You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন ১৯৪ | চোখের আড়াল তো মনের আড়াল হয় কেন?

চোখ যদি হয় বর, তাহলে মন হলো বউ। আর বর যদি কেউকে পছন্দ না করে তাহলে অটোমেটকলি বউও তাকে অপছন্দ করা শুরু করে দেয়। এই জন্য চোখ এর থেকে কোনো কিছু আড়াল হলেই মনও তাকে ইচ্ছে করেই আড়াল করে দেয়। তবে আমার অন্য একটা কারণও মনে হয়। চোখের গভীরতা এবং মনের গভীরতার ভিতর বেশ ভাল রকমের একটা পার্থক্য রয়েছে এবং তারা ইন্টার কানেক্টেড ও। একটা তো সবকিছু নিজে নিজে দেখে নেয়, অন্যটা চোখের সাহায্য নিয়ে সেটাকে উপলব্ধি করে। তাই যখন চোখ থেকেই ব্যাপারটা গায়েব হয়ে যাচ্ছে তখন সেটা মন পর্যন্ত আর পৌঁছায় না। এজন্য চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62311.03
ETH 2443.26
USDT 1.00
SBD 2.69