You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন-৫৮ || "বিনা মেঘে বজ্রপাত", কি করে সম্ভব?

সকাল বেলা খুব ভালো একটা মুড নিয়ে ঘুম থেকে উঠবে। তারপর বউ এর কাছে গিয়ে হালকা একটু ভালোবাসার কথা বলবে। যখন সে একটু খুশি হতে শুরু করবে তারপর রাতের খাবারের প্রসঙ্গ তুলবে। বলবে তুমি কি ফালতু রান্না কর, তোমার থেকে পাশের বাড়ির বৌদি আরও বেশি ভালো খাসির মাংস রান্না করে। এর কিছুক্ষণের মধ্যেই বিনা মেঘে বজ্রপাতসহ বৃষ্টি হতে শুরু করবে। এরপর যদি নিজেকে জীবিত দেখতে চাও তাহলে কিছু সময়ের জন্য ঘর থেকে বেরিয়ে যাবে।
Sort:  
 2 years ago 

হাহাহাহা, ভাই এর অনেক অভিজ্ঞতা হয়েছে দেখছি।

আমার কিছু বন্ধু অল্প বয়সে বিয়ে করেছে.. তো এখন তারা বুঝতে পারছে বিয়ের যন্ত্রনা কি জিনিস। এজন্য বিয়ে না করেও বেশ কিছুটা অভিজ্ঞতা হয়েছে। এটা কে ঠিক অভিজ্ঞতা বলবো না, খারাপ অভিজ্ঞতা হয়েছে। হা হা হা...

 2 years ago 

তাহলে কি আপনি বিয়ে করতে চান না?

আমি তো বিয়ে করতে চাই ভাই, তবে বিয়ে মনে হয় আমাকে করতে চায় না।

 2 years ago 

বুকে আসেন ভাই। আমার ও একই অবস্থা হাহাহ।।

 2 years ago 

হ্যাঁ একদম ঠিক বলেছেন ভালো হোক খারাপ হোক বজ্রপাত হবেই

আপনার কি বিশেষ কোনো অভিজ্ঞতা আছে নাকি। থাকলে জানাতে পারেন। হা হা হা....

 2 years ago 

খেয়েছ রে। এইবার থেকে নিজেকেই রান্না করে খাওয়া লাগবে।

তুমি তো ভালই রান্না কর নির্মাল্য দা। এক মিষ্টি কুমড়ো দিয়ে কত রকম রেসিপি বানালে। শেষে মিষ্টি কুমড়ো না খেতে পেরে, মৃগেল মাছ ঝাল তরকারি রান্না করলে। তোমার টেনশন এর কোনো কারণ তো দেখি না। হা হা হা...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59631.75
ETH 2622.60
USDT 1.00
SBD 2.41