You are viewing a single comment's thread from:

RE: মানুষের মনুষত্ব এখন কোমায় ।। জুন -০৬/০৬/২০২৩।।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসলে লেখাটা পড়ার পর কি মন্তব্য করা উচিত এটাই আমি বুঝে পাচ্ছি না। সত্যি বলতে প্রতিটা ক্ষেত্রে এমন। আর জানেন তো, কিছু হোক না হোক একটু কে তেই ছবি তোলা বা ভিডিও করা প্রাণী গুলো যে কতটা অসুস্থ মস্তিষ্কের প্রাণী হয়ে গেছে সেটা যদি ওদের চোখে আঙুল দিয়ে দেখাতে পারতাম একবার! আর দুই একজন আছেন যারা সব ভিড় ঠেলে একটু ভালো কাজে এগিয়ে আসতে নেন, কিন্তু এই বিকৃত অসুস্থ মানুষ গুলোর জন্য তারাও নিজেদের কাজ ঠিক মত করতে পারেন না। যাই হোক অনেক সাহসী একটা কাজ করেছেন ভাই। খুব ভালো লাগলো আপনার তৎক্ষণাৎ সাহসী ভূমিকা পালন করতে দেখে।

Sort:  

যে ছেলেটা ওখানে দাঁড়িয়ে ভিডিও করছিল আমার মনে হচ্ছিলো তাকে ধরে টেনে রেললাইনের উপর ফেলে দেই। আসলে এখনকার মানুষজন ভাইরাল হওয়ার চক্করে কেমন জানি অসুস্থ মস্তিষ্কের হয়ে যাচ্ছে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 111554.62
ETH 4304.61
SBD 0.85