পরিবারে ডেঙ্গুর হানা। ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


unnamed.png

ছবির সোর্স-লিংক

এবার ঢাকা এসেছি বেশ আনন্দ নিয়ে। অনেকদিন পর মাকে দেখতে পাবো সেই আনন্দে বিভোর ছিলাম। কিন্তু এসেই একটি ছোটখাটো দুঃসংবাদ পেলাম। এসে দেখি আমার বোন জ্বরে আক্রান্ত। যখনই আমি ঢাকা আসি আমার বোন আমাকে আপ্যায়নে ব্যস্ত হয়ে ওঠে।

এবার তার এই অবস্থা দেখে আমি কিছুটা ধাক্কা খেয়েছি। কিন্তু তখনও বুঝতে পারিনি সামনে কি ঘটতে যাচ্ছে। তাকে অসুস্থ দেখে কিছুটা চিন্তিত বোধ করলাম। গতকালকে তার বেশ কিছু টেস্ট করতে দেয়া হয়েছে। আজকে সেই রিপোর্ট আমি আমার দুলাভাইয়ের সঙ্গে আনতে গিয়েছিলাম। রিপোর্ট এনে দেখি তার ডেঙ্গু পজিটিভ। সবাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম।

ঢাকা শহরে এখন প্রচুর মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। অনেকে মারা যাচ্ছে। এজন্য ডেঙ্গুর সম্বন্ধে প্রচন্ড ভীতি আমাদের ভেতর কাজ করে। তাছাড়া আমার ভাগ্নের ও আজকে থেকে জ্বর হয়েছে। আজকে তার টেস্ট করতে দেয়া হয়েছে। কি রিপোর্ট আসবে সেটা নিয়ে দুশ্চিন্তায় আছি। হঠাৎ করে আনন্দযাত্রাটা নষ্ট হয়ে গেলো। আমার বোন প্রচন্ড জ্বরে ভুগছে। শরীর অনেক দুর্বল তার। এই অসুস্থতা কোন দিকে যায় সেটা নিয়ে খুবই চিন্তায় আছি।

তারপর আমার সাথে আছে আবার আমার মেয়ে। সেও আবার অসুস্থ হয়ে পড়ে কিনা সে চিন্তাও করতে হচ্ছে। সবকিছু মিলিয়ে হঠাৎ করে বেশ খারাপ অবস্থায় পড়ে গেলাম। এদিকে আম্মা টেনশন করবে এজন্য তাকে বোনের অসুস্থতার খবর জানানো হয় নি।

আমার বোনের বাসার পাশেই একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। এই ধরনের বিল্ডিং ডেঙ্গু মশা উৎপাদনের কারখানা। কারণ বিল্ডিং মালিকের গাফিলতির জন্য বিভিন্ন জায়গায় পানি জমে থাকে। সেই পানিতে ডেঙ্গু নিশ্চিন্তে বেড়ে উঠতে পারে। ডেঙ্গু নিয়ে এই সমস্যায় বাংলাদেশের মানুষ জন গত কয়েক বছর যাবৎ ব্যাপক ভোগান্তিতে পড়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাতে মোটেই মাথাব্যথা নেই। গত কয়েক বছরে আমাদের দেশের ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। জানিনা এই অবস্থা থেকে কবে মুক্তি পাবো। আশা করছি সরকারের দ্রুত বোধোদয় হবে।

সারাদিন বাসায় কাটানোর পর আজকে সন্ধ্যার পরে আমি আমার পরিবারকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। কারণ সারাদিন বাসায় আটকে থেকে একটু হাঁপিয়ে উঠেছিলাম। তাদেরকে বাইরে নিয়ে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল একটু রিল্যাক্স হওয়া আর হালকা কিছু খাওয়া দাওয়া করা। কিছুক্ষণ ঘোরাফেরা পর আমরা একটি রেস্টুরেন্টে ঢুকলাম। এই রেষ্টুরেন্টের মূল খাবার হচ্ছে কাবাব। আমার পরিবার সবাই আবার কাবাব খুব পছন্দ করে। সবাই মিলে কাবাব আর লুচি খেলাম। সাথে ছিল কোমল পানীয়।খাওয়া-দাওয়া শেষ করে কিছুক্ষণ ঘোরাফেরা করে আবার বাসায় চলে আসলাম। এভাবে আমার আজকের দিনটি কেটেছে।

IMG_20211001_213923.jpg

IMG_20211001_213919.jpg

IMG_20211001_212234.jpg

IMG_20211001_211447.jpg

IMG_20211001_211415.jpg

আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।

ফটোগ্রাফির জন্য ব্যবহৃত যন্ত্রহুয়াই নোভা ২আই
ফটোগ্রাফার@rupok
স্থানলিংক

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok


আমি রূপক। আমি একজন বাংলাদেশী। আমি বাঙালি। আমি বাংলায় মনের ভাব প্রকাশ করতে ভালোবাসি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকেও ভালোবাসি।

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার বোনের কথা শুনে সত্যিই খুব খারাপ লাগছে। আপুকে অবশ্যই বেশি করে পানি, ডাবের পানি, স্যালাইন এসব খাওয়াবেন।
আর সব সময় ডাক্তারের পরামর্শ থাকলে, আশা করি এবং দোয়া করি আপু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।
কাবাব দেখে ভালই লাগল। তবে বোনের অসুস্থতার জন্য খারাপ লাগছে আসলে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

চারপাশের পরিবেশ পরিষ্কার রাখবেন, ময়লা আবর্জনার জমতে দেবেন না।নিজে সাবধানে থাকবেন এবং অন্য সবাইকে সচেতন হতে বলবেন। তাহলেও ডেঙ্গুর জ্বরের জন্য দায়ী এডিস মশা প্রতিরোধ করা সম্ভব হবে।

 3 years ago (edited)

খুবই দুঃখ জনক,আপনার বোনের জন্য দোয়া রইলো।বাসা বাড়ীর আনাচে কানাচে পরিষ্কার রাখা উত্তম।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

You have been upvoted by @sm-shagor A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

 3 years ago 

Thanks to @sm-sagor vai.

 3 years ago 

ডেঙ্গু বর্তমানে আমাদের চারপাশে ভয়াবহ অবস্থার সৃষ্টি করছে, আশা করছি আপনার বোন খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে। তবে আপনাদের খুব সাবধানে থাকতে হবে এখন , সতর্ক থাকবেন ভাই। আশা করছি সবকিছু দ্রুত কাটিয়ে উঠবেন।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

ভাইয়া ৪৫০০০ টাকা দিয়েছি গত ১৫ দিন আগে এই ডেংগুর জন্য। প্রচুর পানি সেলাইন ডাবের পানি ডালিম পাকা পেপে এগুলা খাওয়াবেন। আর সি বি সি টেস্ট করে প্লাটিলেট কাউন্ট টা নজর এ রেখেন। আসলে নিজে খুব ঝামেলা ফেস করেছি তাই এই ভাবে বলেছি বেয়াদবি হলে মাফ করবেন৷

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার পরামর্শের জন্য।

 3 years ago 

ঢাকায় আসলে এডিস মশার সংখ্যা অনেক বেশি।তাই মশারি টাঙ্গিয়ে থাকা দরকার, নইলে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে। আপনার বোনের কোন সমস্যা হবে না। সাধারণত ৭/৮ দিন পর এগুলো ঠিক হয়ে যায়। চিকিৎসা ও শতর্কতার মাধ্যমে সুস্থ থাকা যায়।
সবমিলে পোস্টটি অনেক সুন্দর করে লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

দোয়া করি আপনার বোন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ খুব বেড়ে গেছে। তাই সকলকে খুব সাবধানতা অবলম্বন করে চলা উচিত।

 3 years ago 

আল্লাহ'র কাছে দোয়াকরি যেনো আপনার পরিবার তারাতারি সুস্থ হয়ে উঠুক

 3 years ago 

খুব খারাপ অবস্থা। আমার এক পরিচিত ভাইয়ের একমাত্র ছেলে আজ আক্রান্ত হয়েছে ও হাসপাতালে। কি যে হবে!

 3 years ago 

ব্যাপারটা আসলেই দুশ্চিন্তার।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64303.16
ETH 3137.29
USDT 1.00
SBD 3.97