You are viewing a single comment's thread from:
RE: কলকাতা মিউজিয়াম (ব্রঞ্জের তৈরি দেবদেবীর মূর্তি)।। এপ্রিল -২০/০৪/২০২৩।।
এক কথায় অনবদ্য একটা পোস্ট ছিল এটা। শুরুতে খুব মূল্যবান কিছু তথ্য দিয়েছেন, আমি এত গভীরভাবে জানতাম না এই মিউজিয়াম সম্পর্কে। আমি অবশ্য কলকাতা মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলেই চলে এসেছিলাম 😉, ভেতরে আর যাই নি। সবগুলো ব্রোঞ্জের মূর্তি অসাধারণ লেগেছে। একদম শেষে ভোলানাথের মূর্তিটা বেশ অন্যরকম লাগলো আমার কাছে। শিবের এই রূপটা এবারই প্রথম দেখলাম আমি।🙏
যদি আবার কখনো কলকাতা আসেন তাহলে অবশ্যই কলকাতা মিউজিয়াম ঘুরে দেখতে ভুলবেন না। এত সুন্দর জায়গা আসলে ঘুরে না গেলে অনেক কিছুই মিস করে যাবেন জীবনে।