You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন-৭২ || বিয়ের রাতে বউকে যতটা সুন্দরী দেখায় আর সারা জীবনেও তার ধারেকাছে যায় না কেন?

in আমার বাংলা ব্লগ5 months ago
বিয়ের রাতে কনে পক্ষের লোকজন বউকে বিউটি পার্লারে নিয়ে গিয়ে মুখে হাজার থেকে লক্ষ টাকার মেকআপ পালিশ করিয়ে নিয়ে আসে। যাতে করে বর নতুন বউকে দেখলে পা উপরের দিকে, আর মাথা নিচের দিকে দিয়ে নাচা শুরু করে। তখনো বেচারা পুরুষ মানুষ এটা বুঝতে পারে না যে, এটা শুধুমাত্র মরীচিকা ছিল। আসল চেহারা তো কাল সকালে মুখ ধোয়ার পর বেরোবে। আর পরবর্তীতে ঘুম থেকে উঠে যখন বউয়ের মুখ দেখে, তখন তো কান্নায় ফেটে পড়ে বেচারা পুরুষ মানুষ। পরবর্তীতে ওই হাজার টাকা থেকে লক্ষ টাকার মেকআপ করিয়ে পুরুষ মানুষ দ্বিতীয়বার আর মরীচিকা দেখতে চায় না। তাই বিয়ের রাতে বউকে যতটা সুন্দরী দেখায় আর সারা জীবনে তার ধারেকাছেও যায় না।
Sort:  
 5 months ago 

ভাইয়া আপনার মন্তব্যটি পড়ে সত্যি ভীষণ মজা পেয়েছি। ঘটনাটা আসলেই সত্যি।

 5 months ago 

মজা পাওয়ার জন্যই তো দিলাম। হা হা হা...

 5 months ago 

হাহাহাহা। সহমত দাদা।

 5 months ago 

হি হি হি... ভাই ভাই তো।😁

 5 months ago 

কনে পক্ষের খেয়ে কাজ নেই যে লক্ষ টাকা ব্যয় করবে,আসল ব্যাপার তো যে বিয়ে করছে ওই ছেলের।সব বন্ধুদের কাছে নিজের বউকে বিশ্বসুন্দরী প্রমান করার জন্য আগে থেকে নিজের পকেট থেকে ময়দা কেনার খরচ দেয়।

 5 months ago 

এক বারে লক্ষ বলিনি তো... হাজার থেকে শুরু করেছিলাম😁😁😁

 5 months ago 

হুম, যাই বলুন না কেন মেয়ের বাবা ময়দা এত দাম দিয়ে কিন্তু কেনে না।

 5 months ago 

কে বলেছে... তাহলে বিউটি পার্লারে মেকাপের এত টাকা প্যাকেজ কেন করে রেখেছে। আর আমার কাছে প্রমাণ ও আছে তো।

 5 months ago 

তাই বুঝি!সব বয়ফ্রেন্ডের কাছ থেকে উসুল করে বিউটি পার্লারে মেকাপের এত টাকা।

 5 months ago 

হা হা হা... 🤣

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.07
JST 0.027
BTC 28547.10
ETH 1826.79
USDT 1.00
SBD 2.77