অনেক ছোটবেলায় একদিন খেয়েছিলাম কাকড়া। স্বাদ টা একদম মনে নেই। সবার কাছে শুনি বেশ ভালো খেতে। আসলে আমাদের এদিকে তো কেউ খায় না খুব একটা, তাই খাওয়া হয় না। আজ অনেক দিন পর কাকড়ার কোন রেসিপি দেখলাম । সত্যি বলছি কয়েক বার ঢোক গিলে ফেললাম । বেশ লোভ লেগে গেছে। কেন যে এত মজাদার খাবারের কনটেস্টের আয়োজন করে 😥😥😥। বাড়ির আশে পাশে হলেও না হয় খেয়ে আসতাম গিয়ে। কি আর করার, খালি মুখেই শুভেচ্ছা জানিয়ে গেলাম প্রতিযোগিতার জন্য।
হা হা হা.........
আমার তো কাঁকড়া খেতে খুবই ভালো লাগে, তবে আমাদের এইদিকেও খুব একটা বেশি পাওয়া যায় না। আপনি তাহলে যখন এই দেশে আসবেন তখন আপনাকে কাঁকড়ার চপ বানিয়ে খাওয়ানো হবে।