You are viewing a single comment's thread from:

RE: মৌচাকের বিখ্যাত দই বড়া ।। সেপ্টেম্বর-১১/০৯/২০২২।।

কানের মধ্যে হেডফোন থাকলে আর কোনো চিন্তায় থাকে না

এই অভ্যাসটা খুবই বিপদজনক। যেহেতু আমাদের এখানে প্রতি দুই থেকে তিন মিনিট অন্তর অন্তর ট্রেন যায়। এবং ট্রেনের গতি সবসময় বেশি থাকে। তাই কানে হেডফোন লাগিয়ে রেললাইনের পাশ দিয়ে যাওয়া বিপদজনক। এখানে কানে হেডফোন দিয়ে রাস্তা পারাপার করলেও পুলিশে ধরে।

আমি কিন্তু হেঁটে হেঁটেই রওনা দিলাম খাওয়াতে হবে কিন্তু....

খাওয়াতে হবে মানে কি, অবশ্যই খাওয়াবো। চলে আসেন ভাই। তবে আপনার পাঠানো ইলিশ মাছের মত অতটা ঝাল হবে না এটুকু গ্যারান্টি দিতে পারি। হা হা হা...

Sort:  
 2 years ago (edited)

আরে তেমন না,, বর্তমানে তো হাতিরঝিলের এখানে বাসা নিয়েছি এবং হাতিরঝিলের ফুটপাতের রাস্তা দিয়ে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে হাটার মজাই আলাদা। সেখানেই প্রায় সব ফাস্টফুডের দোকান রয়েছে, সেটার কথাই আমি বলেছি।

আমাদের এদিকে দই মিষ্টি ও হয় টকও হয় আবার বড়া কিন্তু ঝাল হয়। এখন আমি কনফিউশন এর মধ্যে রয়েছি আসলে এর স্বাদ টা কি রকম হবে!!

বাড়ি বানানোর চেষ্টা করতে পারেন সিয়াম ভাই। খুব সুন্দর হয় খেতে। আমি একদিন চেষ্টা করেছিলাম ঘরে বানানো। এরপর থেকে আর সাহস হয় না তাই বাইরে গিয়ে খেয়ে আসি। হা হা হা... তবে আপনি যদি বানাতে পারেন ভালো করে তাহলে বেশ ভালই লাগবে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59446.26
ETH 2613.63
USDT 1.00
SBD 2.41