লেভেল ওয়ান হতে আমার শিক্ষা অর্জন //১০% লাজুক খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আচ্ছালামুয়ালাইকুম

আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি।

IMG_20220120_165623.jpg

প্রথমে আপনাদের সকলকেই ধন্যবাদ জানাই যে
আমাকে নতুন সদস্য হিসেবে বাংলা ব্লগ
কমিনিউটিতে গ্রহণ করার জন্য।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এতো সুন্দর
পরিবেশ দেখে আমি মনোমুগ্ধকর হয়েছি।
এখানে সকল নিয়ম মেনে কাজ করতে ভালোইলাগে।
এসকল নিয়ম কানুনও আর অনেক বিষয়ে
আমাদের শিখিয়েদেন প্রফেসরগন।তারা সকলেই অনেক ভালো মনের মানুষ। তারা নতুনদের ভালোভাবে বুঝিয়ে দেন।

আমিও একজন নতুন সদস্য। লেভেল ওয়ানে ক্লাসে উপস্থিত ছিলাম।আমি ক্লাসগুলোতে যা জেনেছি ও শিখেছি তার ভিওিতে একটি বর্ণনামূল্যক পরীক্ষা উপস্থাপন করছি।

              ( প্রশ্ন)

১.কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয়?

২. ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?

৩.পোস্ট করার সময় কেন ট্যাগ ব্যবহার করতে হয় এবং ট্যাগ কিসের ভিওিতে নির্বাচন করতে হয়?

৪.তিনটি ওয়েবসাইটের নাম বলুন যেখান থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়?

৫. প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?

৬.re-writeআর্টিকেল কাকে বলে?

৭.আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ে
উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

৮.ব্লগ লেখার সময় re-write আর্টিকেল কি কি বিষয় উল্লেখ করতে হবে?

৯.একটি পোস্ট কখন মাইক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

১০.২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতগুলো
পোস্ট করতে পারবে?

               (উত্তর) 

১.কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয়ঃ
উত্তরঃ- স্পামিং হচ্ছে কোন জিনিসকে বারবার রিপিট করা অন্য কাউকে বিরক্ত করা যেমন ছবি স্পামিং, কমেন্ট স্পামিং, মেনশন স্পামিং,
ট্যাগ স্পামিং ইত্যাদি।

স্পামিং এক্টিভিটিজঃ
১/একটি ছবি দিয়ে বারবার ঘুরিয়ে পেছিয়ে অনেক গুলো পোস্ট করা ছবি স্পামিং।
২/একই কথা বারবার কাউকে কমেন্ট করাও স্পামিং।
৩/কাউকে বিরক্ত করা ও বারবার মেনশন করাও
স্পামিং বলে গণ্য হয়।

৪/একই ট্যাগ ব্যবহার করে অনেকগুলো পোস্ট
করাও স্পামিং বলে গণ্য হয়।

২.ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেনঃ
উত্তরঃ-ফটো কঁপিরাইট হচ্ছে যেকোনো কপিরাইটযুক্ত ছবি হিসাবে চালিয়ে দেওয়া ও অন্যের ছবি ব্যবহার করেও সঠিক সোর্স দেওয়াই হচ্ছে ফটো কঁপিরাইট।

৩.পোস্ট করার সময় কেন ট্যাগ ব্যবহার করতে হবে এবং ট্যাগ কিসের ভিওিতে নির্বাচন করতে হবেঃ
উত্তরঃ-পোস্ট করা ক্ষেত্রে ট্যাগ ব্যবহার করা অনেক গুরুত্বপূর্ণ সঠিক ট্যাগের ফলে সহজেই যেকোনো পোস্ট খুঁজে পাওয়া যায় আর ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যেন আপনি যে বিষয়ের উপর পোস্ট লিখবেন সেই ধরনের ট্যাগ ব্যবহার করতে হবে। মেনলি ট্যাগ হচ্ছে কিওয়ার্ড।

৪.তিনটি ওয়েবসাইটের নাম বলুন যেখান থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়ঃ
উওরঃ-তিনটি ওয়েবসাইটের নাম-
১/(https://pixsbay.com)
২/(https://www.pexels.com)
৩/(https://unsplash.com)

৫.প্লাগারিজম কিঃ
উত্তরঃ-একজন ব্যক্তি যখন অন্যের আর্টিকেল নিজের বলে চালিয়ে দেওয়াকেই প্লাগারিজম বলে।
যদি কেউ ইচ্ছা করে অন্যের আর্টিকেল থেকে কিছু অংশ ধারণা নিয়ে একটা রিভিউ তৈরি করে তাহলে ৭০-৮০% লিখাটা নিজের হতে হবে তানাহলে সেটিও প্লাগারিজম এ পড়বে।

৬.re-write আর্টিকেল কাকে বলেঃ
উত্তরঃ- re-write আর্টিকেল হলো অন্যের লেখাকে হুবহু কপি করে নিজের আর্টিকেলে
দাবি করা ও লেখা। re-write আর্টিকেল যদি অন্যের ভিত্তিতে লিখি তাহলে ৭৫% লেখা আমাদের নিজের লিখতে হবে বাকি ২৫% লিখা অন্যের লেখা থেকে নিতে পারি এ ক্ষেত্রে সঠিক সোর্স ব্যবহার করতে হবে।

৭.আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ে উপর পোস্ট লেখা নিষিদ্ধঃ
উত্তরঃ-১/ধর্মীয় ও রাজনৈতিক বিষয়ে উপর
পোস্ট নিষিদ্ধ।

 ২/দুর্ঘটনা জনক পোস্ট।

  ৩/গরুর মাংস ও শুকরের  মাংস রেসিপি 
              পোস্ট। 

৪/মিথ্যা ও গুজব কে সমর্থন করে এরকম 
           পোস্ট নিষিদ্ধ । 

৫/স্পামিং পোস্ট/ভূয়া মনগরা পোস্ট করা যাবে না।

৮. ব্লগ লেখার সময় re-write আর্টিকেল কি কি বিষয় উল্লেখ করতে হবে?
উত্তরঃ-re-write লেখার সময় অন্তত ৭৫%লেখা
নিজের ভাষায় লিখতে হবে। বাকি অংশ অবশ্যই সোর্স উল্লেখ করে দিতে হবে।re-write করা কনো ব্লগ বা আর্টিকেল লেখার
ক্ষেত্রে আমাদের কয়েকটি বিষয় উল্লেখ করতে
হবে সঠিক। তথ্য বাছাই করে তারপর re-write করা যেতে পারে।
কোন ধরনের ভূয়া তথ্য প্রদান করা যাবে না।
সংগ্রহ করা তথ্যগুলো সরাসরি ব্যবহারের ক্ষেত্রে তথ্যগুলো ইনভার্টেট কমার মধ্যে রাখতে হবে।
কঁপিরাইট ফ্রী ইমেজ সংগ্রহ করা হলে তার সোর্স অবশ্যই ব্যবহার করতে হবে।

৯.একটি পোস্টকে কখন মাইক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়ঃ
উত্তরঃ-একটা পোস্টে যদি শুধুমাত্র একটা ছবি দেওয়া হয় এবং ১০০ শব্দের কম লেখা হয় তখন
সেই পোস্টকে মাইক্রো পোস্ট হিসেবে গন্য করা হবে।

১০.২৪ ঘন্টা একজন ব্লগার কতগুলো পোস্ট করতে পারবেঃ
উত্তরঃ-একজন ব্লগার ৫ মিনিট পর পর একটি করে পোস্ট করতে পারবে কিন্তু আমার বাংলা ব্লগ অনুসারে একজন ব্যক্তি ২৪ ঘন্টায় সর্বোচ্চ তিনটি পোস্ট করতে পারবে।

       ধন্যবাদ @abb-school 

আমি @abb-school এর প্রফেসরগণ ও শিক্ষকদের৷
প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Sort:  

প্রথমেই অভিনন্দন জানাই আপনাকে আপনি লেভেল ওয়ান থেকে অনেক কিছুই অর্জন করেছেন। এভাবেই এবিবি স্কুলের ক্লাস গুলো নিয়মিত করতে থাকেন সামনে আরো ভালো কিছু অর্জন করতে পারবেন আশা করি। শুভকামনা রইল আপনার জন‍্য।

 3 years ago 

ধন্যবাদ আপু লেবেন ওয়ান থেকে আপনি অনেক কিছুই শিখতে পারছেন। আপনি লেভেন ওয়ান প্রশ্ন গুলোর উত্তর খুব ভালো ভাবে দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

একই ট্যাগ ব্যবহার করে অনেকগুলো পোস্ট
করা ইত্যাদি ভাবে স্পামিং করা।

একই ট্যাগ সবসময় স্প্যামিং নয়। আর ব্লকচেইন নিয়ে আপনার ধারণা আরেকটু স্পষ্ট হওয়া উচিত। অন্য ব্যাপারগুলো মুটামুটি ভাল ছিল। শুভকামনা।

 3 years ago 

লেভেল ওয়ানের' পরীক্ষা কিভাবে দিতে হবে এবং কোন কোন প্রশ্নের উত্তর দিতে হবে আপনি এই পোস্টটি না পড়েই পরীক্ষা দিয়েছেন লেভেল ওয়ানের' টেক্সট চ্যানেলে সেই পোষ্টের লিংক দেয়া আছে সেটি পড়ুন এবং পোস্টটি এডিট করুন।

পোস্ট লিংক- https://steemit.com/hive-129948/@abb-school/or-or-level-01-exam

 3 years ago 

হ্যলো ভাইয়া আমি পোস্টটি এডিট করছি দেখবেন।
আর আমার কি আবার মৌখিক পরীক্ষা দিতে হবে

 3 years ago 

উত্তরঃ-ফটো কঁপিরাইট হচ্ছে যেকোনো কপিরাইটযুক্ত ছবি হিসাবে চালিয়ে দেওয়া ও অন্যের ছবি ব্যবহার করেও সঠিক সোর্স দেওয়াই হচ্ছে ফটো কঁপিরাইট।

এটা আপনি কি লিখেছেন বুঝতে পারলাম না। প্রচুর বানান ভুল করেছেন। আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে আপনি বিষয় গুলো ভালো ভাবে বুঝতে পারেননি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57343.17
ETH 2341.96
USDT 1.00
SBD 2.35