You are viewing a single comment's thread from:

RE: ভ্রমন: সিদ্ধেশ্বর পাহাড় ও শিব মন্দির (পর্ব -০২)

সিদ্ধেশ্বর পাহাড় ভ্রমণ এবং শিব মন্দির নিয়ে আমি একটা পর্ব তৈরি করেছিলাম। সেখানেও এই কথাগুলো আসলে উল্লেখ করেছিলাম যে, কত কষ্ট হয়েছিল আমাদের উপরে উঠতে। বিশেষ করে পাহাড়ের গায়ে ছোট ছোট নুড়ি পাথর থাকার কারণে যথেষ্ট কষ্ট হচ্ছিল ওপরের দিকে উঠতে। তারপর আবার একটা বন্ধু চশমা হারিয়ে ফেলে, আবার সেই দোষ আমার ঘাড়ে দিয়েছিল। হা হা হা... তারপর আবার আমাদের সতর্ক করে দিয়েছিল উপরে যাতে গিয়ে আগুন না জ্বালাই এর প্রত্যেকটা কথাই আমার মনে আছে। তবে শেষ পর্যন্ত কিন্তু আমরা শিবের মন্দির দর্শন করতে পেরেছিলাম। ভ্রমণ বিষয়ক পোস্ট তুমি অনেক সাজিয়ে গুছিয়ে লেখ দেখছি।

Sort:  
 last year 

পুরনো এই ঘটনাগুলো মনে করতে বেশ ভালই লাগে। সেই দিনের পাহাড় জার্নি বেশ ইন্টারেস্টিং হয়েছিল আমাদের।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56006.20
ETH 2375.33
USDT 1.00
SBD 2.33