You are viewing a single comment's thread from:

RE: ইকো পার্ক থেকে তোলা কিছু ফটোগ্রাফি || পর্ব - ০৪

in আমার বাংলা ব্লগ3 years ago

এবার ইন্ডিয়া গিয়ে ইকো পার্কেও যাওয়ার কথা ছিল। কিন্তু সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যেবেলায় শরীরটা আর পারছিল না। তাই ইকো পার্কের পাশে মিষ্টি হাব থেকে মিষ্টি খেয়ে আমি আর দাদা ইকো পার্কের পাশ দিয়েই চলে গিয়েছিলাম। তখন গাড়ি থেকেই অল্প একটু দেখেছিলাম। সন্ধ্যেবেলার লাইটিং গুলো অসাধারণ লাগছিল আমার কাছে। আজকে আপনার পোষ্টের মাধ্যমে ভেতরের পরিবেশ কিছুটা দেখতে পারলাম। ভীষণই ভালো লাগলো । চারদিকে এত সবুজ এই জিনিসটা সবথেকে বেশি আকর্ষণ করে বোধহয় সবাইকে। আর গরমের সময় সাইকেল বা গাড়িতে করে ঘুরে দেখার ব্যাপারটাও বেশ মজার। তবে আমার কাছে মনে হয় হেঁটে হেঁটে চারদিক দেখার একটা অন্যরকম মজা আছে। বেশ ভালো লাগলো আপনার পোস্টটা।

Sort:  
 3 years ago 

চলার পথে গাড়ি থেকে দেখলে সেই ভাবে বোঝা যাবে না পার্ক টি সুন্দরভাবে। এর ভিতর গিয়ে এই জায়গা উপভোগ করতে হবে । খুবই দারুণ একটি জায়গা ভাই। কখনো সময় এবং সুযোগ হলে হলে এর ভিতরে এসে ঘুরে যাবেন।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.31
JST 0.031
BTC 106859.49
ETH 3887.77
USDT 1.00
SBD 0.57