You are viewing a single comment's thread from:

RE: অপু এবং ব্রহ্মদৈত্য (শেষ পর্ব)।। জুন -১৩/০৬/২০২৩।।

in আমার বাংলা ব্লগlast year

অবশেষে গল্পটার শেষ পর্ব পেয়ে গেলাম। অনেকদিন পর লিখলেন শেষ পর্ব টা। শুরু থেকে এই গল্পটা পড়ছি এবং আমার তো বেশ ভালো লেগেছে প্রথম থেকেই। অপু চরিত্রটা আমার কাছে ভীষণ মজার লেগেছে। লেখাটা কিছুটা কাল্পনিক হলেও হিন্দু রীতি অনুযায়ী কিন্তু একদম সঠিক। আমাদের সমাজে মৃত ব্যক্তির শ্রাদ্ধের আগ পর্যন্ত এই বিশ্বাসটাই এখনো প্রচলিত আছে। আর যে কথাটা না বললেই নয়, মা বাবা সত্যিই যাই করেন তা আমাদের ভালোর জন্যই করেন। এই পৃথিবীতে যদি কেউ নিঃস্বার্থভাবে আমাদের ভালো চেয়ে থাকে তবে সেটা হলো আমাদের মা বাবা। নিজের অভিজ্ঞতা থেকে বলছি যেখানে যেখানে মায়ের কথা শুনিনি ঠিক সেখানে সেখানে ভীষণ পরিমাণে ঠকেছি এবং যার ফল এখনো ভুগতে হচ্ছে আমাকে। পরিশেষে এটাই বলব ঈশ্বর যেন আমাদের সবাইকে সৎ বুদ্ধি দান করেন, আমরা অন্তত মা বাবার কথা শুনে যেন চলতে পারি।

Sort:  

আসলে মাঝখানে বেশ কিছু ঝামেলার ভেতর জড়িয়ে পড়েছিলাম এজন্য গল্প লেখার প্রতি অতটা ইন্টারেস্ট ছিলনা। তারপরও মোটামুটি একটা কায়দা করে শেষ করে দিয়েছি। তবে যতটা সুন্দর করতে চেয়েছিলাম ততটা সুন্দর হয়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সজীব ভাই গল্পটা শেষ পর্যন্ত পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 88275.41
ETH 3281.06
USDT 1.00
SBD 3.00