You are viewing a single comment's thread from:
RE: //স্বরচিত কবিতা// নেই কেনো মা আমার কাছে//
ম্যাডাম একটু ধৈর্য্য ধার দেবেন আমাকে? এই একটা জিনিসের বড্ড অভাব আমার মাঝে। আর ভীষণ মাথা গরম হয়ে যায় অল্পতেই। তবে ধৈর্যের এই গুণ টা সত্যিই যার মাঝে আছে সে জীবনে অনেক উপরে উঠতে পারে এটা নিশ্চিত। আর মা জিনিসটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। পৃথিবীর সব দুঃখ কষ্ট যন্ত্রণা এই একটা মানুষের কাছে এসেই যেন স্থির হয়ে যায়। নিজের জীবন থেকেই তো দেখছি, মায়ের কথা না শুনে ভিন্ন পথে গিয়ে হোচট খেয়েও মায়ের কাছ থেকে কতটা সাপোর্ট পাচ্ছি। মা তো মা ই। আমার কাছে মা জিনিসটা এমন যে, সে কাছে থাকুক কিংবা দূরে, সন্তান কেমন আছে আর কি করছে ঠিক বুঝে ফেলে। আর সাথে সাথেই নানান ভাবে ইশারা ইঙ্গিতে ঠিক পথে আনার চেষ্টা করে। পৃথিবীর সব মা ভালো থাকুক, এটাই প্রার্থনা করি সব সময়। ভালো ছিল আপনার লেখাটাও।
আমারও অনেক বেশি মাথা গরম, অল্পেতেই রেগে যায়। কিন্তু রাগের মাথায় কাকে কি বলে ফেলি? কে আবার কষ্ট পেয়ে যায়? তাই ভেবে রাগ হওয়া সত্ত্বেও আমি ধৈর্য্য সহকারে নিজের মধ্যেই সেটাকে শেষ করে ফেলি। এটা আমার একটা ভালো গুণ বলতে পারেন। সত্যিই আমরা কোন ভুল পথে গেলেও মায়েরা সেটা থেকে আমাদেরকে ইশারা ইঙ্গিত দিয়ে হলেও বের করে আনার চেষ্টা করে। সব সময়ই তারা আমাদের পাশে আছে, তাই পৃথিবীর সব মায়েদেরকে অনেক অনেক ভালোবাসা। আমার লেখা কবিতাটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।