শ্রদ্ধেয় @rme দাদার জন্য Lamborghini গাড়ির মডেল আঁকার ক্ষুদ্র প্রচেষ্টা 😊🏎️🚗

গত মাসের শেষের দিকের কথা। তারিখটা সম্ভবত 29 আগস্ট হবে। আমাদের সকলের শ্রদ্ধেয় @rme দাদা তার পরিবার নিয়ে ঘুরতে বের হলে পথের মধ্যে হঠাৎ তার গাড়িটা নষ্ট হয়ে যায় এবং তাকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। এমন বিড়ম্বনার সম্মুখীন হয়তো আগে কখনো হননি। দাদার মনটা ভীষণ খারাপ ছিল ঐদিন। ডিসকর্ডে নানান কথার মাঝে একসময় দাদা বললেন একটি নতুন গাড়ি সাজেস্ট করুন সবাই। দাদা নতুন গাড়ি নেবেন।

আমি আসলে ঐসময় কোন গাড়ি পছন্দ করতে পারিনি। তবে আমার ইচ্ছে ছিল যে গাড়িটা আমার পছন্দ হবে সেটা দাদার জন্য এঁকে তাকে দেখাবো। তারপর ভাবলাম, দাদা বলে কথা যে সে গাড়িতে তো আর তাকে মানাবে না। ইন্টারনেটে কিছু গাড়ির মডেল খোঁজাখুঁজি করার পর "Lamborghini" আমার ভীষণ পছন্দ হয় 😊। ভাবলাম এটাই দাদার জন্য একদম পারফেক্ট। তবে দাদার পছন্দ হবে কিনা এটা বলা বেশ মুশকিল।

IMG20210905132301.jpg

সে যাই হোক। আমার যখন পছন্দ হয়ে গেল আমি ওই গাড়ির মডেল টা ধরেই আঁকানোর চেষ্টা করলাম। ছবিটা আঁকিয়েছি বেশ কদিন আগে। ব্যস্ততার জন্য পোস্ট করা হয়নি। তাই আজ করছি।

চলুন দেখে নেয়া যাক দাদার জন্য পছন্দ করা আমার "Lamborghini" গাড়ি অঙ্কনের কিছু ধাপ।

প্রথম ধাপ :

IMG20210905122810.jpg

IMG20210905123149.jpg

দ্বিতীয় ধাপঃ

IMG20210905123810.jpg

IMG20210905124121.jpg

তৃতীয় ধাপঃ

IMG20210905124914.jpg

IMG20210905125012.jpg

চতুর্থ ধাপঃ

IMG20210905125546.jpg

IMG20210905130312.jpg

পঞ্চম ধাপঃ

IMG20210905131205.jpg

IMG20210905131640.jpg

ষষ্ঠ ধাপ:

IMG_20210905_132515.jpg

IMG20210905132301.jpg

আর এভাবেই একে ফেললাম আমার পছন্দের দুটি গাড়ির মডেল। সত্যি বলতে বেশ মজা পাচ্ছিলাম গাড়ি আঁকার সময়। ছোট বেলায় কত খেলা করতাম এই রকম ধরনের খেলনা গাড়ি নিয়ে। মনে পড়ছিল খুব দিন গুলোর কথা। আর এমন গাড়ি তো আমরা সবাই খেলার ছলে কত আকাতাম। দিন গুলো আজ শুধুই স্মৃতি।

দাদার সাথে ঐ দিন অমন বাজে কিছু না ঘটলে হয়ত আজ এতদিন পর গাড়ি নিয়ে এমন চিন্তা ভাবনা কখনো আমার মাথায় আসতো না। মনের সখে এই কাজটি করা। কোন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জানিনা আসলে দাদার ল্যাম্বরগহিনি গাড়ির মডেল ঠিক কতটা পছন্দের। দাদার যদি এতটুকুও ভালো লাগে তাহলে আমার এই কাজটা সার্থক হবে বলে আমি মনে করছি।

ধন্যাদান্তে
@roy.sajib

Sort:  
 3 years ago 

খুব দক্ষ ও নিপুনতার সঙ্গে এঁকেছেন দাদা দেখেই বোঝা যাচ্ছে।আপনি ভালো গান করার সাথে সাথে হাতের কাজে ও পারদর্শী।গাড়ির মডেল সুন্দরভাবে ফুটে উঠেছে।ধন্যবাদ দাদা।

আসলে বোন আমি পাগলামিতে বেশি পারদর্শী 😀 যখন যেটা মন চায় হুটহাট করে ফেলি। ভালো থাকবেন সবসময়।

 3 years ago 

ওয়াও । দাদা আপনি অনেক গুনে গুণান্বিত ।সত্যি গাড়ির মডেল টা দুর্দান্ত হয়েছে। অনেক শুভেচ্ছা রইলো ।

আরে দাদা মতো কিছুই না। মজার ছলে করে ফেলেছি এটুকুই । 😊

আপনার ক্ষুদ্র প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাচ্ছি।খুব সুন্দর হয়েছে আপনার আর্ট টি।অনেক ধন্যবাদ আপনাকে আপনার আর্ট দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া উৎসাহিত করার জন্য।

 3 years ago 

দাদার জন্য Lamborghini বাহ দারুন তো। মডেল টা খুব ভালো ফুটিয়ে তুলেছেন কাগজ পেনসিলে। খুব ভালো হয়েছে ভাই।

অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

আসলে ছোটবেলায় আমরা অনেকেই গাড়ির ছবি আঁকাতাম এবং আপনি অনেক দক্ষতার সাথে দাদার জন্য একটি গাড়ি তৈরি করেছেন। আমার ভাল লেগেছে এবং বিশেষ করে আপনারা দক্ষতার কোন তুলনা হয় না আপনার জন্য শুভকামনা রইল।

ছোটবেলার সেই মজা গুলোকে ফিরে পাওয়ার জন্যই কাজটা করা। অনেক ভালো থাকবেন ভাই

 3 years ago 

দুইটি গাঁড়ের মধ্যে নিচের গাড়িটি আমার কাছে খুব ভালো লেগেছে

হিহিহি। যাক তবু যে একটা ভালো লেগেছে এই অনেক। ভালো থাকবেন ভাই। 😊

 3 years ago 

দুইটাই ভাল লেগেছে। তবে দ্বিতীয় টা একটু বেশি

 3 years ago 

এই গাড়ি কিন্তু আমাদের এদিকে চলবে না, বাম্পারে বাড়ি খেয়ে উল্টে যেতে পারে হা হা । যাইহোক মডেলটি ভালোই হয়েছে।

ওরে বাবা,, এত গভীরে তো ঢোকা হয় নি। 🤔🤔😊

 3 years ago 

খুব সুন্দর হয়েছে কিন্তু।
আপনি একটি বিষয় মনে রেখে তা বাস্তবে রূপ দিয়েছেন দেখে ভালোই লাগলো।আপনি তো খুব ভালো আর্ট করেন ভাইয়া। অনেক গুণ কিন্তু আপনার মাঝে। 😍

আহা আহা প্রশংসা শুনে তো মনে বেশ ফুর্তি লাগে। 🤗🥰। আসলে মাথায় যখন যে ভুত চাপে সেটা করার চেষ্টা করি। ভালো খারাপ যেমনই হোক। মনের শান্তি বড় শান্তি আপু। ভালো থাকবেন

You have been upvoted by @tarpan A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

For general information about what is happening on Steem follow @steemitblog.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59604.53
ETH 2413.47
USDT 1.00
SBD 2.43