শৈশবের কিছু স্মৃতি।১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


শৈশব সবাইকে স্মৃতিকাতর করে দেয়। শৈশবের স্মৃতি মানুষকে তার সোনালী সময়ে ফিরিয়ে নিয়ে যায়। প্রতিটি মানুষের কাছে তার শৈশব বিশেষ কিছু। তেমনি আমার কাছেও আমার শৈশব বিশেষ কিছু। শৈশব মানুষের জীবনের সেরা সময়। কারণ এই সময় মানুষকে কোন কিছু নিয়ে চিন্তা করতে হয় না। তার সমস্ত দায়-দায়িত্ব অন্য কারো উপর ন্যস্ত থাকে।

IMG_20210929_205644.jpg

শৈশবে আমাদের অসংখ্য মধুর স্মৃতি থাকে। যদিও এখনকার বাচ্চাদের শৈশব আমাদের মত এতটা আনন্দময় নয়। শৈশবের যে মজা আমরা উপভোগ করেছি। সেটা এখনকার বাচ্চারা চিন্তাও করতে পারে না। বিশেষ করে যারা শহরে থাকে।

শৈশবের সেই দুরন্তপনার কথা এখনো মনে পরলে মন পুলকিত হয়। জ্ঞান হওয়ার পর থেকেই আমার বেড়ে ওঠা একটি মফস্বল শহরে। সেখানে যেমন শহুরে কিছু সুযোগ-সুবিধা ছিলো তেমনি আবার কিছুটা গ্রামীণ পরিবেশ ও ছিলো। সেখানে খেলার মাঠ, পুকুর, নদী কোন কিছুর অভাব ছিল না।ফলে সমবয়সীদের সঙ্গে বিভিন্ন রকমের দুষ্টুমিতে কোন বাধা পড়তো না।

IMG_20211008_232705.jpg

আমাদের শৈশবের একটা কথা আমার খুব মনে পড়ে। তখন আমরা এলাকাভিত্তিক বিভিন্ন খেলার টিম গঠন করতাম। তারপর পার্শ্ববর্তী এলাকার সাথে আমাদের খেলার প্রতিযোগিতা হোতো। সেই খেলার প্রতিযোগিতার জন্য আমরা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিতাম। কিন্তু এখনকার বাচ্চাদের কম্পিউটার আর মোবাইলে সময় কাটে।

IMG_20211008_232639.jpg

বিভিন্ন বাড়ির গাছ থেকে ফল পেড়ে খাওয়া। বৃষ্টি হলেই ফুটবল নিয়ে বন্ধু-বান্ধবের সঙ্গে বৃষ্টির জমে থাকা পানির ভেতরে ফুটবল খেলা। ঝড়ের সময় গাছ তলা থেকে ফল কুড়ানো। নানা বাড়ি দাদা বাড়ি ঘুরতে যাওয়া চাচাতো মামাতো ভাই বোনদের সাথে নানান রকম খেলা। আরো কত রকমের দুষ্টুমি।

IMG_20210912_171409.jpg

সেদিন বন্ধুর সঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছিলাম হঠাৎ পথে দেখি কিছু শিশু কিশোর ফুটবল খেলায় মেতেছে। এই মাঠটা আমার খুব পরিচিত। এখানে আমি বন্ধু-বান্ধবের সঙ্গে অনেক খেলাধূলা করেছি। এই মাঠের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িত। বাচ্চাদের ফুটবল খেলা দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। তাই দাঁড়িয়ে তাদের কিছু ছবি তুলে নিলাম।

IMG_20211008_232748.jpg

আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি পোস্টটি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।

IMG_20211008_232557.jpg

ফটোগ্রাফির জন্য ব্যবহৃত যন্ত্রহুয়াই নোভা ২আই
ফটোগ্রাফার@rupok
স্থান লিংক

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok


আমি রূপক। আমি একজন বাংলাদেশী। আমি বাঙালি। আমি বাংলায় মনের ভাব প্রকাশ করতে ভালোবাসি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকেও ভালোবাসি।

Sort:  
 3 years ago 

জীবনের সবথেকে আনন্দ ও সুখময় দিন ছিল এইগুলো।জীবনের স্বাধীনতা বলতে কিছু একটা ছিল।ঝড় বৃষ্টি ও রোদ্র অপেক্ষা করে এই বয়সে সবই করেছি।

বিভিন্ন বাড়ির গাছ থেকে ফল পেড়ে খাওয়া। বৃষ্টি হলেই ফুটবল নিয়ে বন্ধু-বান্ধবের সঙ্গে বৃষ্টির জমে থাকা পানির ভেতরে ফুটবল খেলা। ঝড়ের সময় গাছ তলা থেকে ফল কুড়ানো। নানা বাড়ি দাদা বাড়ি ঘুরতে যাওয়া চাচাতো মামাতো ভাই বোনদের সাথে নানান রকম খেলা। আরো কত রকমের দুষ্টুমি।

এই সময়ে কি যে একটা ফিলিংস ছিল বলে বোঝাতে পারবো না।অতীতের স্মৃতি তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাই। শৈশবের সময়টা জীবনের শ্রেষ্ট সময় ছিল। না ছিল কোনো চিন্তা ভবিষ্যতে ভাবনা কোনো টেনশন।

এবং আমিও ছোট থেকেই গ্রামে থাকে। এই বৃষ্টিতে ভেজা অন‍্যের গাছের ফল খাওয়া এইসব কাজ অনেক করেছি। খুব সুন্দর লিখেছেন ভাই।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

একদম ঠিক বলেছেন সত্যি শৈশব এর সৃতি গুলো কতো সুন্দর ছিলো এখন কার ছেলে মেয়েরা অই সব শৈশব আর পাবে না। অনেক ভালো লিখেছেন ভাই।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই।

You have been upvoted by @sm-shagor A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

 3 years ago 

মানুষ সবেই ভুলতে পারে, কিন্তু ছোটবেলার স্মৃতিগুলো কেহউ ভুলতে পারি না।সেই দুষ্টুমি, চঞ্চলতা,উদাসীনতা আমরা ভুলতে পারি না।খুব সুন্দর ছোটকালের স্মৃতিচারণ পোস্ট লেখার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

অসাধারণ একটি বিষয় নিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই।
শৈশব কথা শুনলেই কেমন জানি শরিরের মধ্যে একটা অন্য রকম অনুভুতি কাজ করে। কতো কতো স্মৃতি ফেলে এসেছি।

শৈশবের যে মজা আমরা উপভোগ করেছি। সেটা এখনকার বাচ্চারা চিন্তাও করতে পারে না

ঠিকই বলেছেন ভাই,আমরা শৈশব এ যত মজা করেছি এখনকার ছেলেরা তার একটু করে না, তারা করবে কি ভাবে তারা সব সময় পাবজি আর ফ্রি-ফায়ার নিয়ে ব্যাস্থ থাকে। তারা শৈশব এ কোন মজাই পেলা না।

  • আপনার পোষ্টা পরে এখন আমার শৈশব এর কথা খুবই মনে পরছে, ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য
 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

শৈশব যা শুধুই আমাদের কাছে এখন চোখের সামনে ভাসমান কল্পনা।যে শৈশব আর কখনো ফিরে আসবে না।শৈশব সময়টি সেরা সময় আপনি ঠিক বলেছেন ।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ঠিক বলেছেন দিদি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বিভিন্ন বাড়ির গাছ থেকে ফল পেড়ে খাওয়া। বৃষ্টি হলেই ফুটবল নিয়ে বন্ধু-বান্ধবের সঙ্গে বৃষ্টির জমে থাকা পানির ভেতরে ফুটবল খেলা। ঝড়ের সময় গাছ তলা থেকে ফল কুড়ানো। নানা বাড়ি দাদা বাড়ি ঘুরতে যাওয়া চাচাতো মামাতো ভাই বোনদের সাথে নানান রকম খেলা। আরো কত রকমের দুষ্টুমি।

এই কাজটা যে কত বার করেছি।
রূপক ভাই আপনি খুব সুন্দর একটি পোস্ট করেছেন আপনার পোস্টটি পড়ে ঠিক ছোটবেলার প্রত্যেকটা কথা মনে পড়ে গেল খুবই সুন্দর হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 
    • বাচ্চাদের ফুটবল খেলা দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। তাই দাঁড়িয়ে তাদের কিছু ছবি তুলে নিলাম।
      ভাইয়া জানেন আমি ঐ ব্যাপারটি প্রতিদিন ই ফিল করি। প্রতিদিন বলতে প্রায় আর কি। এইযে আমি যখন বাড়ির সামনে দিয়ে হেটে যাই মানে বাড়ির সামনের রাস্তায়। তখন দেখি ছোট ছোট মেয়েরা খেলছে একদম বাড়ির সামনেই তখন আমার মনে পড়ে আমিও ছোটবেলায় এই জায়গাতেই খেলতাম বন্ধু বান্ধবী নিয়ে। আসলেই স্মৃতিগুলো খুব মধুর হয়।
 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু।

শৈশব যা শুধুই আমাদের কাছে এখন চোখের সামনে ভাসমান কল্পনা মাত্র। শৈশবের সৃতি গুলো খুব মনে পরে আমার।

শৈশবের যে মজা আমরা উপভোগ করেছি। সেটা এখনকার বাচ্চারা চিন্তাও করতে পারে না

এই কথা টা 100% সত্য আর শৈশব সময় টা আমাদের জীবনের সেরা সময় ছিল। ধন্যবাদ ভাইয়া আপনার পোস্টের মাধ্যমে ছোটবেলার কথা মনে করিয়ে দেওয়ার জন‍্য।
শুভেচ্ছা ও অভিনন্দন ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64364.24
ETH 3416.30
USDT 1.00
SBD 2.48