You are viewing a single comment's thread from:
RE: ফ্যামেলি শপে কেনাকাটা। || Lifestyle post.
বিশেষ করে কেনাকাটার ক্ষেত্রে আমি মেয়াদ, ওজন এবং দামের দিকে খেয়াল করি সবসময়ই।
বড় বড় সুপার শপ গুলোতে সাধারণত এই জিনিসগুলো তারা মাথায় রেখেই জিনিসপত্র তুলে রাখে। সুতরাং এই ভয় পাওয়ার কিছু নেই। তবে তারপরও চাইলে আপনি সচেতন হতেই পারেন।
আমারও আসলে ভোলার রোগ আছে ভাই। আমারও অনেক সময় অনেক কথা মনে থাকে না। তবে আমরা এখন ইদানিং সুপারশপ গুলোতেই বেশি অভ্যস্ত হয়ে গেছি শপিং করতে। কারণ এখানে অল্প দামেও সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যেটা বাইরে অনেক সময় পাওয়া যায় না।
আপনার দেখছি আমার মতো অবস্থা, দোকানে পৌঁছাতে পৌঁছাতে অর্ধেক ভুলে যাই। তাই বাধ্য হয়ে লিখতে হয় সব।
বাংলাদেশে আসলে সব সম্ভব তাই চেষ্টা অরি যতটা সম্ভব সতর্ক থাকা যায়।