ক্লাস ফাইভ অথবা সিক্স থেকে যখন পরিবেশ নিয়ে রচনা লিখতে শিখেছি সে তখন থেকেই এই একটা লাইন মোটামুটি আমরা সবাই পড়েছি, গাছ লাগান পরিবেশ বাঁচান। কিন্তু সত্যি বলতে আমাদের এই শিক্ষাটা শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ। বাস্তবে আর কয় জনই বা প্রয়োগ করেছি! আর সেজন্যই হয়তো আমাদের এই দুর্দশা। তবে এখনো সময় আছে বলে আমি মনে করি। শুধু প্রয়োজন সঠিক পদক্ষেপ এবং বাস্তবায়ন। তা না হলে যেভাবে বরফ গলছে, আমাদেরকেও সমুদ্রের অতল গর্ভে তলিয়ে যেতে হবে একদিন। বেশ চমৎকার একটা আর্টিকেল লিখেছেন ভাই। ভালো লাগলো খুব।