একা একা বাইরে ঘোরাঘুরি, কেনাকাটা এবং খাওয়া দাওয়ার গল্প।
খেয়াল করে দেখলাম দোকানের ভিতরে তারা পুজোর আয়োজন করছে। যখন জানতে পারলাম আজকে আর চুল কাটানো হবে না। তখন সেই সেলুন মালিকের সাথে কথা বলে আমি মার্কেটের দিকে চলে গেলাম। মার্কেটে গিয়ে লোটোর শোরুমে ঢুকে পড়লাম। আমার ক্যাজুয়াল ব্যবহারের জন্য একজোড়া স্যান্ডেলের প্রয়োজন ছিলো। সেই কারণে মূলত লোট্টো তে যাওয়া। তবে আমি সেখানে যেই স্যান্ডেলটা কেনার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলাম। সেই স্যান্ডেলের কাঙ্খিত কালার টা পেলাম না। আপনি যখন কোনো কিছু আগে থেকেই পছন্দ করে যাবেন। দোকানে গিয়ে সেই জিনিসটা না পেলে তখন বেশ খারাপ লাগে। আমারও কিছুটা খারাপ লাগছিলো। যাই হোক নিজের পছন্দমত স্যান্ডেলটা না পেলেও পরে অন্য আরেক জোড়া স্যান্ডেল কিনলাম। স্যান্ডেল কেনা শেষ হলে চিন্তা করতে লাগলাম এখন কি করা যায়? আমার দীর্ঘদিনের অভ্যাস নিউমার্কেটের দিকে গেলে হালকা কিছু খাওয়া-দাওয়া করে তারপর বাসায় ফিরি। মাঝে মাঝে বাসার জন্য সাথে করে কিছু কিনে নিয়ে যায়।
কি খাওয়া যায় সেটা নিয়ে কিছুক্ষণ চিন্তাভাবনা করার পরে মনে পড়লো। কয়েকদিন আগে ফেসবুকে একটা রেস্টুরেন্টের মিট বক্সের বেশ সুনাম শুনেছিলাম। তখন চিন্তা করলাম সেই ছোট্ট রেস্টুরেন্টটা তে গিয়ে মিট বক্স খেয়ে আসি। যদিও সেই রেস্টুরেন্টের লোকেশন সম্বন্ধে আমার পরিষ্কার ধারণা ছিলো না। তারপরেও ফেসবুকে দেয়া সেই ঠিকানা মতো খুঁজে সেখানে চলে গেলাম। গিয়ে দেখি রেস্টুরেন্টটা বন্ধ। পরবর্তীতে চিন্তা করতে লাগলাম অন্য কিছু খাওয়া যেতে পারে। তখন আমি আমার পছন্দের একটা ফাস্টফুড শপে গেলাম। সেখানে গিয়ে আমি চিকেন পাই এবং চিকেন শর্মার অর্ডার করলাম। কিছুক্ষণ বসে অপেক্ষা করার পরে আমার সামনে একটা প্লেটে করে খাবার দিয়ে গেলো। প্লেটের দিকে তাকিয়ে দেখি চিকেন পাইয়ের বদলে তারা চিকেন ফ্রাই এনেছে। তাদেরকে জানাতে সেখানকার কর্তব্যরত একজন বলল সে নাকি চিকেন ফ্রাই শুনেছে।
যাই হোক আমি আর কথা না বাড়িয়ে শর্মা আর চিকেন ফ্রাই খেতে লাগলাম। তবে বরাবরের মতো এবারও ছবি তুলতে ভুলে গিয়েছিলাম। সেই রেস্টুরেন্ট থেকে এর আগে আমি শর্মা বা চিকেন ফ্রাই কোনটাই খাইনি। আজকে খাওয়ার পর বুঝতে পারলাম এ দুটো আইটেম এর আগে এখান থেকে না খেয়ে ভালোই করেছি। কারণ খাবারের স্বাদ ছিলো একেবারেই খারাপ। তাদের পিজা স্লাইস আর চিকেন পাই আমার খুব পছন্দের। কিন্তু যেহেতু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তাই আর আজকে অন্য কোনো খাবারের অর্ডার করিনি। খাওয়া-দাওয়া শেষ হতে পাশেই একটি ছোট্ট মার্কেটে ঢুকে কার্গো প্যান্ট খুঁজতে লাগলাম। পছন্দ মতো প্যানট না পেয়ে আমি রিকশা নিয়ে সরাসরি বাসায় চলে এলাম। আর এভাবেই আমার আজকের মার্কেটে ঘোরাফেরা খাওয়া-দাওয়া এবং কেনাকাটা শেষ হোলো।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | হুয়াই নোভা 2i |
---|---|
ফটোগ্রাফার | @rupok |
স্থান | ফরিদপুর |
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
আমিও যেকোনো একটি সেলুন থেকেই চুল কাটাই এবং নির্দিষ্ট লোককে দিয়ে চুল কাটাই। অন্য কাউকে দিয়ে চুল কাটালে আমারও অস্বস্তি লাগে, কারণ আমি কিছুটা খুঁতখুঁতে স্বভাবের। যাইহোক চুল কাটাতে না পেরে, জুতা কিনে খাওয়া দাওয়া করতে গিয়েছেন তাহলে। তবে খাবারের স্বাদ খারাপ ছিলো, এটা জেনে খারাপ লাগলো। আসলে এই ধরনের ফাস্ট ফুড শপ গুলোতে গিয়ে আমিও মাঝেমধ্যে এমন বাজে অভিজ্ঞতার সম্মুখীন হই। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে ভাই আপনার মত আমারও একটা অভিজ্ঞতা হয়েছিল কয়েকদিন আগে। কেননা একা একা বাইরে বের হয়ে আমি একটা বিরিয়ানির দোকানে গিয়েছিলাম বিরিয়ানি খেতে। যদিও ওই দোকানের বিরিয়ানির স্বাদ অনেক বেশি ভালো। কিন্তু যেদিন আমি একা একা খেতে গিয়েছিলাম সেদিন কিন্তু বিরিয়ানির স্বাদটা মোটেও ভালো ছিল না। যাইহোক এভাবে একা একা ঘুরতে এবং বিভিন্ন জিনিস খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে।
আপনার পুরো পোস্টের সারমর্ম হলো আজকে আপনার দিন ভালো নেই। 😅 যত জায়গায় গিয়েছেন, একটাতেও ঠিকমতো কাজ হলো না।
একদিকে চুল কাটা হলো না অন্যদিকে খাবার ভালো ছিল না জেনে খারাপ লাগলো। আমরা যেই মানুষগুলোর কাছ থেকে কোন সার্ভিস নেই সেই মানুষগুলোর কাজের প্রতি আসক্ত হয়ে যাই। তাইতো আপনি অন্য সেলুনে চুল কাটতে পছন্দ করেন না ভাইয়া। আমাদের তো আরেক সমস্যা টেইলার্সের কাছে জামা বানাতে গিয়েও বারবার সেই একই টেইলার্সের কাছেই যেতে হয়। যাইহোক ভাইয়া আপনি টুকটাক কিছু কেনাকাটা করেছেন আর খাওয়া-দাওয়া করেছেন জেনে ভালো লাগলো।