RE: কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল।
যাইহোক ভিতরে যেয়ে আমি কিছুটা হতাশ ও হয়েছিলাম অবশ্য। ভেবেছিলাম অনেক পুরনো কোন স্মৃতি বিজড়িত জিনিসপত্র রাখা থাকবে। কিন্তু দেখলাম সেটা ছিল না, শুধু অনেক অনেক ছবি টানানো ছিল। বিভিন্ন ইতিহাস সম্পর্কে লেখা ছিল, বিভিন্ন ছবি ছিল।
কিছু বছর আগেও কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনেক ঐতিহাসিক জিনিসপত্র ছিল। তবে করোনার পর থেকেই আমি যতবার গেছি তার কোন কিছুই সেখানে দেখতে পারিনি। হয়তো উপরের কোন একটা জায়গায় তালা বন্ধ করে রাখা আছে সব মূল্যবান জিনিসগুলো। এখন গেলে শুধুমাত্র এই বিল্ডিংটাই দেখা যায় আর টুকটাক কিছু জিনিস রয়েছে।
ভিক্টোরিয়া মেমোরিয়াল আসলে আমার খুব পছন্দের একটা জায়গা। মাঝেমধ্যে ইউনিভার্সিটি থেকে ফেরার পথে ভিক্টোরিয়া মেমোরিয়াল দিয়ে ঘুরে আসতাম। অনেক সময় আমার পরীক্ষা শেষ হলে পুরো বিকেল জুড়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালে বসে থাকতাম। আমি তো এর আগে ভিক্টোরিয়া মেমোরিয়াল নিয়ে অনেকগুলো পর্ব করেছি।