You are viewing a single comment's thread from:
RE: বিকালে বাইরে টুকটাক খাওয়া দাওয়া
যাহ,, শেষমেষ ফ্রেন্স ফ্রাইটাই পাওয়া গেল না!! বাইরের এই খাবার গুলো আমারও বেশ লাগে। তবে হ্যাঁ শীতকালে বাইরে বেরোতে সত্যিই খুব আলসেমি লাগে। আবার মাঝে মধ্যে পরিবার নিয়ে এমন যেতে খারাপ লাগে না। কিন্তু একদম সন্ধ্যা বেলায় রাস্তা এতোটা ফাঁকা, ব্যাপারটা খুব অবাক লাগলো। আর চিকেন রোলটা সত্যিই খুব লোভনীয় লাগছে দেখতে, খেতে যেমনই হোক না কেন 😅।
যখন গিয়েছিলাম তখন অনেক বেশি ঠান্ডা পরছিল এজন্য রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল। চিকেন রোলটা দেখে মনে করেছিলাম যে খুব মজা হবে। কিন্তু খাওয়ার পরে আগ্রহ টাই নষ্ট হয়ে গিয়েছিল। ধন্যবাদ ভাইয়া।