You are viewing a single comment's thread from:

RE: দায়িত্ববোধ

ওই ক্যাটারিং এর লোক গুলো যদি এখানে হতো তাহলে একটাও হেঁটে বাড়ি যেতে পারত না। পা হাত সব ভেঙে রেখে দিত।

পোস্ট পড়ে যতটা বুঝলাম, ধোঁকাবাজি তো অনেক জায়গায় হয়েছে। নিজের ভাই ব্রাদার পর্যন্ত ধোকা দিয়ে গেল। এরকম স্বার্থপরতা আমি নিজেও খুব অপছন্দ করি।

আগে যেখানে সবাই মিলে কাজ করে অনুষ্ঠান ভালভাবে শেষ করা হত। অন্যকে কাজ করতে দেখলেও মানুষ নিজে এগিয়ে কাজ করত।অথচ এখন মানুষ কাজ দেখলে পালায়। শো-অফে ব্যস্ত সবাই।

মানুষ দিন দিন অসুস্থ মস্তিষ্কের হয়ে যাচ্ছে। কিছু করার নেই।

Sort:  
 last year 

আমার এলাকা হলেও বাড়ি যেতে দিতাম না। কিন্তু এলাকা থেকে ১৫০কিমি দূরে ছিলাম।আর আমার দাদারা খুব শান্ত শিষ্ঠ। যদিও পরের দিন হাফ পেমেন্ট দিয়েছি।যাই হোক একটা ধোকা দিলেও বাকি গুলো খুব খেটেছে। এজন্যই মানবতার উপর থেকে বিশ্বাস একদম উঠে যায়নি। পরে ওদের ট্রিট দিয়েছিলাম সাপোর্টের জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 69557.92
ETH 3792.59
USDT 1.00
SBD 3.52