খুব চমৎকার একটা টপিক নিয়ে আলোচনা করেছেন। ভাবতে অবাক লাগে আধুনিক এই সমাজে এখনো মেয়েদের অবহেলার চোখে দেখা হয় অনেক জায়গাতেই। তবে দিন বদলাতে শুরু করেছে। ছেলে মেয়ের তফাৎ এখন অনেকাংশই দূর হয়ে গেছে। একটা মেয়ে যে পুরো বিশ্ব জয় করতে পারে সেটা সে প্রমাণ করে দেখাচ্ছে প্রতিনিয়ত। কোথায় নেই তার পদচারন! মাঝে মাঝে তো আমার কাছে মনে হয় একটা মেয়ে তার সারা জীবনে যা যা সহ্য করেন এবং যত কিছু সেক্রিফাইস করেন, একজন ছেলে হিসেবে এত কিছু সহ্য করা প্রায় অসম্ভব আমার কাছে।