এবিবি-ফান প্রশ্ন-৫৮ || "বিনা মেঘে বজ্রপাত", কি করে সম্ভব?

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

"বিনা মেঘে বজ্রপাত", কি করে সম্ভব?

প্রশ্নকারীঃ

@kingporos

প্রশ্নকারীর অভিমতঃ

আমার মনে হয় সেদিন দূরে কোথাও বজ্রপাত হয়েছিলো, যেটার আওয়াজ কানে ভেসে আসে। তাই থেকেই মনে হয়েছে বিনা মেঘে বাজ পড়েছে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

বিনা মেঘে বজ্রপাত
দেখতে যদি চাও,,
সন্দেহে ভরা মিয়া বিবির
সংসারেতে যাও।।

সন্দেহ নামের বজ্রপাতে
জ্বলে পুড়ে ছাই,,
এর চেয়ে বড় বজ্র
পৃথিবীতে নাই।।
♥♥

 2 years ago 

সবাই যখন জ্বলছে তাহলে বিয়ে থামছে না কেন দিদি?

 2 years ago 

বিয়েটা হচ্ছে দিল্লিকা লাড্ডু যে খায় সেও পস্তায় না খায় সেও পস্তায়।আবার বিয়েটা হল অনেকের কাছে টয়লেটের মত,, যে করেনি সে প্রবেশ করার জন্য অস্থির।আরজে করেই ফেলেছে,,তাদের মধ্যে অনেকেই সন্দেহ রোগে জ্বলছে।,,,,,♥♥

 2 years ago 

কারন আকাশ যখন ভালো থাকে ,আকাশে যখন মেঘ থাকে না তখন ইন্দ্রদেব মাঝে মাঝেই তার অস্ত্রকে ঝালাই করে দেখেন সেটা ভালো আছে নাকি মরিচা ধরেছে।বিনা মেঘেই বজ্রকে চেক করতে সুবিধা হয়।

 2 years ago 

ঠিক ঠিক। মাঝে মধ্যে চেক করতেই হয়।

 2 years ago 

😃😃

 2 years ago 

যখন গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে ফোন করে বলবে ওগো তুমি বাবা হতে চলেছ। এই কথা শুনে বিনা মেঘেই বজ্রপাত শুরু হয়ে যাবে।😅😅

এত সহজ হয়ে যায় কি করে। ছেলেরা এতটাও বোকা না। সব কাজ তারা হিসাব করেই করে। ফলে কোন ধরনের বজ্রপাত হবে না বরং সন্দেহের সৃষ্টি হবে.. কেমনে কি হলো। হা হা হা...

 2 years ago 

চোরের মন পুলিশ পুলিশ। 🤪🤪🤪

 2 years ago 

কিছু বলতে চেয়েছিলাম কিন্তু আর পারলাম না, হিহিহি।। মনে মনেই বলে গেলাম।

 2 years ago 

তাই নাকি! ভালোই সাবধান থাক দেখছি 🤪

এই ব্যাপারে খুবই সতর্ক আমি। কখন ফাঁসিয়ে দিয়ে চলে যাবে কোন ঠিক আছে। তুমি কি বলো নির্মাল্য দা। হা হা হা....

 2 years ago (edited)

হাহাহাহাহা ঠিক বলেছেন !!!!!
গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে ফোন করে বলবে ওগো তুমি বাবা হতে চলেছ৷
তবে আগের দিন শেষ এখন আধুনিক প্রযুক্তি তাই চিন্তা নাই ৷

 2 years ago 

প্রযুক্তি জিন্দাবাদ 🤪

 2 years ago 

এই কথা শুনে বজ্রপাত তো হবেই।
কারণ ছেলেরা এখন অত বোকামি করেন।
সবাই হিসাবে খুব পাকা।

 2 years ago 

আপনার টা অনেক সুন্দর ছিল একদম যুক্তিযুক্ত উত্তর দিয়েছেন।

 2 years ago 

ইসস। হার্ট ফেল হয়ে যাবে যে

সকাল বেলা খুব ভালো একটা মুড নিয়ে ঘুম থেকে উঠবে। তারপর বউ এর কাছে গিয়ে হালকা একটু ভালোবাসার কথা বলবে। যখন সে একটু খুশি হতে শুরু করবে তারপর রাতের খাবারের প্রসঙ্গ তুলবে। বলবে তুমি কি ফালতু রান্না কর, তোমার থেকে পাশের বাড়ির বৌদি আরও বেশি ভালো খাসির মাংস রান্না করে। এর কিছুক্ষণের মধ্যেই বিনা মেঘে বজ্রপাতসহ বৃষ্টি হতে শুরু করবে। এরপর যদি নিজেকে জীবিত দেখতে চাও তাহলে কিছু সময়ের জন্য ঘর থেকে বেরিয়ে যাবে।
 2 years ago 

হাহাহাহা, ভাই এর অনেক অভিজ্ঞতা হয়েছে দেখছি।

আমার কিছু বন্ধু অল্প বয়সে বিয়ে করেছে.. তো এখন তারা বুঝতে পারছে বিয়ের যন্ত্রনা কি জিনিস। এজন্য বিয়ে না করেও বেশ কিছুটা অভিজ্ঞতা হয়েছে। এটা কে ঠিক অভিজ্ঞতা বলবো না, খারাপ অভিজ্ঞতা হয়েছে। হা হা হা...

 2 years ago 

তাহলে কি আপনি বিয়ে করতে চান না?

আমি তো বিয়ে করতে চাই ভাই, তবে বিয়ে মনে হয় আমাকে করতে চায় না।

 2 years ago 

বুকে আসেন ভাই। আমার ও একই অবস্থা হাহাহ।।

 2 years ago 

হ্যাঁ একদম ঠিক বলেছেন ভালো হোক খারাপ হোক বজ্রপাত হবেই

আপনার কি বিশেষ কোনো অভিজ্ঞতা আছে নাকি। থাকলে জানাতে পারেন। হা হা হা....

 2 years ago 

খেয়েছ রে। এইবার থেকে নিজেকেই রান্না করে খাওয়া লাগবে।

তুমি তো ভালই রান্না কর নির্মাল্য দা। এক মিষ্টি কুমড়ো দিয়ে কত রকম রেসিপি বানালে। শেষে মিষ্টি কুমড়ো না খেতে পেরে, মৃগেল মাছ ঝাল তরকারি রান্না করলে। তোমার টেনশন এর কোনো কারণ তো দেখি না। হা হা হা...

 2 years ago 

নিজের অজান্তে অপ্রত্যাশিত বড় ধরনের ক্ষতি সংগঠিত হলেই বিনা মেঘে মাথায় বজ্রপাত ঘটে। যেমনটি গত সপ্তাহে আমার সাথে হয়েছিল। স্টিল আলমারিতে রাখা সমস্ত ডকুমেন্টস আমার উইপোকা নিঃশেষ করে দিয়েছে।এ যেন আমার মাথায় বিনা মেঘে বজ্রপাতের শামীল।

 2 years ago 

স্টিলের আলমারিতে উই পোকা!! সত্যিই বিনা মেঘে বজ্রপাত।

 2 years ago 

বিনা মেঘে বজ্রপাত একমাত্র ঘরেই সম্ভব দাদা, কারণ মেঘ ছাড়া ঘরে বজ্রপাত হয় মাঝে মাজে। যখন বউ রাগ করে তখন এমনিতেই থালাবাসনের শব্দে যেন ঘরটা বজ্রপাতের শব্দে পরিণত হয়।হাহাহা🤣

 2 years ago 

কথা একদম সঠিক বলেছেন ভাই, আসলেই বিনা মেঘে বজ্রপাত একমাত্র বউ করতে পারে।

 2 years ago 

একদম পারফেক্ট উত্তর ভাই আমি মাঝে মাঝেই পাশের বাড়িতে শুনতে পাই এটা হাহাহা।

 2 years ago 

তাহলে অভিজ্ঞতা আছে। 🤪

 2 years ago 

আসে পাশে পরিবেশের অবস্থা দেখে অভিজ্ঞতা হয়ে গেছে দাদা 🤣

 2 years ago 

"বিনা মেঘে বজ্রপাত", কি করে সম্ভব?

দাদা, কয়দিন আগে দেখলাম বিনা মেঘেই বৃষ্টি হচ্ছে। তা যদি বিনা মেঘে বৃষ্টি হতে পারে তাহলে বজ্রপাত কেন হতে পারবে না? বজ্রপাতও সম্ভব বিনা মেঘে সেই অ্যাঙ্গেলে দেখলে। আমি বজ্রপাত খুব ভয় পাই এই জন্য বর্ষাকালে বাড়ি থেকে বের হতেই ভয় লাগে। অনেক সময় আকাশে মেঘ নেই দেখি কিন্তু হঠাৎ করেই কোথা থেকে যেন মেঘ ডাকার শব্দ শুনতে পেয়ে যাই ।

 2 years ago 

আমিও এটা বেশ কয়েকবার দেখেছি। মেঘ নেই বৃষ্টি হচ্ছে।

 2 years ago 

হিহি... এইতো দাদা তাহলে তো উত্তর হয়েই গেল বিনা মেঘে বজ্রপাত সম্ভব আমরা তার লাইভ এক্সাম্পল ।

 2 years ago 

যদি কেউ কখনো বউ বা গার্লফ্রেন্ড কে কথা দিয়ে কথা না রাখে, তাহলেই বিনা মেঘে বজ্রপাত" সম্ভব। বিশেষ করে যারা বিয়ে করেছেন তারা প্রায় প্রতি দিনেই বিনা মেঘে বজ্রপাত উপভোগ করে। হিহিহিহি।

সিয়াম ভাই এর সাথে এই রকম হয়েছে নাকি কোনো দিন। হা হা হা...

 2 years ago 

ভাই, এই সব তো সবার সামনে বলা যাবে না, হিহিহি।

 2 years ago 

আপনি কি করে জানলেন ভাই? আপনি তো বিয়ে করেননি

 2 years ago 

আসে পাশে অনেক বন্ধুরা বিয়ে করেছে। তারাই মাঝে মাঝে দুঃখ প্রকাশ করে।

 2 years ago 

সম্ভব দাদা।খালি একসাথে দুইটা বিয়ে করে বউ ঘরে নিয়ে আসেন। পরে দেখবেন বজ্র পাতের ঠেলায় ঘরের ছাদ উড়ে গেছে।🖤

 2 years ago 

একটাই সামলানো দায়, দুটো 🤣

 2 years ago 

মনে করেন আপনার স্ত্রী দুনিয়ায় সবচেয়ে ভালো মুডে আছে কিন্তু তখন যদি আপনি আপনার পরিবারের সুনাম এবং আপনার স্ত্রীর পরিবারের একটু দূর্নাম করতে পারেন, তাহলেই বুঝতে পারবেন বিনা মেঘে বজ্রপাত কিভাবে সম্ভব।

 2 years ago 

নিজের উপলব্ধি থেকে বললেন নাকি ভাই?

 2 years ago 

জী ভাই, এটাই সত্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.14
JST 0.028
BTC 59403.33
ETH 2607.28
USDT 1.00
SBD 2.38