

IMG_20220127_121150.jpg

IMG_20220127_121238.jpg

IMG_20220127_121204.jpg


আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানলিংক

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 2 years ago (edited)

পুরান ঢাকা হচ্ছে ঢাকার প্রাণ। আপনি ঠিকই বলেছেন, কম দামে খুব ভালো প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। তবে,ব্যস্ততম পুরান ঢাকার মানুষগুলো খুবই পরিশ্রমী। আপনার চিত্রকল্পে বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন। খুব সুন্দর করে সাজিয়ে লেখাটি বর্ণনা করেছেন। এক কথায় পুরান ঢাকার অভিজ্ঞতা ছিলো দারুণ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

ভালবাসা ও শুভকামনা আপনার জন্য শ্রদ্ধেয়;

 2 years ago 

বাহ ভাই বেশ ভালো ছিল আপনার ব্লগটা। পুরান ঢাকা শুনলে আমাদের সর্বপ্রথম মনে আসে ঐ খাবারের কথা। ওখানে যে কতশত খাবার পাওয়া যায় তার ঠিক নেই। এবং ঐ এলাকার অধিকাংশ লোক ব‍্যবসায়ী এটাও শুনেছি। এবং ওটা ঢাকার এক ঐতিহ্যবাহী জায়গা। অনেক ভালো ছিল ভাই আপনার পোস্ট টা। ছবিগুলো দারুণ শেয়ার করেছেন। এবং সর্বসমেত সুন্দর লিখেছেন👌👌।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

পুরান ঢাকার ঐতিহ্য এবং সেখানকার মানুষজন সম্বন্ধে আসলে আমারও এরকম ধারনা। আমার অবশ্য পুরান ঢাকায় খুব কম যাওয়া হয়েছে এবং আমি যতবার গিয়েছি দেখেছি সেখানে ব্যবসায়ী রয়েছে এবং হোলসেল ব্যবসা সাথে জড়িত রয়েছে অনেকে। এবং সেই ব্যবসা গুলো কে কেন্দ্র করে শ্রমজীবী মানুষ রয়েছে আর খাওয়া-দাওয়ার কথা যেমনটি আপনি বললেন সেটা তো একটা ঐতিহ্যের নাম।

আমরা যেখানে স্বাস্থ্যকর ও নানাবিধ জিনিস চিন্তা করি সেখানে তারা কেবল তাদের ভোজনরশিকতাকেই প্রাধান্য দিয়ে থাকে আর এ কারণেই হয়তোবা বিরানির সেই দোকানগুলো ওখানেই বিখ্যাত। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65306.74
ETH 3488.89
USDT 1.00
SBD 2.51