একগুচ্ছ অনু কবিতা সংকলন( পর্ব -০১)।। জুলাই -১৪/০৭/২০২৩।।

☬নমস্কার সবাইকে☬

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।

অনু কবিতার ভিতরে আসলে বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার রয়েছে। অল্প কয়েক লাইনের ভিতরে একটা অর্থবহ অনুভূতি শেয়ার করা যায়। বেশ কিছুদিন ধরেই দেখছি আমার বাংলা কমিটিতে অনেকেই অনু কবিতা শেয়ার করছেন, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আমাদের সকলের শ্রদ্ধেয় rme দাদাও দেখলাম বেশ কিছুদিন আগে অনু কবিতা শেয়ার করেছে। আমি তো মাঝেমধ্যেই কমেন্টে অনু কবিতা লিখি তবে কখনো পোস্ট করা হয়নি অনু কবিতা এভাবে। এটাই আসলে আমার প্রথম অনু কবিতা শেয়ার করা এই কমিউনিটিতে। বেশ কিছুদিন আগে পর্যন্ত কবিতা লেখা আমার পক্ষে বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে গেছিল। তবে আপনাদের অনুপ্রেরণা এবং উৎসাহের ফলে আস্তে আস্তে আমি কবিতা লেখা শুরু করি এই কমিটিতে এবং বর্তমানে কবিতা লেখা আমার অনেকটাই অভ্যাসের দাঁড়িয়ে গেছে।


তবে অনু কবিতার কথা যদি বলতে হয় তাহলে বলব এটা আমার কাছে অনেক বেশি সহজসাধ্য এবং যথেষ্ট কম মাথা খাটিয়ে এই কবিতা আমি লিখতে পারি। এজন্য আসলে আজকে আপনাদের সামনে কিছু অনু কবিতা উপস্থাপন করলাম। আসলে আমি এখানে যে তিনটা কবিতা শেয়ার করেছি তিনটে কবিতাই তিন রকম অর্থ বহন করে। একটা প্রেমের কবিতা, অন্যটা বিরহের কবিতা এবং আর একটা রয়েছে যেটা অপেক্ষার প্রহর গোনার কবিতা। সবমিলিয়ে বেশ ভালো একটা কম্বিনেশন তৈরি করে আজকের পোস্ট উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।

book-3199610_1280.jpg
সোর্স

💠অনু কবিতা-০১💠


তুমি আমার মুক্ত আকাশের;
বাঁধন ছেড়া রঙিন ঘুড়ি,
মন চায় তোমায় নিয়ে;
হারিয়ে যাই অচেনা,
নীল প্রজাপতি এর মত ডানামেলে,
আকাশ পানে উড়ি।

আমার যত রঙিন স্বপ্ন;
তোমাকে নিয়েই বাধা,
তোমায় ছাড়া দুনিয়া যেন;
আস্ত গোলক ধাঁধা।

💌অনু কবিতা-০২💌


নদী তুমি কার পানে ছোট..?
একটু শুনে যাও,
মনে আমার ভালবাসার মায়াজাল;
বারেক ফিরে চাও।

কাগজের নৌকায় করে;
দিলাম প্রেমের চিঠি ভাসিয়ে,
পৌঁছে দিও সঠিক ঠিকানায়;
রইব উত্তরের আশা নিয়ে।

🦋অনু কবিতা-০৩🦋



ফিরবে বলেও আজও
কেনো তুমি ফিরলে না?
আসবে বলেও কেনো
আজও তুমি আসলে না?

ফিরতে যদি তুমি,
হতে যদি আমার।
চোখের এই জল আমার,
বৃষ্টির সাথে মিশত না।

শ্রেণীঅনু কবিতা।
যাইহোক আজকের অনু কবিতাগুলো এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

🎯ধন্যবাদ সবাইকে🎯

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

ভাইয়া আপনার মতো আমার কাছেও মনে হয় সহজ হয়েছে। বড় বড় কবিতা আমি তেমন একটা লিখতে পারি না।তবে অনু কবিতা আমি মাঝে মাঝে আমার ডাইরিতে লিখি।আজকে আপনার পোস্ট পড়ে আমিও অনেক বেশি উৎসাহিত হলাম আমিও পোস্ট করার চেষ্টা করবো। অনু কবিতা -৩ এর কবিতা গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে ভাইয়া। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্যও শুভকামনা রইলো।

 last year 

আপনার কোন কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়েছি আসলে এই ধরনের কবিতাগুলো বেশ মাধুর্য সম্পন্ন। আপনার কবিতার প্রতিটি চরণ এর সাথে প্রতিটি চরণের অনেক মিল রয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার স্বরূপ দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো ভাই। আপনার জন্যও শুভকামনা রইলো।😊

 last year 

অণু কবিতা বলে যে কিছু একটা আছে এটা আমি এই পরিবারে এসেই প্রথম জানতে পারি,, দাদার ব্লগ থেকে। তারপরও এই কবিতার থিম আমি বুঝতাম না একদমই। তারপর বেশ কিছু লেখা পড়ার পর ধীরে ধীরে কিছুটা মাথায় ঢুকেছে। তবে আজ অবধি কখনো চেষ্টা করি নি লেখার। আসলে আমি লেখার থেকে কবিতা পড়তে খুব বেশি পছন্দ করি ভাই। ভালোবাসা, কিছুটা অভিমান সব কিছু মিলিয়ে বেশ ভালো লিখেছেন সত্যি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই ধরনের কবিতাগুলো পুরোপুরি ছন্দ মিলিয়ে যদি লেখা যায় তবে পড়তে আরো বেশি মজা লাগে। একবার ছন্দ মিলিয়ে লিখবেন তো ভাই, আশা করি ভালো হবে আরো।

আমি নিজেও আসলে দাদার পোস্ট দেখে অনু কবিতা লেখার সিদ্ধান্ত নিয়েছি। তবে অনু কবিতা বলে যে কিছু হয় সেটা আমি নিজেও জানতাম না। যাইহোক আপনার কথা রাখার চেষ্টা করব, এরপর ছন্দ মিলিয়ে লেখার চেষ্টা করব।

 last year 

অনেক সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কবিতা নিয়ে আপনি আজকের পোস্ট সাজিয়েছেন আমাদের মাঝে আপনার এই সুন্দর কবিতাগুলো পড়ে আমার অনেক ভালো লাগলো। নদীর প্রতি এত সুন্দর আহ্বান দেখে যেন প্রাণ শুয়ে গেছে।

আমার লেখা অনু কবিতাগুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ কবিতা গুলো পড়ার জন্য।

 last year 

তিন রকমের কম্বিনেশনের সমন্বয়ে তৈরি আজকের অনুকবিতা তিনটি সত্যিই খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটি আলাদা আলাদা অর্থ বহন করছে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আসার পর আমিও প্রথমবারের মতো এই অনু কবিতা লেখা শুরু করেছিলাম। এখন অনু কবিতা লিখতে ভালোই লাগে, তবে কখনো এভাবে পোস্ট করিনি। বাহ্! অণু কবিতা তিনটে সত্যিই অনেক সুন্দর হয়েছে । এত সুন্দর করে লাইনগুলো তৈরি করলে কিভাবে?

আমার নিজেরও আসলে অনেকটা তোমার মত অবস্থা। অনু কবিতা লিখতে অনেক বেশি পছন্দ করছি ইদানিং আমি। যাই হোক অনু কবিতাগুলো তোমার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 86273.50
ETH 3305.14
USDT 1.00
SBD 2.81