দেখতে একদম নারকেলের নাড়ুর মত লাগছে। আমি চালের নাড়ু কখনো খাই নি। বানানোটা এই প্রথম দেখলাম। কয় দিন পরেই তো পূজা। দেখি মাকে বলব এই রেসিপির কথা। একটু খাটনি বেশি মনে হলো। তবে খেতে মজা হলে ঐ কষ্ট আর কষ্ট মনে হবে না একদম। শুভেচ্ছা রইলো।
দেখতে একদম নারকেলের নাড়ুর মত লাগছে। আমি চালের নাড়ু কখনো খাই নি। বানানোটা এই প্রথম দেখলাম। কয় দিন পরেই তো পূজা। দেখি মাকে বলব এই রেসিপির কথা। একটু খাটনি বেশি মনে হলো। তবে খেতে মজা হলে ঐ কষ্ট আর কষ্ট মনে হবে না একদম। শুভেচ্ছা রইলো।
আসলেই একটু খাটনি ছিল। কিন্তু যখন খেতে মজা হয়েছিল তখন আর কষ্টটা চলে গেল।