এই ব্যাপারগুলো ভাবতেই ভেতরে কেমন একটা নাড়িয়ে দিয়ে যায়। মাঝে মাঝে মনে হয় মৃত্যুই এই পৃথিবীর একমাত্র প্রকৃত সত্য। আর বাদবাকি সব কিছুই যেন বেঁচে থাকার জন্য অভিনয় করে যাওয়া। আর সবশেষে একদম যথার্থ কথা বলেছেন ভাই, চলে যাওয়ার পর কেউ আর কারোর থাকে না। যাক সবকিছু যে ভালোভাবে মিটে গেছে এটাই বড় কথা। আর বর্তমান সময় গুলো কেমন যেন, আগে সবার সাথে দেখা-সাক্ষাৎ হতো, গল্প হতো, কথা হতো। কিন্তু ইদানিং পরিবারগুলোর মাঝে সেই মিলন মেলা খুবই কম দেখতে পাই।
যে সময় চলে যায় তা আর ফিরে আসে না রে ভাই। জগতের ঘূর্ণিপাক বোঝা বড় মুশকিল।