You are viewing a single comment's thread from:

RE: //জেনারেল রাইটিং//সচেতনতাই বেঁচে থাকার একমাত্র চাবিকাঠি//

আসলে এরকম ঘটনা আমাদের বর্তমান সমাজে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। তবে একটা ব্যাপার কি জানো তো, মানুষের দুঃখ যখন সীমা ছাড়া হয়ে যায় তখন এই সামান্য ব্যথা তার কাছে কোন ব্যথাই মনে হয় না। এজন্য মানুষ হাত কাটে, ট্রেনের নিচে গিয়ে ঝাঁপ দেয়। তবে তারপরও এই মানুষগুলোকে আসলে সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার দায়িত্ব তার পরিবারের বা কাছের মানুষের।

Sort:  
 last year 

এরকম একটা দুঃখজনক অবস্থায় তার পাশে দাঁড়ানো অবশ্যই উচিত তার পরিবারের অথবা তাদের কাছের মানুষদের ।কিন্তু এই সহযোগিতা হয়তো সব সময় তারা পায় না , সেজন্যই হয়তো প্রচুর পরিমাণে এরকম মৃত্যুর হার বেড়েই চলেছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65897.19
ETH 2706.68
USDT 1.00
SBD 2.88